স্টেশন উদ্বোধনের আগেই দমকলের গাড়িতে আগুন
বরগুনা প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
বরগুনার তালতলীতে ফায়ার সার্ভিসের নবনির্মিত স্টেশনটি এখনো উদ্বোধন হয়নি। এর আগেই গত বুধবার বিকেলে স্টেশনটিতে অগ্নিকান্ড হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আমতলী থেকে দমকলের সদস্যদের নিয়ে পানিবাহী তিনটি গাড়ি নবনির্মিত তালতলীতে আনা হলে স্টেশনে প্রবেশের মুহূর্তে একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়িটির পেছন দিকে থাকা মোটর এবং সদস্যদের গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ বিছানা-পোশাক পুড়ে যায়।
বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, কী কারণে আগুন লেগেছে খতিয়ে দেখছি।
শেয়ার করুন
বরগুনা প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

বরগুনার তালতলীতে ফায়ার সার্ভিসের নবনির্মিত স্টেশনটি এখনো উদ্বোধন হয়নি। এর আগেই গত বুধবার বিকেলে স্টেশনটিতে অগ্নিকান্ড হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আমতলী থেকে দমকলের সদস্যদের নিয়ে পানিবাহী তিনটি গাড়ি নবনির্মিত তালতলীতে আনা হলে স্টেশনে প্রবেশের মুহূর্তে একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে গাড়িটির পেছন দিকে থাকা মোটর এবং সদস্যদের গুরুত্বপূর্ণ জিনিসপত্রসহ বিছানা-পোশাক পুড়ে যায়।
বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গীর আহমেদ বলেন, কী কারণে আগুন লেগেছে খতিয়ে দেখছি।
শেয়ার করুন