
১৯৮৬ সালের ২০ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন। জন্ম ১৮৮৭ সালের ২৭ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার চুলতা গ্রামে। বাবা হরদাস সেন, মা স্বর্ণময়ী সেন। তিনি সিলেট মুরারিচাঁদ কলেজ থেকে ১৯২৪ সালে ইতিহাসে অনার্সসহ বিএ এবং প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৭ সালে এমএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে খুলনার দৌলতপুর কলেজের ইতিহাস ও বাংলার অধ্যাপক ছিলেন। পরে বিশ্বভারতীতে অধ্যাপক হিসেবে যোগদান করেন। সেখানে বিদ্যাভবনের রবীন্দ্র-অধ্যাপক ও রবীন্দ্রভবনের অধ্যক্ষ ছিলেন ১৯৪১ থেকে ১৯৫১ সাল পর্যন্ত। এরপর বাংলা বিভাগের প্রধান অধ্যাপক এবং পুনর্গঠিত রবীন্দ্রভবনের রবীন্দ্র-অধ্যাপক ও অধ্যক্ষ ছিলেন। বিশ্বভারতীর ইমেরিটাস অধ্যাপক ছিলেন ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত। বাংলা ছন্দের বিশ্লেষক প্রবোধচন্দ্র ছন্দের ইতিহাস রচনা, রবীন্দ্রনাথ ও অন্য প্রধান কবিদের ছন্দ বিশ্লেষণ, বাংলা ছন্দের ব্যাকরণ ও পরিভাষা তৈরিতে পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। ইতিহাস, শিক্ষা, সমাজ, সংস্কৃতি ও বাংলা সাহিত্যের আলোচনায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার বইগুলোর মধ্যে রয়েছে : বাংলা ছন্দে রবীন্দ্রনাথের দান, ছন্দ পরিক্রমা, ছন্দ-জিজ্ঞাসা প্রভৃতি। তার আরেকটি উল্লেখযোগ্য কীর্তি রবীন্দ্রনাথের ‘ছন্দ’ গ্রন্থের সম্পাদনা। তিনি বঙ্কিম স্মৃতি পুরস্কার, দেশিকোত্তম উপাধি, কল্যাণী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট ও এশিয়াটিক সোসাইটি থেকে মরণোত্তর রবীন্দ্র শতবার্ষিকী স্মারক পদক পেয়েছেন।
আমরা বহু বছর ধরে যে শহরে বসবাস করি সেই শহরটি একটা গৌরবের শহর এবং সেই সঙ্গে বেদনারও। এই শহরে দেশের মহামান্য রাষ্ট্রপতি থাকেন, থাকেন মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, সচিব, সেনাপ্রধান, সংসদ সদস্যরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের প্রধানরা। ১৬১০ সালে এই শহর যখন সুবে বাংলার রাজধানী ছিল তখনো অমাত্যবর্গ এই শহরে বসবাস করতেন। তারপর রাজধানী যখন মুর্শিদাবাদে চলে যায় শহরটি পরিত্যক্ত হলেও একটি বড় শহরের মর্যাদা ও অমর্যাদা নিয়েই বেঁচেছিল। তখনকার অমাত্যবর্গ নিশ্চয়ই হেঁটে এই শহরে চলাচল করতেন না, তখনকার যোগাযোগব্যবস্থা কেমন ছিল তারও একটা চিত্র পাওয়া যায়। কালক্রমে এত শত বছর পেরিয়ে ঢাকা এখন কল্লোলিনী মহানগরে পরিণত হয়েছে। বহু রাস্তাঘাট, বাজার, বহুতল ভবন, শপিংমল তৈরি হয়েছে। জনসংখ্যার প্রবল চাপ এই ঢাকা শহরের ওপর। অর্থের, বাণিজ্যের বিপুল সমাগম হয়েছে, যা অকল্পনীয়।
মাত্র পঞ্চাশ বছর আগের এই শহরকে কেউ চিনতেই পারবে না। শহরের যা কিছু সৌন্দর্য ছিল সেগুলো ধ্বংস হয়ে গিয়ে শত শত ম্যাচবাক্সের মতো দালান গড়ে উঠেছে। এ যেন সারিবদ্ধ কতগুলো কংক্রিটের স্তূপ। শহর সম্প্রসারিত হয়েছে। সরকার বিত্তবান এবং তথাকথিত অভিজাতদের নামমাত্র মূল্যে আবাসনের ব্যবস্থা করেছে। শহরের জায়গার দাম প্রায় সোনার দামের মতো। জনস্বাস্থ্যের জন্য সরকারি ব্যবস্থা অপ্রতুল। পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা বাণিজ্যের বিপুল প্রসার ঘটেছে। প্রচুর বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়ে ছেয়ে গেছে আমাদের প্রিয় নগরী ঢাকা। কিছু কিছু এলাকায় সবুজ একেবারেই দেখা যায় না।
এ শহরে একটি বিষয় শুধু আজ থেকে পাঁচশত বছর আগে যে জায়গায় রয়ে গেছে তা হলো যানবাহন নিয়ন্ত্রণের ব্যবস্থা। ইসলাম খাঁর সময়ে ট্রাফিক পুলিশ ছিল কিনা তা আমার জানা নেই। ইতিহাসবিদ বা গবেষকরা বলতে পারবেন। কিন্তু বর্তমানে লাখ লাখ যানবাহন চলার পরেও কোনো আধুনিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। একদা আধুনিক ব্যবস্থা চালু হয়েছিল, যেটা আমরা দেখতে পাই হাঁ করে দাঁড়িয়ে আছে কতগুলো সিগন্যাল বাতি। বাতিগুলো কখনোই জ্বলছে না, কাজেই নেভার প্রশ্নই ওঠে না। মধ্যযুগীয় কায়দায় একজন নীল জামা পরা লোক শুধু হাত উঠাচ্ছে আর নামাচ্ছে। এই লোকটি একজন ট্রাফিক পুলিশের কনস্টেবল, তার জ্ঞান শুধু সীমিত নয়, সে নানা সংকটে ভোগে। তার মাথাব্যথা ধরে, পারিবারিক কলহ আছে, টানাপড়েন আছে এবং এর মধ্যেই টুপাইস আয়ের ধান্ধাও আছে। সে কখনো কখনো কোনো রাস্তায় গাড়ি চলাচলের দিকনির্দেশনা দিতে ভুলে যায়। ফলে হাজার হাজার যানবাহন আটকে থাকে। আবার দেখা যায়, কোনো রাস্তায় যানবাহনই নেই সেই রাস্তায় সে চলাচলের নির্দেশ দিয়ে বসে আছে। কী অসাধারণ তার নৈপুণ্য!
