জামাতার হাতে শ্বশুর ভাইয়ের হাতে ভাই খুন
ময়মনসিংহ ও সাতক্ষীরা প্রতিনিধি | ২৩ জুন, ২০২২ ০০:০০
সাতক্ষীরার দেবহাটায় শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাই। নিহতের নাম আজগর আলী সরদার (৫৫)।
দেবহাটা থানার ওসি (তদন্ত) মো. তুহিনুজ্জামান জানান, দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের আজগর আলীর মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে দুই বছর আগে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বহেরা গ্রামের মুজিবরের ছেলে (শিল্পীর খালাতো ভাই) সালাহউদ্দিনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে জামাই সালাহউদ্দিন নিয়মিত শারীরিক নির্যাতন করত শিল্পীকে। এসব ঘটনায় অনেকবার সালিশ হলেও নির্যাতন অব্যাহত থাকায় মেয়েকে বাড়িতে এনে ১০ দিন আগে একটি তালাকনামা দেওয়া হয়।
তালাকনামা হাতে পেয়ে শ্বশুর আজগরকে ব্যাপক মারধর করে জামাই সালাহউদ্দিন। এরপর আবার গত মঙ্গলবার রাতে এসে বারান্দায় ঘুমন্ত আজগরকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরিবারের লোকজন চেষ্টা করেও সালাহউদ্দিনকে আটক করতে ব্যর্থ হয়। আহত আজগরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।
ওসি (তদন্ত) আরও বলেন, পুলিশের কয়েকটি দল সালাহউদ্দিনকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
অন্যদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন। ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম জার্মান মিয়া (২৪)। তিনি নওপাড়ার নোমান মিয়ার ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই সিয়াম মিয়া (১৯) পলাতক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত জার্মান মিয়া মাদকাসক্ত ছিলেন। গত রাতে মাদকের টাকা জোগাড়ের জন্য বাড়িতে থাকা একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন ছোট ভাই সিয়াম। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে জার্মানের বুকে কোপ দেন সিয়াম। ঈশ্বরগঞ্জ থানার ওসি মুন্তাসিনুর রহমান জানান, সিয়ামকে গ্রেপ্তারে অভিযান চলছে।
শেয়ার করুন
ময়মনসিংহ ও সাতক্ষীরা প্রতিনিধি | ২৩ জুন, ২০২২ ০০:০০

সাতক্ষীরার দেবহাটায় শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাই। নিহতের নাম আজগর আলী সরদার (৫৫)।
দেবহাটা থানার ওসি (তদন্ত) মো. তুহিনুজ্জামান জানান, দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকুমড়া গ্রামের আজগর আলীর মেয়ে শিল্পী খাতুনের সঙ্গে দুই বছর আগে কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বহেরা গ্রামের মুজিবরের ছেলে (শিল্পীর খালাতো ভাই) সালাহউদ্দিনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে জামাই সালাহউদ্দিন নিয়মিত শারীরিক নির্যাতন করত শিল্পীকে। এসব ঘটনায় অনেকবার সালিশ হলেও নির্যাতন অব্যাহত থাকায় মেয়েকে বাড়িতে এনে ১০ দিন আগে একটি তালাকনামা দেওয়া হয়।
তালাকনামা হাতে পেয়ে শ্বশুর আজগরকে ব্যাপক মারধর করে জামাই সালাহউদ্দিন। এরপর আবার গত মঙ্গলবার রাতে এসে বারান্দায় ঘুমন্ত আজগরকে রামদা দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরিবারের লোকজন চেষ্টা করেও সালাহউদ্দিনকে আটক করতে ব্যর্থ হয়। আহত আজগরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল বুধবার সকালে সেখানেই তার মৃত্যু হয়।
ওসি (তদন্ত) আরও বলেন, পুলিশের কয়েকটি দল সালাহউদ্দিনকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
অন্যদিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই খুন হয়েছেন। ঈশ্বরগঞ্জের মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামে গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম জার্মান মিয়া (২৪)। তিনি নওপাড়ার নোমান মিয়ার ছেলে। ঘটনার পর থেকে ঘাতক ছোট ভাই সিয়াম মিয়া (১৯) পলাতক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত জার্মান মিয়া মাদকাসক্ত ছিলেন। গত রাতে মাদকের টাকা জোগাড়ের জন্য বাড়িতে থাকা একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন ছোট ভাই সিয়াম। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ধারালো দা দিয়ে জার্মানের বুকে কোপ দেন সিয়াম। ঈশ্বরগঞ্জ থানার ওসি মুন্তাসিনুর রহমান জানান, সিয়ামকে গ্রেপ্তারে অভিযান চলছে।