মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন
ফেনী প্রতিনিধি | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
ফেনীতে মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন ফরিদা বেগম (৩৬) ও হাসিনা বেগম (৩৩)। ফরিদা কক্সবাজার সদর উপজেলার ও হাসিনা পেকুয়া উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ সেপ্টেম্বর ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ি তল্লাশি করে ফরিদা ও হাসিনাকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিলগুলো কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত এলাকা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় ফেনী সদর মডেল থানার পুলিশ মামলা করে।
শেয়ার করুন
ফেনী প্রতিনিধি | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০

ফেনীতে মাদক মামলায় দুই নারীর যাবজ্জীবন কারাদ-ের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন ফরিদা বেগম (৩৬) ও হাসিনা বেগম (৩৩)। ফরিদা কক্সবাজার সদর উপজেলার ও হাসিনা পেকুয়া উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৪ সেপ্টেম্বর ফেনী সদর উপজেলার মহিপাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ি তল্লাশি করে ফরিদা ও হাসিনাকে আটক করে পুলিশ। তাদের সঙ্গে থাকা ব্যাগের ভেতর ৫০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। ফেনসিডিলগুলো কুমিল্লার চৌদ্দগ্রামের সীমান্ত এলাকা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।
এ ঘটনায় ফেনী সদর মডেল থানার পুলিশ মামলা করে।