কিন্তু একটা সময়ে শুধু সে নয়, তার ঊর্ধ্বতন কর্মকর্তারাও সাংঘাতিকভাবে সতর্ক হয়ে পড়ে, সব রাস্তাঘাট বন্ধ করে দেয়। আসছে কোনো ভিআইপি। একবার চট্টগ্রামে দুই ঘণ্টা দাঁড়িয়ে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। বসার কোনো জায়গা ছিল না সেখানে, অথচ রাস্তাটা পাড় হলেই আমার গন্তব্য। জানা গেল মহামান্য রাষ্ট্রপতি এখান দিয়ে যাবেন, অতএব নাগরিকদের সব চলাচল বন্ধ। তেমনি এক দিন বিজয় সরণিতে দেড় ঘণ্টা ধরে রাস্তা বন্ধ করে রাখা হলো, মাননীয় প্রধানমন্ত্রী আসছেন। রাস্তাটি অতিক্রম করতেও দেওয়া হলো না। এই তো সেদিন গত শুক্রবার রাস্তা ফাঁকা, হঠাৎ দেখলাম সায়েন্স ল্যাবরেটরির সামনে রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেল। যাচ্ছেন কে? দেখলাম একটি কালো জিপে করে কোনো এক পুলিশ কর্মকর্তা যাচ্ছেন, তাকে পুলিশ ও সার্জেন্টরা স্যালুট দিচ্ছে এবং তিনি চলে যাওয়ার পর আমরা অনুমতি পেলাম চলার। সেই ফাঁকা রাস্তায়ও জনগণের সঙ্গে একটু পথ যেতে ওই কর্মকর্তার মর্যাদায় বাঁধল! এখানে এটাই স্বাভাবিক আগেই বলেছি, এই শহরে হাজার হাজার ভিআইপি, ভিআইপিদের সঙ্গে একজন লোক থাকে সেই পুলিশ ও সার্জেন্টদের রাস্তা ক্লিয়ার করার জন্য নির্দেশ দিয়ে থাকে। বলা বাহুল্য, শহরটা জনগণের শহর নয়, এটি ভিআইপিদের শহর। তাদের চলাচলের সুবিধার জন্য স্বয়ংক্রিয় ট্রাফিক সিস্টেমকে বন্ধ করে রাখা হয়েছে।
ঢাকা শহর তো বটেই, বাংলাদেশের কোনো শহরেই নগর পরিকল্পনাবিদদের কোনো ভূমিকা নেই। যেকোনো স্থাপনার জন্য ওই ভিআইপিদের নির্দেশই যথেষ্ট। সরকারি ভিআইপি ছাড়াও অনেক বেসরকারি ভিআইপির জন্ম হয়েছে। অর্থের বলে তারা দিনকে রাত ও রাতকে দিন করতে পারে। যারা এই অনুমতি প্রদান করে ওই কর্মকর্তারা কি কখনো হিসাব করে দেখেন, যে ওই অপ্রশস্ত রাস্তা দিয়ে প্রতিদিন কত গাড়ি চলে? আরেকটি হাসপাতাল বা টাওয়ার নির্মাণ করলে কতজন মানুষ এর সঙ্গে যুক্ত হবে, কত গাড়ি বাড়বে। অনুমতি মিলে গেল প্রভাব প্রতিপত্তি এবং অর্থের বলে, এখন সেই রাস্তা সবসময়ই জ্যাম হয়ে থাকবে এটাই তো স্বাভাবিক।
শহরকে এখন আর যন্ত্রচালিত যানবাহন নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে লাখ লাখ রিকশা। এই রিকশাওয়ালাদের দিকে তাকালেই বোঝা যায় এরা কৃষিশ্রমিক, কৃষিতে তাদের পোষাচ্ছিল না। তাই শহরে চলে এসেছে। প্রচুর নগদ কামাই, সেই সঙ্গে নানা ধরনের স্বেচ্ছাচারিতার সুযোগ। অন্যদিকে এখনো কৃষিতে যারা আছে তারা হাড়ভাঙা পরিশ্রম করে আমাদের খাদ্যের জোগান দিয়ে যাচ্ছে। রিকশার মতো একটি মধ্যযুগীয় যানবাহন কোনো আধুনিক শহরে চলতে পারে? ভোটের রাজনীতির জন্য এই রিকশাচালকদের এই শহরে রাখতে হচ্ছে। কিন্তু তাদের বিকল্প আয়ের কোনো ব্যবস্থার কথা সরকার চিন্তা করছে না। সরকারের চিন্তা করার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। কোনো একটি দপ্তর রিকশাচালকদের বিকল্প পেশার কথা ভাববে এবং ব্যবস্থা নেবে, সেরকম কোনো উদ্যোগ কখনই দেখা যায়নি। বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে, হয়তো তারও প্রয়োজন আছে। কিন্তু এই মেগা প্রজেক্টগুলোতে রিকশাচালকদের কথা কখনো কি ভাবা হয়?
যারা এ দেশে রাজনীতি করেন তারা ক্ষমতা দখলের কথা ভাবেন। কিন্তু রাষ্ট্রটিকে আবাসযোগ্য করার জন্য কী করা যেতে পারে তার কোনো পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরেন না। আমাদের নাগরিকরাও সব কিছুতেই অভ্যস্ত হয়ে যান। বড় শহরগুলোতে যে ট্রাফিক সিগন্যাল নেই তা নিয়ে কেউ কোনো উচ্চবাচ্য করে না। অথচ প্রতিদিন জ্যামক্লান্ত নাগরিকরা প্রায় অসুস্থ হয়ে ঘরে ফেরে। বিষয়টি সরকারের জন্য এক কর্মদিবসের ব্যাপার। কিন্তু কোনো জটিল লাল ফিতার মধ্যে এবং বড় সিদ্ধান্ত গ্রহণের জন্য বিষয়টি অপেক্ষা করছে। দেশে সরকারি স্কুলের বাইরে অনেক বেসরকারি স্কুল গড়ে উঠেছে এই স্কুলগুলোতে বিত্তবান লোকদের ছেলেমেয়েরা পড়ে এবং তারা গাড়িতে করে আসে। যতক্ষণ স্কুল চলে ততক্ষণ রাস্তার কোনো একটি জায়গায় তারা বসে থাকে এবং যানজটের একটা কারণ হয়ে দাঁড়ায়। স্কুল ছুটি হওয়ার সময় রাস্তাঘাট প্রায় বন্ধ হয়ে যায়। তাতে উচ্চপদস্থ রাজকর্মচারীদের কোনো সমস্যা হয় না। নানান ধরনের আওয়াজ করে তারা চলে যায়। সমস্যা হয় আমজনতা বা পাবলিকের। ব্যবসায়ী শাসিত সংসদেও এদের কোনো ভাবনার কথা শোনা যায় না। কারণ তাদের কোনো অসুবিধা নেই। ছেলেমেয়ে এ দেশে থাকে না, আর নিজেরা বিশাল বিশাল শুল্কহীন গাড়ির মালিক। কেউ কেউ হেলিকপ্টারে করেও কর্মস্থলে যান।
বাংলাদেশে বল্গাহীন পুঁজিবাদের শোষণের ফলে একটা শ্রেণির হাতে প্রচুর টাকা এসে গেছে। দুর্নীতিপরায়ণ রাষ্ট্রযন্ত্র এসব লোকদের জন্য সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করে ফেলেছে। পৃথিবীর অন্যান্য দেশেও এ রকম ধনী মানুষেরা আছে কিন্তু রাষ্ট্রযন্ত্র ক্ষমাহীন এবং মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষদের জন্য সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকে নিজেদের স্বার্থেই। কিন্তু এখানে সেসব চিন্তার কোনো অবকাশ নেই। লুটপাট করো, বাইরে টাকা পাচার করো এবং রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা ভোগ করো, তাতে আবার পারও পাওয়া যায়। প্রায়ই বড় বড় ব্যাংক কেলেঙ্কারি দেখে আমরা স্তম্ভিত হই। এসব কারণেই রাস্তার বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা দেখে এই শহরে বসবাসরত রাষ্ট্রদূতরা মনে মনে হেসে নানা ধরনের মন্তব্যও করে থাকেন। আমরা কি চিরকাল হাসির পাত্র হয়ে থাকব? নাকি জ¦লে উঠবে লাল, সবুজ, হলুদ সিগন্যাল। পথ নিরাপদ হবে, শহরে থাকবে না কোনো ভিআইপির স্বেচ্ছাচার।
