নিত্যপণ্যের দাম কমাতে মানববন্ধন
মাগুরা প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০
চাল, তেলসহ নিত্যপণ্যের মূল্য কমানো ও করোনাকালীন ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য আর্মি রেটে রেশন সরবরাহের দাবিতে মাগুরায় মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করে গণকমিটি।
সমাবেশে বক্তারা বলেন, করোনায় নতুন করে ৩ কোটি ৪২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। এ অবস্থায় অবিলম্বে শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ দিতে হবে। পাশাপাশি সিন্ডিকেট করে যেসব অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়াচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম ফিরোজ, বাসদের কেন্দ্রীয় নেত্রী প্রকৌশলী শম্পা বসু প্রমুখ।
শেয়ার করুন
মাগুরা প্রতিনিধি | ২১ জানুয়ারি, ২০২২ ০০:০০

চাল, তেলসহ নিত্যপণ্যের মূল্য কমানো ও করোনাকালীন ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের জন্য আর্মি রেটে রেশন সরবরাহের দাবিতে মাগুরায় মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করে গণকমিটি।
সমাবেশে বক্তারা বলেন, করোনায় নতুন করে ৩ কোটি ৪২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। এ অবস্থায় অবিলম্বে শ্রমজীবী মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ দিতে হবে। পাশাপাশি সিন্ডিকেট করে যেসব অসাধু ব্যবসায়ী জিনিসপত্রের দাম বাড়াচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করতে হবে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সভাপতি এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম ফিরোজ, বাসদের কেন্দ্রীয় নেত্রী প্রকৌশলী শম্পা বসু প্রমুখ।
শেয়ার করুন