বজ্রপাতে ৩ জনের মৃত্যু
নওগাঁ ও জয়পুরহাট প্রতিনিধি | ১৪ মে, ২০২২ ০০:০০
নওগাঁর পোরশা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অপর একজন। গতকাল শুক্রবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল এলাকায় পুনর্ভবা নদীর পাশের একটি ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পশ্চিম রঘুনাপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নূর মোহাম্মদ শেখ (৬৫) ও উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সায়েম উদ্দিন (৪২)।
পোরশা থানার ওসি জহুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঝড়বৃষ্টিতে ধান কাটার সময় বজ্রপাত হলে নূর মোহাম্মদ শেখ ও সায়েম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন সায়েমের বাবা নুরুল ইসলাম। অপরদিকে, জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে রিদয় হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কালাইয়ের উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। রিদয় হাসান ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, বৃষ্টির মধ্যে দাদা মনসুর আলীর সঙ্গে রিদয় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার সময় বজ্রপাত হয়। পরে দুজনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিদয়কে মৃত ঘোষণা করেন।
শেয়ার করুন
নওগাঁ ও জয়পুরহাট প্রতিনিধি | ১৪ মে, ২০২২ ০০:০০

নওগাঁর পোরশা উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অপর একজন। গতকাল শুক্রবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম দুয়ারপাল এলাকায় পুনর্ভবা নদীর পাশের একটি ধান ক্ষেতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পশ্চিম রঘুনাপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে নূর মোহাম্মদ শেখ (৬৫) ও উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সায়েম উদ্দিন (৪২)।
পোরশা থানার ওসি জহুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঝড়বৃষ্টিতে ধান কাটার সময় বজ্রপাত হলে নূর মোহাম্মদ শেখ ও সায়েম ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন সায়েমের বাবা নুরুল ইসলাম। অপরদিকে, জয়পুরহাটের কালাইয়ে বজ্রপাতে রিদয় হাসান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কালাইয়ের উদয়পুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। রিদয় হাসান ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, বৃষ্টির মধ্যে দাদা মনসুর আলীর সঙ্গে রিদয় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার সময় বজ্রপাত হয়। পরে দুজনকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রিদয়কে মৃত ঘোষণা করেন।