হবিগঞ্জে রাস্তা নিয়ে সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জ প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
রাস্তা নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাড়িতে যাতায়াতের একটি রাস্তা নিয়ে ওই গ্রামের মিজানুর রহমান ও ওয়াহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকালে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের মধ্যে মিয়াধন মিয়া (৩৫), মোতাহের হোসেন (২৬), রুবেল মিয়া (১৮), আব্দুল্লাহ (৩২), দাইমুদ্দীন (৫৫), ওয়াহেদুজ্জামান (৩০), মনুরা বেগমকে (৪০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহিদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেয়ার করুন
হবিগঞ্জ প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

রাস্তা নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বাড়িতে যাতায়াতের একটি রাস্তা নিয়ে ওই গ্রামের মিজানুর রহমান ও ওয়াহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকালে দুপক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের মধ্যে মিয়াধন মিয়া (৩৫), মোতাহের হোসেন (২৬), রুবেল মিয়া (১৮), আব্দুল্লাহ (৩২), দাইমুদ্দীন (৫৫), ওয়াহেদুজ্জামান (৩০), মনুরা বেগমকে (৪০) হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শাহিদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।