লেখক: নাট্যকার, অভিনেতা ও কলামিস্ট
অরুন্ধতী রায়ের ‘ইউরোপিয়ান এসে প্রাইজ’ জেতার খবরটি পেলাম ঘোষণার (১৪ সেপ্টেম্বর ২০২৩) দিন দুয়েক পরে। কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অনলাইন ভার্সনে পড়লাম ফ্রান্স থেকে দেওয়া খটোমটো নামের এই পুরস্কার ৪৫ বছর ধরে দেওয়া হচ্ছে, এবারেই প্রথম কোনো ভারতীয় লেখক সম্মানজনক এই পুরস্কারটি পেলেন। মূলত আজীবন সম্মাননা কিংবা লাইফটাইম অ্যাচিভমেন্ট হিসেবে দেওয়া হলেও পুরস্কার দেওয়ার সময় জুরিরা লেখকের ‘আজাদি : ফ্রিডম ফ্যাসিজম ফিকশন’ শীর্ষক প্রবন্ধ সংকলনের ফরাসি অনুবাদটিকে আমলে নিয়েছেন।
অরুন্ধতী রায়ের লেখার সঙ্গে আমার পরিচয় ঘটে তার প্রথম এবং তখন পর্যন্ত একমাত্র উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংসের’ মাধ্যমে। পরবর্তী বিশ বছর তিনি আর কোনো আখ্যান লেখেননি, শুধুই নন-ফিকশন বা প্রবন্ধ লিখেছেন যেগুলো খুব বেশি মনোযোগ দিয়ে আগাপাশতলা পড়া হয়নি। তার দ্বিতীয় উপন্যাস ‘দ্য মিনিস্ট্রি অব আটমৌস্ট হ্যাপিনেস’ পড়বার পর আমার মনে হলো যে কাব্যিক ভাষার জাদুতে দ্য গড অব স্মল থিংস আমাদের মোহিত করে রেখেছিল সেটি যেন অনেকটাই উধাও হয়ে গেছে। দীর্ঘদিন ক্ষুরধার ভাষায় বিভিন্ন রাজনৈতিক বিষয়াদি নিয়ে প্রবন্ধ রচনা করতে করতে হয়তো তিনি হয়ে উঠেছেন মূলত একজন প্রবন্ধ লেখক এবং অ্যাকটিভিস্ট পরিচয়টিই তার মুখ্য পরিচয় হয়ে দাঁড়িয়েছে।
চার্লস ভেইলন ফাউন্ডেশন, এই পুরস্কার যারা দিয়ে থাকেন, এই মর্মে মত প্রকাশ করেছেন যে অরুন্ধতী রায়ের প্রবন্ধগুলো আসলে তার জন্য যুদ্ধাস্ত্র। এই সময়ে এসে কোনো লেখক যদি ভাবেন নিজের লেখা দিয়ে তিনি পৃথিবী বদলাতে পারবেন তাহলে তা ভীষণ উদ্ধত, উগ্র এমনকি খানিকটা নির্বোধের মতনও মনে হতে পারে, কিন্তু এই প্রচেষ্টার প্রশংসাই তারা করতে চান।
অরুন্ধতী রায়ের দুটি উপন্যাসের একটিও ভারতের সমসাময়িক রাজনীতির কলুষতা আর ‘বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র’ হিসেবে গর্বের অসারতা দেখাতে ব্যর্থ হয়নি। দ্য গড অব স্মল থিংসে কেরালার কমিউনিস্ট পার্টির এক নেতার চরিত্র ছিল, আজাদি গ্রন্থের এক প্রবন্ধে রায় জানিয়েছেন, তার জন্মস্থানে তাকে অ্যান্টি কমিউনিস্ট তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল। আবার অন্যদিকে মাওয়িস্ট আন্ডারগ্রাউন্ড দলের গ্রেপ্তারকৃত সদস্যদের কাছ থেকে বাজেয়াপ্ত বইপত্রের মধ্যে ‘অরুন্ধতী রয়ের কিছু লেখা পাওয়া গেছে’ বলে এক খবরে প্রকাশ হয়, স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে একটি সংবাদপত্রে ছোট্ট এই খবরটি দেখতে পান লেখক।
প্রথম উপন্যাসে নিম্নবর্নের হিন্দুদের ওপর অত্যাচারের বিবরণ আধুনিক ভারত রাষ্ট্রের তথাকথিত গণতান্ত্রিক ভাবমূর্তিকে আহত তো করেছিল বটেই, ভেলুথা নামের পারাভান চরিত্রটির সঙ্গে সিরিয়ান খ্রিস্টান সম্প্রদায়ের নারীর প্রেমের সম্পর্ক দেখানোতে অশালীনতা আর অনৈতিকতার দায়ে মামলা পর্যন্ত করা হয় লেখকের বিরুদ্ধে। আবার দ্বিতীয় উপন্যাসে কাশ্মীরের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে মুসলিম, চাঁড়াল, হিজড়া, পিতৃপরিচয়হীন শিশু যে কোনো একটি হিসেবে ‘প্রান্তিক’ মানুষদের নিয়ে একটি বিরাট আখ্যান তিনি রচনা করেছেন যা গণতন্ত্রের তেরঙ্গা ঝাণ্ডা ওড়ানো আধুনিক ভারত রাষ্ট্রের বৈষম্যমূলক চরিত্রের স্বরূপ উন্মোচন করে। বিজেপির ‘এক ধর্ম এক রাষ্ট্র’ নীতিকে তিনি এই উপন্যাসের শত্রু হিসেবে আখ্যায়িত করেন।
আজাদি বইয়ের বেশ কয়েকটি প্রবন্ধ আসলে তার বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে দেওয়া বক্তৃতার লিখিত রূপ। প্রথম প্রবন্ধ ‘ইন হোয়াট ল্যাঙ্গুয়েজ ডাজ দ্য রেইন ফল ওভার টরমেন্টেড সিটিজ?’ শীর্ষক ব্রিটিশ লাইব্রেরিতে দেওয়া বক্তৃতায় তিনি মাতৃভাষার বদলে ইংরেজিতে লেখালেখি করার কারণ জানান। এই প্রবন্ধেই তিনি বলেন যে, একই উৎস থেকে উৎপত্তি হওয়া দুটি ভাষা হিন্দি আর উর্দুর মধ্যে হরফের পার্থক্যজনিত কারণে একটিকে হিন্দুদের অন্যটিকে মুসলমানদের ভাষা হিসেবে ধরে নেওয়া একটি ঐতিহাসিক ভুল। কোনো একটি ভাষাকে নিজের ভাবা কিংবা না ভাবা নিয়ে আরও বহু আলাপই আছে। সঙ্গে একটি চমকপ্রদ তথ্যও তিনি দিলেন। দ্য মিনিস্ট্রি অব আটমৌস্ট হ্যাপিনেস উপন্যাসের ৪৮টি অনুবাদের মধ্যে দুটি হয়েছে হিন্দি এবং উর্দুতে। লেখক জানালেন উর্দু ভাষায় ভালোবাসা বা প্রেমের জন্য বহু শব্দ থাকলেও যোনির জন্য কোনো শব্দ নেই। ভ্যাজাইনার জন্য লাগসই একটি মাত্র শব্দবন্ধ পাওয়া গেছে আর তা হলো ‘আউরত কা শরমগাহ’ কিংবা নারীর লজ্জাস্থান। নারীর সতীত্বের সঙ্গে সম্ভ্রম বা ইজ্জতকে গুলিয়ে ফেলার প্রবণতা সহজে প্রকাশিত হয় উর্দুর মতন সমৃদ্ধ একটি ভাষায়, নারীর জননাঙ্গের জন্য কোনো সঠিক প্রতিশব্দ না থাকাতে।
