সারা দেশে শেখ কামালকে স্মরণ
রূপান্তর ডেস্ক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
নানা আয়োজনে গতকাল শুক্রবার পালন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। এর মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ প্রার্থনা, স্মৃতিচারণামূলক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, প্রীতি ফুটবল ম্যাচ, ঋণ বিতরণ, করোনার টিকাদান ইত্যাদি। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
কুমিল্লা : গোমতী নদীর পাড়ে প্রস্তাবিত শেখ কামাল ক্রীড়া পল্লিতে সকাল সাড়ে ৯টায় শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কুমিল্লা বন বিভাগের ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহম্মেদ ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
গাজীপুর : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. ইলতুৎমিশ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, ভাষাশহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।
পঞ্চগড় : শেখ কামালের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ, জেলা ও পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে শেখ কামালসহ বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এরপর আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। স্মৃতিচারণা করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. রফিকুল হাসান প্রমুখ।
বাগেরহাট : সকালে জেলা আওয়ামী লীগ, প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে বক্তারা বলেন, ঘাতকরা শেখ কামালকে হত্যা করেছে ঠিকই, কিন্তু তার আদর্শকে ধ্বংস করতে পারেনি।
নীলফামারী : দশজন সাবেক সফল ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়া হয়। এর আগে নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধারাসহ জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রমুখ।
হাকিমপুর (দিনাজপুর) : সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরে সভাকক্ষে আলোচনাসভায় তার জীবনী তুলে ধরে বক্তব্য দেন। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের মধ্যে বিতরণ করা হয় যুবঋণ।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : সকালে সড়ক বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
এ ছাড়া বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় শেখ কামালের জন্মদিনে পালন করার খবর পাওয়া গেছে।
বাগাতিপাড়া (নাটোর) : আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
মুরাদনগর (কুমিল্লা) : সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : মিলাদ ও দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম। সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ময়েজ উদ্দিন তরফদার, পৌর মেয়র ও সহসভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
গফরগাঁও (ময়মনসিংহ) : সকালে উপজেলা চত্বরে শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

নানা আয়োজনে গতকাল শুক্রবার পালন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী। এর মধ্যে ছিল শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ প্রার্থনা, স্মৃতিচারণামূলক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, রচনা প্রতিযোগিতা, বৃক্ষরোপণ, প্রীতি ফুটবল ম্যাচ, ঋণ বিতরণ, করোনার টিকাদান ইত্যাদি। ঢাকার বাইরের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
কুমিল্লা : গোমতী নদীর পাড়ে প্রস্তাবিত শেখ কামাল ক্রীড়া পল্লিতে সকাল সাড়ে ৯টায় শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও কুমিল্লা বন বিভাগের ব্যবস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহম্মেদ ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন।
গাজীপুর : সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. ইলতুৎমিশ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, ভাষাশহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।
পঞ্চগড় : শেখ কামালের প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ, জেলা ও পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে শেখ কামালসহ বঙ্গবন্ধুর পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এরপর আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম। স্মৃতিচারণা করেন পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, সিভিল সার্জন ডা. রফিকুল হাসান প্রমুখ।
বাগেরহাট : সকালে জেলা আওয়ামী লীগ, প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে বক্তারা বলেন, ঘাতকরা শেখ কামালকে হত্যা করেছে ঠিকই, কিন্তু তার আদর্শকে ধ্বংস করতে পারেনি।
নীলফামারী : দশজন সাবেক সফল ক্রীড়াবিদকে সম্মাননা দেওয়া হয়। এর আগে নীলফামারীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধারাসহ জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন প্রমুখ।
হাকিমপুর (দিনাজপুর) : সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরে সভাকক্ষে আলোচনাসভায় তার জীবনী তুলে ধরে বক্তব্য দেন। এরপর প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের মধ্যে বিতরণ করা হয় যুবঋণ।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : সকালে সড়ক বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
এ ছাড়া বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলায় শেখ কামালের জন্মদিনে পালন করার খবর পাওয়া গেছে।
বাগাতিপাড়া (নাটোর) : আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
মুরাদনগর (কুমিল্লা) : সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) : মিলাদ ও দোয়া মাহফিলের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক সেলিম। সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ময়েজ উদ্দিন তরফদার, পৌর মেয়র ও সহসভাপতি গোলাম কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
গফরগাঁও (ময়মনসিংহ) : সকালে উপজেলা চত্বরে শেখ কামালের প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান।