কলেজছাত্রীর উপবৃত্তির টাকা তুলে নিল হ্যাকার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কলেজছাত্রীর উপবৃত্তির টাকা হ্যাক করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শাহজাদপুর পৌর এলাকার বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্রী আমেনা খাতুন এ প্রতারণার শিকার হয়েছেন। গত সোমবার রাতে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। আমেনা খাতুন উপজেলার উল্টাডাব গ্রামের আলী আকবরের মেয়ে।
আমেনা খাতুন জানান, সোমবার রাত ৮টায় তার বিকাশ নম্বরে উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা আসে। কিন্তু সকালে মোবাইল থেকে টাকা তুলতে গেলে দেখেন অ্যাকাউন্টে মাত্র ৬০ টাকা আছে। পরে বিকাশ কেয়ার সেন্টারে যোগাযোগ করলে তারা জানায়, তার মোবাইল থেকে সোমবার রাত ১০টায় বিকাশ নম্বর হ্যাক করে টাকা তুলে নেওয়া হয়েছে। পরে টাকা তুলে নেওয়ার নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে বিকাশ এজেন্ট ফোন ধরেনি।
শেয়ার করুন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা | ২৬ জানুয়ারি, ২০২২ ০০:০০

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক কলেজছাত্রীর উপবৃত্তির টাকা হ্যাক করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শাহজাদপুর পৌর এলাকার বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্রী আমেনা খাতুন এ প্রতারণার শিকার হয়েছেন। গত সোমবার রাতে তার বিকাশ অ্যাকাউন্ট থেকে উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা হাতিয়ে নেয় প্রতারকচক্র। আমেনা খাতুন উপজেলার উল্টাডাব গ্রামের আলী আকবরের মেয়ে।
আমেনা খাতুন জানান, সোমবার রাত ৮টায় তার বিকাশ নম্বরে উপবৃত্তির ২ হাজার ৪০০ টাকা আসে। কিন্তু সকালে মোবাইল থেকে টাকা তুলতে গেলে দেখেন অ্যাকাউন্টে মাত্র ৬০ টাকা আছে। পরে বিকাশ কেয়ার সেন্টারে যোগাযোগ করলে তারা জানায়, তার মোবাইল থেকে সোমবার রাত ১০টায় বিকাশ নম্বর হ্যাক করে টাকা তুলে নেওয়া হয়েছে। পরে টাকা তুলে নেওয়ার নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে বিকাশ এজেন্ট ফোন ধরেনি।
শেয়ার করুন