‘ইনটিমেশন অব অ্যান এন্ডিং : দ্য রাইজ অ্যান্ড দ্য রাইজ অব দ্য হিন্দু নেশন’ শীর্ষক বক্তৃতায় অরুন্ধতী রায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির কীর্তিকলাপের বিশদ বর্ণনা এবং তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, যা আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামের মিলিট্যান্ট সংগঠনটির মাধ্যমে শুরু হয়েছিল, তার মতাদর্শিক জায়গাটি বিশ্লেষণ করে দেখান। তার বিশ্লেষণে উঠে আসে বিজেপির হিন্দুত্ববাদী রাষ্ট্রের প্রজেক্ট বাস্তবায়িত হলে কী কী বিপদ কোন কোন দিক থেকে ঘনিয়ে আসবে। তার দ্বিতীয় উপন্যাসের মূল উপজীব্য আসলে এটিই।
‘দ্য ল্যাঙ্গুয়েজ অব লিটারেচার’ শীর্ষক প্রবন্ধে তিনি বলেন হায়দ্রাবাদের এক কলেজে বক্তৃতা দিতে গিয়ে দেখা হওয়া এক অধ্যাপক তাকে উপদেশ দিয়েছিলেন যে, ফিকশন লিখে আর সময় নষ্ট করবার দরকার নেই, রাজনৈতিক লেখাপত্রের দিকেই বরং তার বেশি মনোযোগ দেওয়া উচিত। আবার পাশে বসা এক সাহিত্যের অধ্যাপক কানে কানে বলেন, ‘আপনি আবার কবে সাহিত্যে ফেরত যাবেন? ওটাই আপনার সত্যিকারের স্থান, বাদবাকি যা লিখছেন সেগুলো কেবল সাময়িকভাবে গুরুত্বপূর্ণ’। দুই অধ্যাপকের পরস্পরবিরোধী উপদেশ শুনে রায় হাসিমুখে স্মরণ করেন নিজের প্রিয় লেখক জন বার্জারের হাতে লেখা মেসেজ, যাতে তিনি লিখেছিলেন ‘তোমার ফিকশন আর নন-ফিকশন তোমার দুই পায়ের মতন, যা দিয়ে তুমি পৃথিবীর বুকে হাঁটতে পারো’।
আমি নিজে পাঠক হিসেবে নিজের প্রিয় লেখকের প্রবন্ধের জন্য পুরস্কারপ্রাপ্তিতে অত্যন্ত আনন্দিত এবং বার্জারের সঙ্গে একমত। রায়ের প্রবন্ধগুলো ভারতের রাজনৈতিক পরিস্থিতির সাপেক্ষে অসম্ভব গুরুত্বপূর্ণ হলেও তার উপন্যাসের গুরুত্ব মোটেও কম নয়। মাত্র দুটি উপন্যাসেই তিনি তার দেখা পৃথিবীকে বর্ণনা করেছেন সততা আর দক্ষতার সঙ্গে। কানাডিয়ান লেখক গাই ভ্যান্ডারহেইগের মতে, ‘ইতিহাস আমাদের জানায় কী ঘটেছিল আর রাজনৈতিক উপন্যাস আমাদের জানায় যা ঘটেছিল তাতে মানুষ আসলে কেমন অনুভব করেছিল’। অরুন্ধতী রায়ের উপন্যাসের চরিত্ররা কাল্পনিক। কিন্তু ভারতের নাগরিক প্রান্তিক জনগণ যে জুলুম আর নিপীড়নের ভেতর দিয়ে যাচ্ছেন, তা বাইরে থেকে বিচার-বিশ্লেষণের মাধ্যমে না দেখে ভেতর থেকে অনুভব করতে চাইলে রায়ের কাল্পনিক চরিত্রদের কাছে আমাদের যেতেই হবে।
লেখক : কথাসাহিত্যিক
আমরা যারা এখন সিনিয়র সিটিজেন, গত শতকের ষাট সত্তর দশকে, সাম্রাজ্যবাদের সদর দপ্তরে কামান দাগো, স্লোগান শুনতে শুনতে বড় হয়েছি, তাদের কাছে আমেরিকা ঘোরা নিঃসন্দেহে এক বড় অভিজ্ঞতা। ঘুরতে এমনিতে বেশ লাগে। সময় সুযোগ পেলেই এদিক-সেদিক যাওয়ার অভ্যেস আশৈশব। তবে পায়ের তলায় যত শর্ষেই থাক না কেন, আমার ছোটাছুটি মোটের ওপর দেশের চৌহদ্দির মধ্যেই। কখনো কাশ্মীরের লালচক, নিশাদ গার্ডেন, দিল্লির পুরনো মহল্লার অলিগলি, বল্লিমারানের গালিবের কোঠি বা ভরা বর্ষায় জানা-অজানা কোনো নদীর তীর আমাকে টানে। ইদানীং খুব, খুব ভালো লাগে বাংলাদেশের আনাচে-কানাচে ঘুরে বেড়াতে।
আমার ঘোরাঘুরি নিয়ে একটা বই করলে মন্দ হয় না। তবে ওই যে বললাম, যা ভালো লাগা সব ভারত বাংলাদেশের নানা জনপদ। বিদেশ বিভুঁইয়ে যাওয়ার কথা দুঃস্বপ্নেও ভাবিনি। একে তো ভিসা করো, পাসপোর্ট দেখো, ডলার-পাউন্ড কত কী নিতে হবে তার হিসেব-নিকেশ করতে থাকো, তারপরে আবার অত ঘণ্টা প্লেনে বসে থাকা, সবমিলিয়ে অত সব ঝড়-ঝঞ্ঝাটের কথা ভাবলেই বুকের ভেতর ধড়ফড় করে। এমনিতেই একটু অলস প্রকৃতির, তারপর বিদেশে যাওয়ার কথা ভাবলেই গায়ে জ্বর আসে। অনেক বন্ধু বিভিন্ন জায়গায় যায়-টায়। এসে গল্প বলে। সোশ্যাল মিডিয়ায় ছবিটবি দেয়, হাসিমুখে সেলফি তুলে লেখে, অফ টু লন্ডন বা আমেরিকা, টপাটপ লাইক পড়ে, কমেন্টের বন্যা বয়, আমার সে সব দেখেই আনন্দ।
কিন্তু, কপালের লিখন কে খন্ডাবে! আর সুযোগ এলো তো এলো, এক্কেবারে সদর দপ্তরে। নিউ ইয়র্ক থেকে আচমকা আমন্ত্রণ। আন্তর্জাতিক কনফারেন্স। যেতে হবে। হবেই। মওলানা ভাসানী ফাউন্ডেশন, আমেরিকা, চতুর্থ সম্মেলন করছে, সেখানে বক্তৃতা দিতে হবে। সবে সবে ছোট একটা ডকুমেন্টারি ফিল্ম শেষ করেছি মওলানা ভাসানীর ওপর। সেটা তাহলে ওখানেই প্রিমিয়ার করা যাবে। সবমিলিয়ে সাত পাঁচ ভেবে হ্যাঁ বলে দিলাম উদ্যোক্তাদের। তারাও মহাখুশি হয়ে অফিশিয়াল চিঠিপত্র পাঠালেন সময় মতো। আমেরিকান কনস্যুলেট ভিসার আবেদনপত্র দেখে সবিনয়ে জানিয়ে দিলেন, যে তারা তাদের দেশে যেতে চেয়েছেন বলে কৃতার্থ বোধ করছেন।
