কারখানায় বিদ্যুৎ চুরির অভিযোগে তিনজন আটক
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কারখানায় বিদ্যুৎ চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মিঠুন হোসেন (২৭), রফিকুল ইসলাম (২২) ও ফিরোজ হোসেন (২৮)। তারা স্থানীয় আয়মন টেক্সটাইল কারখানায় কর্মরত বলে জানা গেছে।
এলাকাবাসী, পুলিশ ও পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, আয়মন টেক্সটাইল কারখানার কয়েকজন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। গতকাল সকালে পাশের একটি কারখানার শ্রমিকরা বিদ্যুৎ চুরির বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পরে পুলিশে খবর দিলে এ তিনজনকে আটক করে পুলিশ।
শেয়ার করুন
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় একটি কারখানায় বিদ্যুৎ চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, মিঠুন হোসেন (২৭), রফিকুল ইসলাম (২২) ও ফিরোজ হোসেন (২৮)। তারা স্থানীয় আয়মন টেক্সটাইল কারখানায় কর্মরত বলে জানা গেছে।
এলাকাবাসী, পুলিশ ও পল্লীবিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, আয়মন টেক্সটাইল কারখানার কয়েকজন অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছিল। গতকাল সকালে পাশের একটি কারখানার শ্রমিকরা বিদ্যুৎ চুরির বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। পরে পুলিশে খবর দিলে এ তিনজনকে আটক করে পুলিশ।
শেয়ার করুন