সিদ্ধিরগঞ্জে ৬ সদস্য গ্রেপ্তার
পার্লারে কাজের প্রলোভনে নারী পাচার করত চক্রটি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০
অভাবী পরিবারের নারীদের টার্গেট করত পাচারকারী চক্রটি। বিউটি পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাচার করে দিত পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে। যেতে না চাইলে করা হতো নির্যাতন।
চক্রের ফাঁদে পড়ে পাচারের সময় কৌশলে পালিয়ে আসা এক নারীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। চক্রের কবল থেকে উদ্ধার করা হয়েছে দুই নারীকে।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা।
গেস্খপ্তারকৃতরা হলো মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ডাইনাপাড়া গ্রামের ঝুমা আক্তার (২৮), হিল্লাপাড়া গ্রামের শারমিন আক্তার (২৯), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মিনারা ওরফে রিনা (৩৫), চাঁদপুরের ফরিদগঞ্জ থানার চরচন্না গ্রামের শাহজামাল (৪০), তার স্ত্রী রাবেয়া আক্তার (২৭) ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার কমলি খাতুন ওরফে সিমা (৩২)। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়। র্যাব অধিনায়ক জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সহজ-সরল অভাবী নারীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পার্শ¦বর্তী দেশে পাচার করে আসছে। তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু এবং তাদের পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
শেয়ার করুন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি | ৬ আগস্ট, ২০২২ ০০:০০

অভাবী পরিবারের নারীদের টার্গেট করত পাচারকারী চক্রটি। বিউটি পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পাচার করে দিত পার্শ্ববর্তী ভারতসহ বিভিন্ন দেশে। যেতে না চাইলে করা হতো নির্যাতন।
চক্রের ফাঁদে পড়ে পাচারের সময় কৌশলে পালিয়ে আসা এক নারীর অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া মসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাদের মধ্যে একজন পুরুষ ও পাঁচজন নারী। চক্রের কবল থেকে উদ্ধার করা হয়েছে দুই নারীকে।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা।
গেস্খপ্তারকৃতরা হলো মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ডাইনাপাড়া গ্রামের ঝুমা আক্তার (২৮), হিল্লাপাড়া গ্রামের শারমিন আক্তার (২৯), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মিনারা ওরফে রিনা (৩৫), চাঁদপুরের ফরিদগঞ্জ থানার চরচন্না গ্রামের শাহজামাল (৪০), তার স্ত্রী রাবেয়া আক্তার (২৭) ও সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার কমলি খাতুন ওরফে সিমা (৩২)। তাদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, ডেবিট কার্ড ও টাকা রাখার ব্যাগ উদ্ধার করা হয়। র্যাব অধিনায়ক জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সহজ-সরল অভাবী নারীদের উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে অবৈধভাবে পার্শ¦বর্তী দেশে পাচার করে আসছে। তাদের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা রুজু এবং তাদের পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।