লুটপাট, বাড়িঘর ভাঙচুর, আহত ৬০
শাহজাদপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে তরুণ নিহত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর সংঘর্ষে এক তরুণ নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। নিহত শরিফুল ইয়ারফিন (৩৫) মোল্লা গোষ্ঠীর ইউসুফ মোল্লার ছেলে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংঘর্ষের সময় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং দুই পক্ষের বাড়িঘরেই ভাঙচুর ও লুটপাট চলে। এ সময় উভয় পাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়।
সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠি, ফালা, শাবল, দা, কুড়াল, বল্লম, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। পরিবারের নারী সদস্যরাও সংঘর্ষে অংশগ্রহণ করেন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনার বেড়া ও ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরিফুল ইয়ারফিনকে বেড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন আবদুস ছামাদ, বাইতুল, মোজাম্মেল, সাইফুল, কামরুদ্দিন, আয়নুল, শফিকুল, আবদুর রশিদ, রাশেদ, রাসেল, মালেক মোল্লা, মঞ্জু, শান্ত, রেজাউল, আমির হামজা, আবদুল হালিম, আলামিন, আবদুল কাদের, ঠান্ডু মোল্লা, সাদেক, আবদুল হাই, গাজী, মিলন, আবদুল বাকী, আবদুল মজিদ, জাকির, জাইদুল, জাহিদুল, নবীর মোল্লা, নজরুল, নাহিদ ও ফজিলা বেগম। সংঘর্ষ চলাকালে বাঘাবাড়ী-চাটমোহর সড়কের বাঘাবাড়ী এলাকায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সংঘর্ষের পর উভয় পক্ষই নিজ নিজ বাড়ির আসবাব, ফ্রিজ, টেলিভিশন ও গরু-বাছুর নিরাপদ স্থানে সরিয়ে নেয়। মোল্লা গোষ্ঠীর কিছু লোকজন বাড়িতে অবস্থান করলেও ফকির গোষ্ঠীর লোকজন তাদের ধানচাল, আসবাব, খাদ্যশস্য ও গরু-বাছুর নিয়ে পাশের গ্রাম চরচিথুলিয়া, সেলন্দা, বহলবাড়ী ও রাউতারায় আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আবদুল মজিদ বলেন, সংঘর্ষে নিহতের ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মর্গে পাঠানো হয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ উভয় পক্ষের ২৪ জনকে গ্রেপ্তার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
শাহজাদপুর থানার এএসপি সার্কেল হাসিবুল আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে এই সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।
শেয়ার করুন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ীতে মোল্লা গোষ্ঠী ও ফকির গোষ্ঠীর সংঘর্ষে এক তরুণ নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। নিহত শরিফুল ইয়ারফিন (৩৫) মোল্লা গোষ্ঠীর ইউসুফ মোল্লার ছেলে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংঘর্ষের সময় এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় এবং দুই পক্ষের বাড়িঘরেই ভাঙচুর ও লুটপাট চলে। এ সময় উভয় পাশে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট দেখা দেয়।
সংঘর্ষের সময় উভয় পক্ষ লাঠি, ফালা, শাবল, দা, কুড়াল, বল্লম, ইটপাটকেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। পরিবারের নারী সদস্যরাও সংঘর্ষে অংশগ্রহণ করেন। আহতদের শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনার বেড়া ও ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শরিফুল ইয়ারফিনকে বেড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন আবদুস ছামাদ, বাইতুল, মোজাম্মেল, সাইফুল, কামরুদ্দিন, আয়নুল, শফিকুল, আবদুর রশিদ, রাশেদ, রাসেল, মালেক মোল্লা, মঞ্জু, শান্ত, রেজাউল, আমির হামজা, আবদুল হালিম, আলামিন, আবদুল কাদের, ঠান্ডু মোল্লা, সাদেক, আবদুল হাই, গাজী, মিলন, আবদুল বাকী, আবদুল মজিদ, জাকির, জাইদুল, জাহিদুল, নবীর মোল্লা, নজরুল, নাহিদ ও ফজিলা বেগম। সংঘর্ষ চলাকালে বাঘাবাড়ী-চাটমোহর সড়কের বাঘাবাড়ী এলাকায় প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
সংঘর্ষের পর উভয় পক্ষই নিজ নিজ বাড়ির আসবাব, ফ্রিজ, টেলিভিশন ও গরু-বাছুর নিরাপদ স্থানে সরিয়ে নেয়। মোল্লা গোষ্ঠীর কিছু লোকজন বাড়িতে অবস্থান করলেও ফকির গোষ্ঠীর লোকজন তাদের ধানচাল, আসবাব, খাদ্যশস্য ও গরু-বাছুর নিয়ে পাশের গ্রাম চরচিথুলিয়া, সেলন্দা, বহলবাড়ী ও রাউতারায় আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।
শাহজাদপুর থানার ওসি (অপারেশন) আবদুল মজিদ বলেন, সংঘর্ষে নিহতের ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মর্গে পাঠানো হয়েছে। পুনরায় সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ উভয় পক্ষের ২৪ জনকে গ্রেপ্তার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি।
শাহজাদপুর থানার এএসপি সার্কেল হাসিবুল আলম জানান, পূর্বশত্রুতার জের ধরে এই সংঘর্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।