নবাবগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের আইয়ুব মোল্লার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে নৌকার প্রতীকের প্রার্থী আলীমোর রহমান খান পিয়ারার ছেলে তানভীরের নেতৃত্বে একদল যুবক এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন আইয়ুব মোল্লা।
আইয়ুব মোল্লা অভিযোগ করেন, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন তিনি। এই সুযোগে শিকারীপাড়ার বিষমপুরে তার বাড়িতে ঢুকে আসবাব ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে নৌকার প্রতীকের প্রার্থীর ছেলে তানভীরে নেতৃত্বে তাদের সমর্থকরা। এ সময় পোস্টারে আগুন দেওয়া হয়। নির্বাচন থেকে সরে যেতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে আলীমোর রহমান খান পিয়ারা বলেন, ওই সময় আমার ছেলে আমার সঙ্গে নির্বাচনী একটি মিটিংয়ে ছিল, সে কী করে তখন তার বাড়িতে গেল। এটা সম্পূর্ণভাবে রাজৈনতিক ফায়দা নেওয়ার চেষ্টামাত্র। তাদের বাড়িতে কোনো হামলা বা ভাঙচুর হয়নি।
তানভীর বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শেয়ার করুন
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের আইয়ুব মোল্লার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ১১টার দিকে নৌকার প্রতীকের প্রার্থী আলীমোর রহমান খান পিয়ারার ছেলে তানভীরের নেতৃত্বে একদল যুবক এ হামলা করেছে বলে অভিযোগ করেছেন আইয়ুব মোল্লা।
আইয়ুব মোল্লা অভিযোগ করেন, অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় ছিলেন তিনি। এই সুযোগে শিকারীপাড়ার বিষমপুরে তার বাড়িতে ঢুকে আসবাব ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করে নৌকার প্রতীকের প্রার্থীর ছেলে তানভীরে নেতৃত্বে তাদের সমর্থকরা। এ সময় পোস্টারে আগুন দেওয়া হয়। নির্বাচন থেকে সরে যেতে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে আলীমোর রহমান খান পিয়ারা বলেন, ওই সময় আমার ছেলে আমার সঙ্গে নির্বাচনী একটি মিটিংয়ে ছিল, সে কী করে তখন তার বাড়িতে গেল। এটা সম্পূর্ণভাবে রাজৈনতিক ফায়দা নেওয়ার চেষ্টামাত্র। তাদের বাড়িতে কোনো হামলা বা ভাঙচুর হয়নি।
তানভীর বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।