ঝালকাঠীতে দুটি বাস থেকে ১৫ মণ জাটকা জব্দ
ঝালকাঠি প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০
ঝালকাঠিতে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বাস থেকে ১৫ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি কৃষ্ণকাঠি পেট্রল পাম্প মোড়ে দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। এসময় দুটি বাসের ৬ জন কর্মচারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন কুয়াকাটা এক্সপ্রেস-এর চালক মামুন হোসেন, সুপারভাইজর মো. খোকন ও সহকারী আলতাফ হোসেন এবং সেভেন স্টার পরিবহনের চালক দিপু, সুপারভাইজর আশরাফুল ইসলাম এবং সহকারী মো. রিপন। এদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জাটকাগুলো রাতেই বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
শেয়ার করুন
ঝালকাঠি প্রতিনিধি | ২০ জানুয়ারি, ২০২২ ০০:০০

ঝালকাঠিতে কুয়াকাটা থেকে ছেড়ে আসা বাস থেকে ১৫ মণ জাটকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বরিশাল-খুলনা মহাসড়কের ঝালকাঠি কৃষ্ণকাঠি পেট্রল পাম্প মোড়ে দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জাটকাগুলো জব্দ করা হয়। এসময় দুটি বাসের ৬ জন কর্মচারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যাদের জরিমানা করা হয়েছে তারা হলেন কুয়াকাটা এক্সপ্রেস-এর চালক মামুন হোসেন, সুপারভাইজর মো. খোকন ও সহকারী আলতাফ হোসেন এবং সেভেন স্টার পরিবহনের চালক দিপু, সুপারভাইজর আশরাফুল ইসলাম এবং সহকারী মো. রিপন। এদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জাটকাগুলো রাতেই বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা এবং সরকারি শিশু পরিবারে বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, নভেম্বর থেকে জুন পর্যন্ত আট মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বেচাকেনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।