তিতাস গ্যাসের অভিযান
গাজীপুরে ১ হাজার অবৈধ চুলার সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
গাজীপুরে তিতাস গ্যাসের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। তিতাসের গাজীপুর জোনাল বিপণন অফিস জয়দেবপুরের উদ্যোগে গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর মহানগরের গাছা থানার কামারজুরি এলাকায় ৩টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত পৌনে এক ইঞ্চি, এক ইঞ্চি ও দুই ইঞ্চি ব্যাসের দুই কিলোমিটার পাইপলাইনের সংযোগস্থলসহ ৪৫০ মিটার পাইপলাইন অপসারণ করে গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এতে প্রায় ৫০০টি বাড়ির আনুমানিক এক হাজার অবৈধ চুলায় গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ২ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে জোনাল বিপণন অফিস জয়দেবপুরের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ^াস, প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী কে এইচ ফয়সাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

গাজীপুরে তিতাস গ্যাসের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্ন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। তিতাসের গাজীপুর জোনাল বিপণন অফিস জয়দেবপুরের উদ্যোগে গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুর মহানগরের গাছা থানার কামারজুরি এলাকায় ৩টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত পৌনে এক ইঞ্চি, এক ইঞ্চি ও দুই ইঞ্চি ব্যাসের দুই কিলোমিটার পাইপলাইনের সংযোগস্থলসহ ৪৫০ মিটার পাইপলাইন অপসারণ করে গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এতে প্রায় ৫০০টি বাড়ির আনুমানিক এক হাজার অবৈধ চুলায় গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে ২ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুন্নাহার রিতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে জোনাল বিপণন অফিস জয়দেবপুরের ব্যবস্থাপক প্রকৌশলী নৃপেন্দ্রনাথ বিশ^াস, প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, প্রকৌশলী মো. আসাদুজ্জামান আজাদ, প্রকৌশলী কে এইচ ফয়সাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।