আমি ভাবলাম যাক, ভিসা পাওয়া তাহলে কঠিন হবে না। কিন্তু কী কান্ড! আমার স্ত্রী ভালো করে আদ্যোপান্ত মেইল দেখে বলে উঠলেন এতো চব্বিশ সালে তোমাকে ইন্টারভিউতে ডেকেছে ভিসা দেবে বলে। কনফারেন্স তো তেইশ সালের সেপ্টেম্বরে। তাই তো! সাড়ে চুয়াত্তর সিনেমার সুচিত্রা সেনের অলস বাবার মতো পাশ ফিরে শুয়ে নিশ্চিন্ত হলাম, যাক, শেষ অবধি সাত সমুদ্দুর পার হতে হচ্ছে না ভেবে। কিন্তু কোন জাদুমন্ত্রে ভাসানী ফাউন্ডেশন ফের মেল চালাচালি করে সাতদিনের মধ্যে নতুন করে ইন্টারভিউয়ের ব্যবস্থা করে ফেলল। আর কী আশ্চর্য ভিসা পেয়েও গেলাম। ভিসা নিয়ে বিজয় গর্বে কনসুলেটের গেট পার হতে হতে, মিথ্যে বলব না, আনন্দ একটু হচ্ছিল। সেই সঙ্গে, আমার বন্ধু কে.পি শশীর দু-মিনিটের মিউজিক ভিডিও, আমেরিকা আমেরিকা চোখের সামনে ভাসছিল।
ভিসার লাইনে বিপুলসংখ্যক তরুণদের ভিড়। সবাই উচ্চশিক্ষা নিতে আমেরিকা যেতে চায়। চোখেমুখে অদ্ভুত উজ্জ্বলতা। গেলে অধিকাংশ হয়তো আর এদেশে ফিরবে না। গ্রিন কার্ড পেয়ে বাড়িতে ডলার পাঠাবে। সেই টাকায় বাবা-মা ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি, কিংবা কলকাতায় নতুন ফ্ল্যাট কিনে গৃহ প্রবেশে পড়শীকে বলবে, ছেলে আমার স্টেটসে থাকে। মনে পড়ে যাচ্ছিল, আমাদের ছোটবেলা, ভিয়েতনামের যুদ্ধ, ম্যাকনামারা ফিরে যাও বলা অজস্র তরুণ মুখ, বিশ্বে আনবে নতুন দিন, মাও সেতুং আর হো চি মিন... । পরে, আরও পরে বিশ্বজুড়ে ইসলাম ফোবিয়া, কিউবা, ইরাক, চিলি, ভেনেজুয়েলা, নিগ্রো ভাই আমার... সব মনে পড়ছিল, চার্লি চ্যাপলিন আর মুহম্মদ আলি রাতের ঘুম কাড়ছিল। তবুও গুছিয়ে টুছিয়ে নির্দিষ্ট দিনে প্লেনে উঠলাম। এবং এক সময়ে হুশ করে পৌঁছেও গেলাম আমেরিকা।
মাত্র কদিনে তো কোনো দেশই দেখা হয় না। তারপর আবার আমেরিকার মতো বিপুল এক মহাদেশ। শুধু নিউ ইয়র্ক স্টেট যদি ধরি, সে তো প্রায় বাংলাদেশের সমান। প্লেনে বসে জানলার দিকে তাকাতেই মন ভালো হয়ে গেল। বাইরে কাঁচা হলুদ রোদ্দুর। প্লেন ল্যান্ড করতে করতে সকাল সাড়ে ৭টা। তখনো শহর সেভাবে জাগেনি। ইমিগ্রেশন লাইনের দিকে তাকাতেই বুক কাঁপতে লাগল। বিশাল লম্বা এক লাইন। এ লাইন আজ শেষ হবে বলে তো মনে হয় না। আসার সময় ফোন রোমিং করিয়ে ছিলাম। সেটা মাঝেসাঝে ঠিকঠাক কাজ করছে। কখনো হঠাৎই নীরব হয়ে পড়ছে। আমেরিকান পাসপোর্ট যাদের, তাদের লাইন আলাদা করা হতেই দুড়দুড়িয়ে অনেক ভারতীয় সেদিকে ছুটল। বেশিরভাগ সাউথ ইন্ডিয়ান। প্লেনে কয়েকজনের সঙ্গে আলাপ হয়েছে। নিউ জার্সিতে থাকেন। আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি করেন। লাইন খুব ধীরলয়ে এগোচ্ছে।
আমাকে নিতে চলে এসেছেন নাসের ভাই। মঈনুদ্দিন নাসের। বহু বছর আগে চট্টগ্রাম থেকে নিউ ইয়র্কে এসে থিতু হয়েছেন। পরোপকারী, অমায়িক ভদ্রলোক। দিনরাত পরিশ্রম করেন। তবুও মুখে সবসময় হাসি লেগে আছে। লাইন দেখে ভাবছি, কখন বাইরে যাব বা আদৌ যেতে পারব কি না, তখন বার দুই ফোন করে নাসির ভাই আশ্বস্ত করলেন, চিন্তা করবেন না। আমি আছি। সাহস একটু পেলাম বটে, তবে তা সাময়িক। আসলে দেশে থাকতে এত লোক, এতভাবে ইমিগ্রেশন নিয়ে ভয় দেখিয়েছেন, যে ইমিগ্রেশন কাউন্টারে বসা লোকগুলোকে দূর থেকে কেমন দানব দানব মনে হচ্ছে। ছোটবেলা থেকে পুঁজিবাদী বিদ্বেষ তো আছেই। কত কিছু শুনেছি, মোবাইল খুলে খুলে চেক করা হবে, আপাদমস্তক ছানবিল করে দেখা হবে যে, সন্দেহজনক কিছু কাগজপত্র আছে কি না ইত্যাদি হাজারও সতর্কবাণী। সামনে মাত্র দুজন লোক। দুরুদুরু বুকে এগোলাম। ইমিগ্রেশন অফিসার অত্যন্ত ভদ্র, মৃদুভাষী। পাসপোর্ট উল্টে পাল্টে দেখে, কেন এসেছি জিজ্ঞেস করে হাসিমুখে, হ্যাভ অ্যা গুড জার্নি বলে হাত তুলে বিদায় জানাতেই টের পেলাম সত্যি সত্যিই আমেরিকায় পৌঁছে গেছি।
লাইনে দাঁড়িয়ে একঝলক আমেরিকা চেনার চেষ্টা করছিলাম। মোটে আট-দশ দিনে কতটুকুই আর একটা জনপদকে চেনা যায়! তাও থাকছি তো মাত্র এক শহরেই। নিউ ইয়র্ক। ফলে আমেরিকা দেখা না বলে নিউ ইয়র্ক দেখা বলাই বোধহয় ঠিকঠাক। তার পরে আবার সারা জীবন আমেরিকা নিয়ে আমাদের ছুঁতমার্গিতা কম নেই। প্রায় গোয়েন্দা দৃষ্টিতে প্রথম থেকেই আমেরিকা চেনার চেষ্টা চালাচ্ছি। একটা কিছু বিসদৃশ চোখে পড়লেই ধরে ফেলেছি, ধরে ফেলেছি ভাব নিয়ে পুলকিত হচ্ছি। এই যেমন এই ঘণ্টাখানেকের মধ্য একটা জিনিস চোখে পড়েছে। যারা সাধারণ এমপ্লয়ি, ঝাড়ু দিচ্ছে বা হাত ঠেলা টানছে কিংবা বুড়ো-বুড়ির হাত ধরে নিয়ে আসছেন কাউন্টারের দিকে, তারা অধিকাংশই কালো চামড়ার। পরেও এটা দেখতে দেখতে নিশ্চিত হয়েছি যে, গণতন্ত্রের যত বাকফট্টাই আমেরিকা করুক না কেন, আমেরিকা থেকে হোয়াইট সুপ্রিমেসি কখনো যাবে না। যে কালো মানুষের শ্রমনির্ভরতা আমেরিকাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে, তাদের প্রতি বৈষম্য ও অবহেলা এখনো, এই একুশ শতকেও গড় আমেরিকান বাসিন্দাদের অস্থিমজ্জায়।
গেটের বাইরে আসামাত্র এক দমকা টাটকা বাতাস মন ভালো করে দিল। গ্লোবাল ভিলেজের অন্যতম ধনী শহর এই নিউ ইয়র্ক। আমি নেমেছি নিউ জার্সির কাছে, তুলনায় ছোট এয়ারপোর্টে। সামনে ঝা চকচকে রাস্তা। নানা ভাষাভাষী, নানা ধর্মের, জাতের লোকজন নিজের নিজের গন্তব্যে যেতে বাহন খুঁজছেন। এক মহিলা ট্যাক্সি লাগবে কি না আমার কাছে জানতে চাইলেন। ততক্ষণে ভাসানী ফাউন্ডেশনের সেক্রেটারি মহম্মদ নাসের গাড়ি চালিয়ে সটান আমার কাছে। পরম উষ্ণতায় বুকে টেনে নিলেন। আমেরিকা গিয়ে কোথায় কী করব, কদিনের ভয় নিমেষে ভেঙে গেল। পইপই করে আমার বন্ধু, ডাক্তার অনিরুদ্ধ বোস বলে দিয়েছিল যে, গিয়ে হোটেলে ঢুকেই ঘুমের ওষুধ খেয়ে আগে অন্তত চার ঘণ্টা ঘুমিয়ে নিবি। না হলে জেটলগে মাথা ধরে থাকবে।
