শয়নকক্ষে অটোচালকের লাশ
পরিবারের দাবি হত্যাকান্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের বাঐখোলা গ্রামে নিজ ঘরের শয়নকক্ষ থেকে আরিফুল ইসলাম আরিফ (২০) নামে এক অটোভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আরিফ ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে আরিফকে হত্যা করে রাতের আঁধারে নিজ ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের বাবা মিজানুর রহমান বলেন, ‘আরিফ বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। শুক্রবার সকালে তার শয়নকক্ষে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিই।’
নিহতের ভাই শরিফুল ইসলাম বলেন, ‘পূর্ববিরোধের জেরে আমাদের প্রতিপক্ষ আবদুস সালাম গ্রুপের লোকজন আমার ভাই আরিফকে বাড়ি থেকে বাজারে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর গভীর রাতে লাশ শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। এরপর তারা এটাকে আত্মহত্যা বলে অপপ্রচার করছে।’
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ আবদুস সালাম গ্রুপের সবুজ হোসেন ও আহম্মেদ আলী বলেন, ‘আমরা আরিফুলকে চিনি না। তাকে কোনো দিন দেখিওনি। তাকে হত্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা শুনেছি তার পছন্দের মেয়েকে বিয়ে না করানোর কারণে বাবা-মা ও ভাইয়ের ওপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’ শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’
শেয়ার করুন
পরিবারের দাবি হত্যাকান্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

সিরাজগঞ্জের শাহজাদপুরের পোরজনা ইউনিয়নের বাঐখোলা গ্রামে নিজ ঘরের শয়নকক্ষ থেকে আরিফুল ইসলাম আরিফ (২০) নামে এক অটোভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আরিফ ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে। পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে আরিফকে হত্যা করে রাতের আঁধারে নিজ ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে।
নিহতের বাবা মিজানুর রহমান বলেন, ‘আরিফ বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। শুক্রবার সকালে তার শয়নকক্ষে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিই।’
নিহতের ভাই শরিফুল ইসলাম বলেন, ‘পূর্ববিরোধের জেরে আমাদের প্রতিপক্ষ আবদুস সালাম গ্রুপের লোকজন আমার ভাই আরিফকে বাড়ি থেকে বাজারে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর গভীর রাতে লাশ শয়নকক্ষের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। এরপর তারা এটাকে আত্মহত্যা বলে অপপ্রচার করছে।’
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ আবদুস সালাম গ্রুপের সবুজ হোসেন ও আহম্মেদ আলী বলেন, ‘আমরা আরিফুলকে চিনি না। তাকে কোনো দিন দেখিওনি। তাকে হত্যার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা শুনেছি তার পছন্দের মেয়েকে বিয়ে না করানোর কারণে বাবা-মা ও ভাইয়ের ওপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।’ শাহজাদপুর থানার ওসি শাহিদ মাহমুদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।’