নজরুল বিশ্ববিদ্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর
কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
ভারতের আসামে অবস্থিত আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার উপাচার্যের কক্ষে এই চুক্তি স্বাক্ষর হয় বলে গতকাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।
জানা যায়, আসামের ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নারায়ণ চন্দ্র তালুকদার ও নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার হুমায়ুন কবীর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা চুক্তির মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিনিময়, তরুণ শিক্ষার্থী গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপের ব্যবস্থা, গবেষণা কার্যক্রম পরিচালনা, এমফিল ও পিএইচডির ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের গবেষণায় তত্ত্বাবধায়ক হওয়াসহ বৃত্তি প্রদানের ব্যবস্থাও রয়েছে এই চুক্তিতে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর বলেন, ‘এই চুক্তির মধ্য দিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আদান-প্রদান হবে। সমৃদ্ধ হবে আমাদের শিক্ষা কার্যক্রম। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এমন চুক্তি করা হবে।’
শেয়ার করুন
কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

ভারতের আসামে অবস্থিত আসাম ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। গত বৃহস্পতিবার উপাচার্যের কক্ষে এই চুক্তি স্বাক্ষর হয় বলে গতকাল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়।
জানা যায়, আসামের ডাউনটাউন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নারায়ণ চন্দ্র তালুকদার ও নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার হুমায়ুন কবীর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা চুক্তির মধ্য দিয়ে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিনিময়, তরুণ শিক্ষার্থী গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপের ব্যবস্থা, গবেষণা কার্যক্রম পরিচালনা, এমফিল ও পিএইচডির ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের শিক্ষকদের গবেষণায় তত্ত্বাবধায়ক হওয়াসহ বৃত্তি প্রদানের ব্যবস্থাও রয়েছে এই চুক্তিতে।
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর বলেন, ‘এই চুক্তির মধ্য দিয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আদান-প্রদান হবে। সমৃদ্ধ হবে আমাদের শিক্ষা কার্যক্রম। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও এমন চুক্তি করা হবে।’