কিন্তু নতুন শহর, পুঁজিবাদী দুনিয়ার স্বর্গরাজ্য দেখার আনন্দে জেটলগ-টগ কোথায় চলে গেছে। ওয়েদার ভারি চমৎকার। সামান্য শিরশির করছে। নাসের ভাই জোর করে কফি মগ ধরিয়ে দিয়ে নিজে স্টিয়ারিংয়ে হাত দিয়েই ঘোষণা করে দিলেন, হোটেল টোটেল পরে হবে দাদা, আপনি তো ইয়াং, ফ্রেশ লাগছে। চলুন, শহরটা এক চক্কর ঘুরিয়ে দেখাই আপনাকে। এক্কেবারে রাতে হোটেলে ঢুকবেন। অনিরুদ্ধর মুখ আবছা মনে পড়লেও খুশিই হলাম। মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছি ঝলমলে নীল আকাশ। লিঙ্কন টানেল পার হতেই দুনিয়ার সম্ভবত সবচেয়ে ধনী এলাকা, ম্যানহাটনের চৌহদ্দিতে, বিরাট বিরাট গগনচুম্বী প্রাসাদের দিকে হাঁ করে তাকিয়ে থাকছি। দু-পা সামনে এগোতেই হাডসন নদী। পাল তোলা নৌকা ঘাটে দাঁড়িয়ে। এও যেন এক টুকরো বাংলা। নদীর জলে রোদ চিকচিক করছে। আকাশ জল মিলেমিশে কবিতার জন্ম দিচ্ছে। হাডসনকে মুহূর্তে ভালোবেসে না ফেলে উপায় নেই। হাডসন যেন সেই ‘কীর্তিনাশা’, যার রূপে ডুবে আমেরিকার সব দোষ আপাতত মাফ করে দিলাম।
লেখক: ভারতীয় প্রামাণ্যচিত্র নির্মাতা ও লেখক
ভূমি অফিস নিয়ে গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের শিরোনাম দেখে নেওয়া যাক। ‘ভূমি অফিসে অনিয়মই যেন নিয়ম’, ‘ঘুষ নেওয়ার ভিডিও প্রকাশের পর তহশিলদার বরখাস্ত’, ‘পিয়ন থেকে কর্মকর্তা সবাই নেন ঘুষ’। ভূমি অফিসের দুর্নীতির গল্পের কোনো শেষ নেই। সাধারণ মানুষ তো বটেই, ক্ষমতাবানদের অভিজ্ঞতাও একই। এ ক্ষেত্রে, ভূমি অফিস দাবি করতে পারে যে ঘুষের বেলায় তারা বৈষম্যহীনতার নজির স্থাপন করেছে। স্থানীয় সাব-রেজিস্ট্রারের দপ্তরে ঘুষের টাকা না দেওয়ায় এক খণ্ড জমির দলিল করাতে পারেননি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি সে কথা জানান। ২০২১ সালে প্রতিমন্ত্রীর ওই বক্তব্যটির একটি ভিডিও ভাইরাল হয়েছিল। অবাক বিষয় হচ্ছে, তিনিই প্রথম সরকারের উচ্চ পর্যায়ের লোক নন যিনি ভূমি অফিসের এমন অপকর্মের শিকার হয়েছেন।
কাজেই টাকাখেকো ভূমি অফিসের কথা সবার জানা হলেও মুক্তি মিলছে না কারও। প্রশ্ন হচ্ছে ভূমি অফিসের কত ঘুষ প্রয়োজন? প্রতিমন্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটির বছরেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বি এম আব্দুর রাফেল পারিবারিক জমির দলিল রেজিস্ট্রি করতে কুষ্টিয়া সাব-রেজিস্ট্রারের অফিসে গেলে, সেখানে তার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। তার পরিচয় জানার পরেও কর্মচারীদের মনে কোনো হেলদোল হয়নি। তবে, পরে ঘুষের পরিমাণ ৫ হাজার টাকা কমিয়ে দিয়েছিলেন তারা। শেষ পর্যন্ত ডিএজির ভাই ১০ হাজার টাকা ঘুষ দিয়ে কাজটি করিয়ে নেন। এ ঘটনায় একজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। প্রতিমন্ত্রী এবং ডিএজির অভিজ্ঞতার ঘটনা দুটি গণমাধ্যমে প্রকাশের পর বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে ভূমি অফিসের আচরণের নমুনা, তাহলে সাধারণ জনগণের সঙ্গে তাদের আচরণ কেমন হতে পারে, তা অনুমান করা খুব একটা কঠিন নয়। তবে ঘুষের বেলায় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের যে বৈষম্যহীন নীতি, সেখানে আরেকটি মাত্রা যোগ করেছেন পিরোজপুরের নাজিরপুরে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মাসুদুর রহমান। নামজারি করতে সরকার নির্ধারিত খরচ ১ হাজার ১৭০ টাকা। অভিযোগ রয়েছে নামজারির জন্য ভূমি অফিস সরকার নির্ধারিত টাকার চেয়ে কয়েকগুণ বেশি টাকা নিয়ে থাকে।
দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী তিনি জমির নামজারি করার জন্য ‘ঘুষ’ নির্ধারণ করে দিয়েছেন। গত জুলাই মাসে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নিয়ে করা এক সভায় তিনি ছয় হাজার টাকা ঘুষ নেওয়ার বিষয়টি নির্ধারণ করে দেন। ওই সভার কথোপকথনের একটি অডিও সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়লে শুরু হয়েছে সমালোচনা। পরিহাস এই যে, অতিরিক্ত ঘুষ আদায় করে যেন অনিয়ম না করা হয় সে বিষয়ে তিনি বেশ কঠোর। ভিডিওতে দেখা যায় কত টাকা ঘুষ নেওয়া হবে সেটা আলাপ-আলোচনায় ঠিক করে তিনি কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বলছেন, ‘ছয় হাজার মানে ছয় হাজারই। ৬ হাজার ১০০ টাকা হলে পরবর্তী সময়ে আমি ব্যবস্থা নেব।’ এ ঘটনায় মাসুদুর রহমানকে কারণ দর্শানোর নোটিস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অবশ্য অভিযুক্ত মাসুদুরের দাবি, তিনি চক্রান্তের শিকার। খাসজমি উদ্ধার তৎপরতা শুরু করে তিনি বিভিন্ন ধরনের রোষানলের শিকার হচ্ছেন।
