নবাবগঞ্জে ‘বিদ্রোহী’ প্রার্থীদের বিরুদ্ধে নেতাদের হুঁশিয়ারি
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০
ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদের যৌথ কর্মিসভায় আওয়ামী লীগের নেতারা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গত শুক্রবার রাত সাড়ে ৮টায় মেলেং উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী যৌথ কর্মিসভায় নেতারা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে ছাত্রলীগ ও যুবলীগ ও সহযোগী সংগঠনকে কাজ করতে বলেন। এতে সভাপতিত্ব করেন কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসরাফুজ্জামান।
এ সময় নেতারা বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, কৈলাইল ইউনিয়নে এখনো বিদ্রোহী প্রার্থী যারা রয়েছেন তারা যদি শুক্রবার (ওইদিন) রাতের মধ্যে প্রার্থিতা থেকে সরে না দাঁড়ান শনিবার (গতকাল) থেকে আপনাদের আর নির্বাচনী মাঠে
থাকতে দেওয়া হবে না। আপনাদের মাঠ থেকে বিতাড়িত করা হবে। বিদ্রোহী প্রার্থী উৎপাটনের কাজ শুরু হয়ে যাবে।
নেতারা আরও বলেন, এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের পোস্টার, ব্যানার ও নির্বাচনী প্রচারণার ক্যাম্প দেখতে চাই না। এসব উৎপাটনে শনিবার সকাল থেকে নির্বাচনী মাঠে কাজ করবে ছাত্রলীগ ও যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন প্রমুখ।
শেয়ার করুন
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি | ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০

ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণকে কেন্দ্র করে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বশির আহমেদের যৌথ কর্মিসভায় আওয়ামী লীগের নেতারা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
গত শুক্রবার রাত সাড়ে ৮টায় মেলেং উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে নির্বাচনী যৌথ কর্মিসভায় নেতারা বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে ছাত্রলীগ ও যুবলীগ ও সহযোগী সংগঠনকে কাজ করতে বলেন। এতে সভাপতিত্ব করেন কৈলাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আসরাফুজ্জামান।
এ সময় নেতারা বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, কৈলাইল ইউনিয়নে এখনো বিদ্রোহী প্রার্থী যারা রয়েছেন তারা যদি শুক্রবার (ওইদিন) রাতের মধ্যে প্রার্থিতা থেকে সরে না দাঁড়ান শনিবার (গতকাল) থেকে আপনাদের আর নির্বাচনী মাঠে
থাকতে দেওয়া হবে না। আপনাদের মাঠ থেকে বিতাড়িত করা হবে। বিদ্রোহী প্রার্থী উৎপাটনের কাজ শুরু হয়ে যাবে।
নেতারা আরও বলেন, এ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীদের পোস্টার, ব্যানার ও নির্বাচনী প্রচারণার ক্যাম্প দেখতে চাই না। এসব উৎপাটনে শনিবার সকাল থেকে নির্বাচনী মাঠে কাজ করবে ছাত্রলীগ ও যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন প্রমুখ।