সড়ক-মহাসড়কের ওপর বাজার স্ট্যান্ড
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
গাজীপুরের কালিয়াকৈরে সড়ক-মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসছে দোকানপাট, হাটবাজার ও বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড। এসব দোকান-স্ট্যান্ডের পসরা বসিয়ে করা হচ্ছে জমজমাট বাণিজ্য। অভিযোগ উঠেছে, পুলিশ, ইজারাদার ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এর সঙ্গে জড়িত। অবৈধ এসব স্ট্যান্ড-বাজারের কারণে যান চলাচলে বিঘœ ঘটাসহ চরম জনদুর্ভোগ নেমে আসায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
সরেজমিন দেখা গেছে, মহাসড়ক ও ফুটপাত দখল করে কালিয়াকৈর বাজার এলাকা, সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, বাজার ও বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড।
স্থানীয়রা জানায়, মাসখানেক আগে উপজেলা প্রশাসন সেখানে উচ্ছেদ অভিযান চালালেও দুই-তিন দিনের মধ্যে আবার বসে গেছে দোকানপাট, বাজার ও স্ট্যান্ড। শুধু ওই বাজার এলাকাই নয়, কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও উপজেলার বাইপাস, মৌচাক এলাকায় মহাসড়ক ও ফুটপাত এবং চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় অবৈধভাবে হাটবাজার, দোকানপাট ও সিএনজিচালিত এবং ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড করা হয়েছে। এছাড়া মহাসড়কের সার্ভিস রোড বন্ধ করে বিভিন্ন স্থানে রাখা হচ্ছে যানবাহন। সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন বলেন, পুলিশের চাঁদা নেওয়ার অভিযোগ পাইনি। এখানে যোগদানের পর থেকেই উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, যারা এসব বসাচ্ছে তাদের চিহ্নিত করে স্থায়ীভাবে সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।
শেয়ার করুন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক-মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে বসছে দোকানপাট, হাটবাজার ও বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড। এসব দোকান-স্ট্যান্ডের পসরা বসিয়ে করা হচ্ছে জমজমাট বাণিজ্য। অভিযোগ উঠেছে, পুলিশ, ইজারাদার ও রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এর সঙ্গে জড়িত। অবৈধ এসব স্ট্যান্ড-বাজারের কারণে যান চলাচলে বিঘœ ঘটাসহ চরম জনদুর্ভোগ নেমে আসায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
সরেজমিন দেখা গেছে, মহাসড়ক ও ফুটপাত দখল করে কালিয়াকৈর বাজার এলাকা, সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট, বাজার ও বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড।
স্থানীয়রা জানায়, মাসখানেক আগে উপজেলা প্রশাসন সেখানে উচ্ছেদ অভিযান চালালেও দুই-তিন দিনের মধ্যে আবার বসে গেছে দোকানপাট, বাজার ও স্ট্যান্ড। শুধু ওই বাজার এলাকাই নয়, কালিয়াকৈর পৌরসভার চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও উপজেলার বাইপাস, মৌচাক এলাকায় মহাসড়ক ও ফুটপাত এবং চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া এলাকায় অবৈধভাবে হাটবাজার, দোকানপাট ও সিএনজিচালিত এবং ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড করা হয়েছে। এছাড়া মহাসড়কের সার্ভিস রোড বন্ধ করে বিভিন্ন স্থানে রাখা হচ্ছে যানবাহন। সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন বলেন, পুলিশের চাঁদা নেওয়ার অভিযোগ পাইনি। এখানে যোগদানের পর থেকেই উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছি।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, যারা এসব বসাচ্ছে তাদের চিহ্নিত করে স্থায়ীভাবে সমাধানের ব্যবস্থা করা হচ্ছে।