সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স
টেন্ডার ছাড়াই ৫ গাছ বিক্রি
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | ২৩ জুন, ২০২২ ০০:০০
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো বড় বড় পাঁচটি গাছ টেন্ডার ছাড়াই অনেক কমমূল্যে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে থাকা পুরাতন গাছগুলো গতকাল বুধবার সকালে কেটে ফেলা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের দুটি রেইনট্রি ও তিনটি মেহগনি গাছ নিয়ম বহির্ভূতভাবে মাত্র ১৫ হাজার ২শ টাকায় বিক্রি করে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বদরুল হাসান। যেগুলো গতকাল বুধবার সকালে কাটা হয়।
ডা. বদরুল হাসান বলেন, মসজিদের উন্নয়নের জন্য দুটি গাছ কাটা হয়েছে। গাছ বিক্রি করা ১৫ হাজার ২শ টাকা দেওয়া হয়েছে মসজিদের তহবিলে। উন্নয়ন কাজে দুটি গাছ কাটার জন্য উপজেলার মাসিক যৌথ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে মৌখিকভাবে অনুমতি নেওয়া হয়। পরে ছোট আরও দুটি গাছ কাটা হয়।
শেয়ার করুন
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | ২৩ জুন, ২০২২ ০০:০০

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরনো বড় বড় পাঁচটি গাছ টেন্ডার ছাড়াই অনেক কমমূল্যে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে থাকা পুরাতন গাছগুলো গতকাল বুধবার সকালে কেটে ফেলা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের দুটি রেইনট্রি ও তিনটি মেহগনি গাছ নিয়ম বহির্ভূতভাবে মাত্র ১৫ হাজার ২শ টাকায় বিক্রি করে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বদরুল হাসান। যেগুলো গতকাল বুধবার সকালে কাটা হয়।
ডা. বদরুল হাসান বলেন, মসজিদের উন্নয়নের জন্য দুটি গাছ কাটা হয়েছে। গাছ বিক্রি করা ১৫ হাজার ২শ টাকা দেওয়া হয়েছে মসজিদের তহবিলে। উন্নয়ন কাজে দুটি গাছ কাটার জন্য উপজেলার মাসিক যৌথ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে মৌখিকভাবে অনুমতি নেওয়া হয়। পরে ছোট আরও দুটি গাছ কাটা হয়।