হাসপাতালের সামনে দোকান নির্মাণ বন্ধের দাবি
পঞ্চগড় প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হঠাৎ করে দোকান-ঘর নির্মাণ করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। কিন্তু স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়ে বলছেন, হাসপাতালের দেয়ালঘেঁষে দোকান-ঘর বা মার্কেট নির্মিত হলে হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠবে। চিকিৎসাসেবা ব্যাহত হবে। তাই মার্কেটের নির্মাণকাজ বন্ধ ও উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় সচেতন মহল। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী সুশীল সমাজের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন হয়।
এসময় বক্তারা বলেন, জেলা পরিষদের তত্ত্বাবধানে স্থানীয় একটি অর্থলোভী কুচক্রী মহলের ছত্রছায়ায় লাখ লাখ টাকার বিনিময়ে রাতের অন্ধকারে ১০টিরও বেশি দোকান-ঘর নির্মাণ করা হয়েছে। আরও ঘর নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।
শেয়ার করুন
পঞ্চগড় প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হঠাৎ করে দোকান-ঘর নির্মাণ করার উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। কিন্তু স্থানীয়রা এর প্রতিবাদ জানিয়ে বলছেন, হাসপাতালের দেয়ালঘেঁষে দোকান-ঘর বা মার্কেট নির্মিত হলে হাসপাতালের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠবে। চিকিৎসাসেবা ব্যাহত হবে। তাই মার্কেটের নির্মাণকাজ বন্ধ ও উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় সচেতন মহল। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটোয়ারী সুশীল সমাজের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন হয়।
এসময় বক্তারা বলেন, জেলা পরিষদের তত্ত্বাবধানে স্থানীয় একটি অর্থলোভী কুচক্রী মহলের ছত্রছায়ায় লাখ লাখ টাকার বিনিময়ে রাতের অন্ধকারে ১০টিরও বেশি দোকান-ঘর নির্মাণ করা হয়েছে। আরও ঘর নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি পেশ করা হয়।