ফটিকছড়িতে যুবলীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৬
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০
চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় সেøাগান দেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মারামারিতে উভয়পক্ষের অন্তত ৬ ব্যক্তি আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী খোকন, সাইফুদ্দীন, নুরুল্লাহ, ফোরকান, শহিদুল্লাহ ও সালাউদ্দীন আহত হন। জানা যায়, ইউনিয়ন যুবলীগ আয়োজিত বর্ধিত সভার শুরুতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষ একে অপরকে সভাস্থলের চেয়ার ছুড়তে থাকে। একপর্যায়ে সভা পন্ড হয়ে যায়। আহত খোকন বলেন, ‘আমরা ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়বের নামে স্লোগান দিতে দিতে সভাস্থলে প্রবেশ করামাত্র শহীদুল্লাহ ও তার সাঙ্গোপাঙ্গরা আমাদের ওপর হামলা চালায়।
তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ বলেন, আমি কাউকে হামলা করিনি। খোকনসহ বহিরাগতরা সভাস্থলে প্রবেশ করলে নেতাকর্মীরা তাদের প্রতিহত করে।
শেয়ার করুন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | ৯ ডিসেম্বর, ২০২১ ০০:০০

চট্টগ্রামের ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের বর্ধিত সভায় সেøাগান দেওয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের মারামারিতে উভয়পক্ষের অন্তত ৬ ব্যক্তি আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এতে যুবলীগ কর্মী খোকন, সাইফুদ্দীন, নুরুল্লাহ, ফোরকান, শহিদুল্লাহ ও সালাউদ্দীন আহত হন। জানা যায়, ইউনিয়ন যুবলীগ আয়োজিত বর্ধিত সভার শুরুতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয়পক্ষ একে অপরকে সভাস্থলের চেয়ার ছুড়তে থাকে। একপর্যায়ে সভা পন্ড হয়ে যায়। আহত খোকন বলেন, ‘আমরা ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়বের নামে স্লোগান দিতে দিতে সভাস্থলে প্রবেশ করামাত্র শহীদুল্লাহ ও তার সাঙ্গোপাঙ্গরা আমাদের ওপর হামলা চালায়।
তবে অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল্লাহ বলেন, আমি কাউকে হামলা করিনি। খোকনসহ বহিরাগতরা সভাস্থলে প্রবেশ করলে নেতাকর্মীরা তাদের প্রতিহত করে।