ইউপি নির্বাচনে ইভিএম বাতিলের দাবি ৫ প্রার্থীর
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | ২৫ মে, ২০২২ ০০:০০
টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন পাঁচজন চেয়ারম্যান প্রার্থী। গতকাল মঙ্গলবার উপজেলার গজারিয়া ইউনিয়নের স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন। আবেদনপত্রের অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তা, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছেও পৌঁছে দেওয়া হয়েছে।
আবেদনে প্রার্থীরা উল্লেখ করেন, সখীপুর উপজেলায় এর আগে কখনো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়নি। ইউনিয়নের স্বল্প শিক্ষিত ও কৃষক ভোটাররা ইভিএমে ভোট দিতে অভ্যস্ত নন। এছাড়া ইভিএমে ভোট কারচুপিরও আশঙ্কা রয়েছে দাবি করে তারা ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালট পেপারে ভোট গ্রহণের দাবি জানান।
আবেদনকারীদের একজন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার বলেন, ‘আমাদের ইউনিয়নের ভোটাররা ইভিএমে ভোট দিতে জানেন না। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রশিক্ষণও দেওয়া হয়নি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক বলেন, ‘আবেদন পেয়েছি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্তটি বাংলাদেশ নির্বাচন কমিশনের। আপাতত ইভিএম পদ্ধতি বাতিলের কোনো সম্ভাবনা নেই।’ আগামী ১৫ জুন উপজেলার গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়নে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শেয়ার করুন
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা | ২৫ মে, ২০২২ ০০:০০

টাঙ্গাইলের সখীপুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছেন পাঁচজন চেয়ারম্যান প্রার্থী। গতকাল মঙ্গলবার উপজেলার গজারিয়া ইউনিয়নের স্বতন্ত্র পাঁচ চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা প্রশাসকের কাছে এ আবেদন করেন। আবেদনপত্রের অনুলিপি জেলা নির্বাচন কর্মকর্তা, সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছেও পৌঁছে দেওয়া হয়েছে।
আবেদনে প্রার্থীরা উল্লেখ করেন, সখীপুর উপজেলায় এর আগে কখনো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়নি। ইউনিয়নের স্বল্প শিক্ষিত ও কৃষক ভোটাররা ইভিএমে ভোট দিতে অভ্যস্ত নন। এছাড়া ইভিএমে ভোট কারচুপিরও আশঙ্কা রয়েছে দাবি করে তারা ইভিএম পদ্ধতি বাতিল করে ব্যালট পেপারে ভোট গ্রহণের দাবি জানান।
আবেদনকারীদের একজন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার বলেন, ‘আমাদের ইউনিয়নের ভোটাররা ইভিএমে ভোট দিতে জানেন না। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো প্রশিক্ষণও দেওয়া হয়নি।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউল হক বলেন, ‘আবেদন পেয়েছি। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সিদ্ধান্তটি বাংলাদেশ নির্বাচন কমিশনের। আপাতত ইভিএম পদ্ধতি বাতিলের কোনো সম্ভাবনা নেই।’ আগামী ১৫ জুন উপজেলার গজারিয়া ও দাড়িয়াপুর ইউনিয়নে পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।