টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
গাজীপুর প্রতিনিধি | ২৩ জুন, ২০২২ ০০:০০
গাজীপুর নগরীর টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গীর সুরতরঙ্গ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন জুলহাস ও মো. সায়েম। জুলহাস টঙ্গীর আউচপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। আর মো. সায়েম টঙ্গীর রসুলবাগ এলাকার জিলু মিয়ার ছেলে।
টঙ্গী পশ্চিম থানার এসআই মো. ইয়াকুব আলী জানান, বুধবার বেলা সাড়ে ৩টায় গাজীপুর নগরের টঙ্গীর সুরতরঙ্গ সড়কে একটি দোকানের বিলবোর্ড নামাতে গিয়ে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি | ২৩ জুন, ২০২২ ০০:০০

গাজীপুর নগরীর টঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টার দিকে টঙ্গীর সুরতরঙ্গ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন জুলহাস ও মো. সায়েম। জুলহাস টঙ্গীর আউচপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। আর মো. সায়েম টঙ্গীর রসুলবাগ এলাকার জিলু মিয়ার ছেলে।
টঙ্গী পশ্চিম থানার এসআই মো. ইয়াকুব আলী জানান, বুধবার বেলা সাড়ে ৩টায় গাজীপুর নগরের টঙ্গীর সুরতরঙ্গ সড়কে একটি দোকানের বিলবোর্ড নামাতে গিয়ে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেয়ার করুন