রেখে যাওয়া শিশুটি ঘর পেয়েছে
নেতকোনা প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
মোহনগঞ্জে উদ্ধার হওয়া সেই শিশুটির জায়গা হয়েছে এক নিঃসন্তান দম্পতির ঘরে। ওই দম্পতির বাড়ি বারহাট্টা উপজেলায়। তবে ওই দম্পতি তাদের নাম-ঠিকানা প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তিনজন নিঃসন্তান দম্পতি শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেছিলেন। নানা শর্ত সাপেক্ষে গত মঙ্গলবার বিকেলে শিশুটিকে ওই দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৮ জানুয়ারি ভোরে মোহনগঞ্জের বরুঙ্কা গ্রামের একটি জঙ্গল থেকে মানসিক ভারসাম্যহীন মা ও সদ্যভূমিষ্ঠ নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী। পরদিন দুপুরে ওই মা হাসপাতাল থেকে কাউকে না বলে চলে যান।
শেয়ার করুন
নেতকোনা প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

মোহনগঞ্জে উদ্ধার হওয়া সেই শিশুটির জায়গা হয়েছে এক নিঃসন্তান দম্পতির ঘরে। ওই দম্পতির বাড়ি বারহাট্টা উপজেলায়। তবে ওই দম্পতি তাদের নাম-ঠিকানা প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, তিনজন নিঃসন্তান দম্পতি শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেছিলেন। নানা শর্ত সাপেক্ষে গত মঙ্গলবার বিকেলে শিশুটিকে ওই দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ৮ জানুয়ারি ভোরে মোহনগঞ্জের বরুঙ্কা গ্রামের একটি জঙ্গল থেকে মানসিক ভারসাম্যহীন মা ও সদ্যভূমিষ্ঠ নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী। পরদিন দুপুরে ওই মা হাসপাতাল থেকে কাউকে না বলে চলে যান।
শেয়ার করুন