ভূমি বা জমিজমা নিয়ে মানুষকে যে কতরকম ভোগান্তি পোহাতে হয় তার কোনো ইয়ত্তা নেই। টিআইবির একটি প্রতিবেদন থেকে জানা গেছে, দেশের মানুষ ভূমি সংক্রান্ত সেবা পাওয়ার জন্য প্রতিটি ধাপে ৫০০ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে বাধ্য হন। ই-নামজারির ব্যবস্থা করেও এ থেকে মুক্তি মেলেনি। ভুক্তভোগীরা বলছেন, অনলাইনে আবেদনের মাধ্যমে বাড়তি ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। অনলাইনে আবেদনের পর আবার মূল কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যোগাযোগ করতে হয়। তখন টাকা না দিলে অনলাইনে ঝুলে থাকে ফাইল। সবমিলিয়ে সাধারণ মানুষের জন্য ভূমির মালিকানা অর্জনের চেয়ে ভূমিরক্ষা করাটাই যেন কঠিন। ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজেশন প্রক্রিয়াকেও দ্রুত বাস্তবায়ন করা উচিত, যেন মানুষ মধ্যস্থতাকারী ও দালালদের হাত থেকে মুক্তি পেয়ে সহজে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথোপযুক্ত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই। তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভূমি অফিসে একটি জবাবদিহি ও স্বচ্ছতার সংস্কৃতি তৈরি হবে এবং মানুষ ভোগান্তি ছাড়াই সেবা নিতে পারবে।
দেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
সংবাদ বিজ্ঞপ্তিতে কারও নাম উল্লেখ করা না হলেও যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয়, তারা সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য।
যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে, সেসব ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যরা হয়তো যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্য বলে বিবেচিত হবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেখানে আরও বলা হয়, ভবিষ্যতে আরও কোনো ব্যক্তিবর্গের বিরুদ্ধে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া ক্ষুন্ন করা বা এর সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তারাও একই ভিসানীতির আওতায় পড়তে পারেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের আজকের পদক্ষেপ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যের প্রতি সমর্থনকে প্রতিফলিত করে। একই সঙ্গে এ পদক্ষেপ যারা সারা বিশ্বে গণতন্ত্রকে এগিয়ে নিতে চান তাদের প্রতিও সমর্থন।’
সুষ্ঠু ও অবাধ নির্বাচন সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র গত ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা করে। ওই সময় দেওয়া বিবৃতিতে সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা হওয়া ব্যক্তি ও তাদের আত্মীয়স্বজনরা এ নীতির আওতায় পড়বে বলে জানানো হয়েছিল। দ্বাদশ সংসদ নির্বাচনের তিন মাস আগে মার্কিন পররাষ্ট্র বিভাগ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞা প্রয়োগ শুরুর কথা জানাল।
ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নেওয়া শুরু করার ঘোষণা দেওয়ার পর ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার বলেছেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে বাংলাদেশের কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন দলের সদস্য ও রাজনৈতিক বিরোধীদের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যখন এ ভিসানীতি ঘোষণা করেছি, তখন থেকেই যুক্তরাষ্ট্র সরকার ঘটনাবলির ওপর গভীর দৃষ্টি রাখছে। সতর্কতার সঙ্গে তথ্য-প্রমাণ পর্যালোচনার পর আমরা এসব ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছি।’
ব্রায়ান শিলারকে প্রশ্ন করা হয়েছিল, ভিসা নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের নাম যুক্তরাষ্ট্র প্রকাশ করবে কি না। জবাবে তিনি বলেন, ‘না, এসব ভিসা বিধিনিষেধের আওতায় আসা ব্যক্তিদের নাম আমরা প্রকাশ করব না।’ কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আইনে ভিসা রেকর্ড গোপনীয়।
যুক্তরাষ্ট্রের দেওয়া ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকাদের সঠিক সংখ্যা না জানালেও এটি খুব বড় নয় বলে গণমাধ্যমকে বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল রাতে রাজধানীর গুলশানে নিজ বাসায় তার সঙ্গে কথা বলেন সাংবাদিকরা। এ সময় শাহরিয়ার আলম বলেন, ‘এটার বিষয়ে দুদিন আগেই জানিয়েছিল। এটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও তারা কথা বলেছে। আমাদের সংখ্যা সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে। তারা যদি না বলেন, মার্কিন দূতাবাস হয়তো বলতে পারবে। তবে সংখ্যাটি বড় নয়, ছোট এটা বলতে পারি।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমরা আশা করব সেটা সঠিক তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করেই নেওয়া হয়েছে। আমাদের সরকারের কেউ এটার আওতায় পড়লে আমরা এটা জানব। এতে সরকারের কাজে সমস্যা তৈরি হলে পরবর্তী সময়ে মার্কিন প্রশাসনের সঙ্গে আমরা কথা বলব। এর আগেও, অন্তত তিনজনের বিষয়ে আমাদের কাজ করতে হয়েছে। আমরা সাকসেসফুল হয়েছি। কাজেই এ নীতির ফলে কার্যক্রমে সমস্যা হলে, সেগুলো আমরা জানলে, সেটা নিয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলব।’
