রাজবাড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা
দিনাজপুর, ময়মনসিংহে ২ লাশ উদ্ধার
রূপান্তর ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
রাজবাড়ীর পাংশায় স্ত্রীকে স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দিনাজপুরে একটি কুয়া থেকে এক যুবক ও ময়মনসিংহের নান্দাইলে ধানক্ষেত থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: পারিবারিক কলহের জের ধরে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামে লিপি বেগম (২৮) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। স্বামী রুবেল সরদার তাকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ রুবেল সরদারকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেল কিছুদিন ধরে বেকার। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল ভোরে রুবেল স্ত্রীকে নতুন শাড়ি পরিয়ে বেড়াতে নিয়ে যায় রাস্তায়। সকাল ৮টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে স্ত্রীকে হত্যা করে। এসময় স্থানীয়রা রুবেলকে আটক করে রাখে। পরে পুলিশ এলে রুবেলকে তাদের হাতে তুলে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, রুবেলকে আসামি করে মামলা হচ্ছে। রুবেল হত্যাকা-ের কথা স্বীকারও করেছে।
দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত এলাকায় বরেন্দ্র সেচ প্রকল্পের পাম্পের কুয়ার মধ্যে লোকমান হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে।
গতকাল বুধবার সকালে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশ ও বিজিবিকে খবর দেয়।
নিহত লোকমান হোসেন দাইনুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। গত মঙ্গলবার রাতে গরু খুঁজতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয়।
দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরিফ উল্লাহ আবেদ বলেন, একজন যুবকের মরদেহ কুয়ার পানিতে পাওয়া গেছে। ওই যুবক গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন এবং কুয়ার পানিতে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধানক্ষেত থেকে মনির মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকাল ৯টার দিকে চরশ্রীরামপুর গ্রামের বড়ডোবা বিলের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনির নান্দাইল পৌরসভার কাকচর মহল্লার আজিম উদ্দিনের ছেলে। সে পেশায় ইজিবাইক চালক।
নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, তার স্বামী গত মঙ্গলবার সকালে ইজিবাইক নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে যাত্রীবেশে দুর্বৃত্তরা গাড়িতে উঠে চালককে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।
শেয়ার করুন
দিনাজপুর, ময়মনসিংহে ২ লাশ উদ্ধার
রূপান্তর ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

রাজবাড়ীর পাংশায় স্ত্রীকে স্বামী হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া দিনাজপুরে একটি কুয়া থেকে এক যুবক ও ময়মনসিংহের নান্দাইলে ধানক্ষেত থেকে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজবাড়ী: পারিবারিক কলহের জের ধরে রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালিনগর গ্রামে লিপি বেগম (২৮) নামের এক নারীকে হত্যা করা হয়েছে। স্বামী রুবেল সরদার তাকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ রুবেল সরদারকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রুবেল কিছুদিন ধরে বেকার। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল ভোরে রুবেল স্ত্রীকে নতুন শাড়ি পরিয়ে বেড়াতে নিয়ে যায় রাস্তায়। সকাল ৮টার দিকে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ করে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে স্ত্রীকে হত্যা করে। এসময় স্থানীয়রা রুবেলকে আটক করে রাখে। পরে পুলিশ এলে রুবেলকে তাদের হাতে তুলে দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানান, রুবেলকে আসামি করে মামলা হচ্ছে। রুবেল হত্যাকা-ের কথা স্বীকারও করেছে।
দিনাজপুর : দিনাজপুর সদর উপজেলার দাইনুর সীমান্ত এলাকায় বরেন্দ্র সেচ প্রকল্পের পাম্পের কুয়ার মধ্যে লোকমান হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে।
গতকাল বুধবার সকালে ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশ ও বিজিবিকে খবর দেয়।
নিহত লোকমান হোসেন দাইনুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। গত মঙ্গলবার রাতে গরু খুঁজতে গিয়ে ওই যুবক নিখোঁজ হয়।
দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ শরিফ উল্লাহ আবেদ বলেন, একজন যুবকের মরদেহ কুয়ার পানিতে পাওয়া গেছে। ওই যুবক গরু খুঁজতে গিয়ে নিখোঁজ হন এবং কুয়ার পানিতে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধানক্ষেত থেকে মনির মিয়া (৪৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার সকাল ৯টার দিকে চরশ্রীরামপুর গ্রামের বড়ডোবা বিলের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মনির নান্দাইল পৌরসভার কাকচর মহল্লার আজিম উদ্দিনের ছেলে। সে পেশায় ইজিবাইক চালক।
নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, তার স্বামী গত মঙ্গলবার সকালে ইজিবাইক নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেনি।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে যাত্রীবেশে দুর্বৃত্তরা গাড়িতে উঠে চালককে হত্যা করে ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে গেছে।