শীতার্তদের পাশে দাঁড়াতে হবে
এ টি এম মোসলেহ উদ্দিন | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
ঋতুর পরিক্রমায় এসেছে শীত। চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমও। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, চলতি মৌসুমে দুটি শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যাবে। ফলে ওই সময় দেশের তাপমাত্রা সর্বনিম্ন চার ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তাই শৈত্যপ্রবাহের তীব্রতা থেকে অসহায় ও দরিদ্রদের রক্ষা করতে এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। তীব্র শীতের কারণে বিশেষ করে শিশু, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ অসহনীয় অবস্থায় পৌঁছায়। দেশের উত্তরাঞ্চল, হাওরাঞ্চল ও উপকূলীয় এলাকাগুলো তথা গ্রামাঞ্চলের দরিদ্র মানুষরা অনেক কষ্ট পায়। বেড়ে যায় শীতজনিত রোগের প্রকোপ। ফলে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে যে দুর্গতি নেমে আসে, তা বর্ণনাতীত। শীতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করে। গরিব মানুষজন এই সহায়তার আশায় থাকে। কিন্তু শীতবস্ত্র বিতরণ বেশির ভাগ সময়ই শহর ও শহরের কাছাকাছি এলাকাগুলোতেই হয়। এই সহায়তা কার্যক্রমের সুবিধা তৃণমূলের মানুষকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের গ্রামাঞ্চলের গরিব মানুষদের কাছে যেতে হবে। গ্রামাঞ্চলের গরিবদের কাছে শীতবস্ত্র পৌঁছানোর উদ্যোগ হাতে নিতে হবে। তাহলেই প্রকৃত অসহায়রা এর সুফল পাবেন।
এ টি এম মোসলেহ উদ্দিন
সহকারী মহাব্যবস্থাপক, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড
শেয়ার করুন
এ টি এম মোসলেহ উদ্দিন | ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

ঋতুর পরিক্রমায় এসেছে শীত। চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমও। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে জানিয়েছে, চলতি মৌসুমে দুটি শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যাবে। ফলে ওই সময় দেশের তাপমাত্রা সর্বনিম্ন চার ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। তাই শৈত্যপ্রবাহের তীব্রতা থেকে অসহায় ও দরিদ্রদের রক্ষা করতে এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে। তীব্র শীতের কারণে বিশেষ করে শিশু, বৃদ্ধ ও ছিন্নমূল মানুষের দুর্ভোগ অসহনীয় অবস্থায় পৌঁছায়। দেশের উত্তরাঞ্চল, হাওরাঞ্চল ও উপকূলীয় এলাকাগুলো তথা গ্রামাঞ্চলের দরিদ্র মানুষরা অনেক কষ্ট পায়। বেড়ে যায় শীতজনিত রোগের প্রকোপ। ফলে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে যে দুর্গতি নেমে আসে, তা বর্ণনাতীত। শীতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করে। গরিব মানুষজন এই সহায়তার আশায় থাকে। কিন্তু শীতবস্ত্র বিতরণ বেশির ভাগ সময়ই শহর ও শহরের কাছাকাছি এলাকাগুলোতেই হয়। এই সহায়তা কার্যক্রমের সুবিধা তৃণমূলের মানুষকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের গ্রামাঞ্চলের গরিব মানুষদের কাছে যেতে হবে। গ্রামাঞ্চলের গরিবদের কাছে শীতবস্ত্র পৌঁছানোর উদ্যোগ হাতে নিতে হবে। তাহলেই প্রকৃত অসহায়রা এর সুফল পাবেন।
এ টি এম মোসলেহ উদ্দিন
সহকারী মহাব্যবস্থাপক, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড