নৌকা প্রতীক পেয়েও প্রার্থিতা প্রত্যাহার
মেহেরপুর প্রতিনিধি | ২৭ মে, ২০২২ ০০:০০
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস। মেহেরপুর সদর রিটার্নিং অফিসার আব্দুল আজিজ জানান, আজ (গতকাল) বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে নৌকার প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনে নির্বাচনে আওয়ামী লীগের নৌকার কোনো প্রার্থী থাকল না।
দলীয় নেতারা বলছেন, ১১ জনকে মোকাবিলা করে নৌকার দলীয় মনোনয়ন পেয়েছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস। নির্বাচন থেকে মূল প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর সরে যাওয়ার ঘটনায় তারা হতবাক হয়েছেন।
এদিকে নির্বাচন থেকে সরে যাওয়া নিয়ে প্রবীণ রাজনীতিক নৌকার প্রার্থী আব্দুর রব বিশ্বাস জানান, দলের বিভক্তি দূর না করতে পারলে নির্বাচন করে কী লাভ? নৌকার প্রার্থী তিনি একা হলেও দলের একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
শেয়ার করুন
মেহেরপুর প্রতিনিধি | ২৭ মে, ২০২২ ০০:০০

মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস। মেহেরপুর সদর রিটার্নিং অফিসার আব্দুল আজিজ জানান, আজ (গতকাল) বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে নৌকার প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এই আসনে নির্বাচনে আওয়ামী লীগের নৌকার কোনো প্রার্থী থাকল না।
দলীয় নেতারা বলছেন, ১১ জনকে মোকাবিলা করে নৌকার দলীয় মনোনয়ন পেয়েছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস। নির্বাচন থেকে মূল প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থীর সরে যাওয়ার ঘটনায় তারা হতবাক হয়েছেন।
এদিকে নির্বাচন থেকে সরে যাওয়া নিয়ে প্রবীণ রাজনীতিক নৌকার প্রার্থী আব্দুর রব বিশ্বাস জানান, দলের বিভক্তি দূর না করতে পারলে নির্বাচন করে কী লাভ? নৌকার প্রার্থী তিনি একা হলেও দলের একাধিক নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।