স্বাস্থ্যকেন্দ্রের প্রাচীর ভাঙচুর
সাভার প্রতিনিধি | ১৪ মে, ২০২২ ০০:০০
সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় অবস্থিত তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দুই পাশের সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, ‘তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি ৪৫ শতাংশ জমির ওপর অবস্থিত। কিন্তু স্থানীয় প্রভাশালীরা ওই স্বাস্থ্যকেন্দ্রের ২০ শতাংশ জমি দখল করে দোকানপাট নির্মাণ করে ভাড়া আদায় করছে। আবারও নতুন করে দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়েছে মর্মে থানায় সাধারণ ডায়েরি করি। তবে পরে জানতে পারি রাস্তার কাজের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের লোকজন নাকি সীমানাপ্রাচীর ভাঙচুর করেছে। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের কোনায় একটি বিদ্যুতের খুঁটি রয়েছে, তার ভেতর দিয়ে সীমানাপ্রাচীর ভেঙে কীভাবে রাস্তা করা হবে, সে বিষয়টি পরিষ্কার করতে পারেননি তিনি।’ সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
শেয়ার করুন
সাভার প্রতিনিধি | ১৪ মে, ২০২২ ০০:০০

সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ী এলাকায় অবস্থিত তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দুই পাশের সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, ‘তেঁতুলঝোড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি ৪৫ শতাংশ জমির ওপর অবস্থিত। কিন্তু স্থানীয় প্রভাশালীরা ওই স্বাস্থ্যকেন্দ্রের ২০ শতাংশ জমি দখল করে দোকানপাট নির্মাণ করে ভাড়া আদায় করছে। আবারও নতুন করে দখলের উদ্দেশ্যে রাতের আঁধারে সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়েছে মর্মে থানায় সাধারণ ডায়েরি করি। তবে পরে জানতে পারি রাস্তার কাজের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের লোকজন নাকি সীমানাপ্রাচীর ভাঙচুর করেছে। কিন্তু স্বাস্থ্যকেন্দ্রের কোনায় একটি বিদ্যুতের খুঁটি রয়েছে, তার ভেতর দিয়ে সীমানাপ্রাচীর ভেঙে কীভাবে রাস্তা করা হবে, সে বিষয়টি পরিষ্কার করতে পারেননি তিনি।’ সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’