ময়মনসিংহ-ঢাকার পরিবহন ধর্মঘট স্থগিত
ময়মনসিংহ সংবাদদাতা | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০
সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগের চার জেলা থকে ঢাকাগামী পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঘোষণার পর থেকেই ফের পরিবহন চলাচল শুরু হয়েছে।
এর আগে গত শনিবার সমিতি দুটির পক্ষ থেকে গতকাল থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। তারও আগে গত ২ জানুয়ারি সংগঠন দুটি এক সংবাদ সম্মেলনে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত বেহাল ঢাকা-ময়মনসিংহ সড়ক চলাচলের উপযোগী করার দাবি জানায় এবং ১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে উদ্যোগ না নিলে ১৬ জানুয়ারি থেকে ধর্মঘটের হুমকি দেয়।
গতকালের সংবাদ সম্মেলনে জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, ময়মনসিংহ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
ময়মনসিংহ সংবাদদাতা | ১৭ জানুয়ারি, ২০২২ ০০:০০

সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ বিভাগের চার জেলা থকে ঢাকাগামী পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ঘোষণার পর থেকেই ফের পরিবহন চলাচল শুরু হয়েছে।
এর আগে গত শনিবার সমিতি দুটির পক্ষ থেকে গতকাল থেকে পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়। তারও আগে গত ২ জানুয়ারি সংগঠন দুটি এক সংবাদ সম্মেলনে গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত বেহাল ঢাকা-ময়মনসিংহ সড়ক চলাচলের উপযোগী করার দাবি জানায় এবং ১৫ জানুয়ারির মধ্যে এ বিষয়ে উদ্যোগ না নিলে ১৬ জানুয়ারি থেকে ধর্মঘটের হুমকি দেয়।
গতকালের সংবাদ সম্মেলনে জেলা মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন, মহাসচিব মাহবুবুর রহমান, ময়মনসিংহ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি শংকর সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।