আগামী জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো নিষেধাজ্ঞা আসবে না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও নিষেধাজ্ঞা আসতে পারে কি না, এক সাংবাদিকের এ প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি না যে নির্বাচনের আগে আর কোনো ধরনের বিবৃতিও আপনারা দেখতে পাবেন। কারণ, আমরা পরিষ্কারভাবে বলেছি যে, এ সেনসেটিভ (স্পর্শকাতর) সময়ে এই ধরনের পদক্ষেপ বা বিবৃতি ইন্টারফারেন্স (হস্তক্ষেপ) হিসেবে মনে হবে।’
যুক্তরাষ্ট্র না চাইলেও বাংলাদেশে ভোটের আগে অভ্যন্তরীণ রাজনীতিতে তাদের এ ধরনের সিদ্ধান্ত প্রভাব ফেলবে সে বিষয়টি তাদের কাছে তুলে ধরা হয়েছে বলে জানান শাহরিয়ার আলম। এরপর এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পেয়েছেন বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। এ বিষয়ে দেশ রূপান্তরের পক্ষ থেকে যোগাযোগ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ২০২১ সালের ডিসেম্বরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কয়েকজন কর্মকর্তা ও র্যাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের গতকালের বিবৃতি সরকারের ওপর আরও চাপ সৃষ্টি করল। এর আগে ইউরোপীয় ইউনিয়ন চিঠি দিয়ে নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানিয়ে দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সরকারি দল আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘পৃথিবীব্যাপী যুক্তরাষ্ট্রের ভিসানীতি রয়েছে। বাংলাদেশের নির্বাচন বাধাগ্রস্তের বিষয়ে যে কথা বলেছে, এটা তাদের নিজস্ব ব্যাপার। তাদের এখতিয়ারের ব্যাপার। এটাকে খারাপ বা ভালো হিসেবে নেওয়ার সুযোগ আমাদের নেই।’
ভিসানীতি প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে চায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যেহেতু সরকারি দল, সরকারি কর্মকর্তা এবং বিরোধী দল রয়েছে, তাই শুধু আমরা চাপ অনুভব করব কেন? আর এখানে চাপ অনুভব করার কারণ নেই। তারা যদি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য এ নীতিমালা প্রয়োগ করতে চায় বা করে, তাদের চাওয়া এবং আমাদের চাওয়ার মধ্যে তো কোনো পার্থক্য নেই। কারণ আমরা তো সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই।’
আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ বলেন, ‘আমেরিকা যেমন স্যাংশন দিতে পারে, চাইলে আমরাও তো দিতে পারি। নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা আরোপের যে প্রক্রিয়া শুরু করেছে তাতে আওয়ামী লীগের বা সরকারের কোনো দুশ্চিন্তা নেই। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমেরিকা চায় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরাও তাই চাই।’
ভিসানীতি প্রয়োগের ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে কি না, এ প্রশ্নে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় না কোনো চাপ আমাদের ওপর আছে। কারণ আমাদের একটাই কথা আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমরা সেটাই করব।’
শাম্মী আহমেদ বলেন, ‘আমি মনে করি এমন ভিসানীতি তারা যদি ২০১৪ ও ’১৮ সালে সংসদ নির্বাচনের আগে দিত, তাহলে বিএনপি দেশজুড়ে জ¦ালাও-পোড়াও করতে পারত না। করতে ভয় পেত।’
বিএনপি নেতারা বলেছেন, তারা সবসময় সরকারকে সতর্ক করে আসছেন। শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন। কিন্তু সরকার তাতে গুরুত্ব না দিয়ে আবারও একতরফা নির্বাচনের পথে হাঁটছে। তার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরকার এ পদক্ষেপ নিয়েছে।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘শুধুই নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি শুনেছি। কার কার বিরুদ্ধে দিয়েছে, সে বিষয়টি তারা স্পষ্ট করেনি। খোঁজখবর নিয়ে পরে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাব।’
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যাদের নাম রয়েছে, তাদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রয়েছে বলে শুনেছি। চলতি মাসে আরও নাম আসবে বলে শুনতে পাচ্ছি।’
বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ও পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য মো. আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা যতদূর জানতে পেরেছি ভিসা নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে সরকারি দল আওয়ামী লীগ ও জাতীয় সংসদের বিরোধী দল।’
যে শহরে উপমহাদেশের প্রথম টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও দেশের আমদানি-রপ্তানির ৯২ শতাংশ কার্যক্রম হয়, সেই শহরে ৫৯টি বাণিজ্যিক ব্যাংকের একটিরও প্রধান কার্যালয় নেই। বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সরকারি সিদ্ধান্তের জন্য ব্যবসায়ীদের ঢাকায় দৌড়াতে হয়। সে কারণে একসময় অনেক বহুজাতিক কোম্পানির প্রধান কার্যালয় চট্টগ্রামে থাকলেও এখন আর নেই। বাণিজ্যিক রাজধানী হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও বন্দরনগরী ক্রমেই জৌলুস হারাচ্ছে। যদিও চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার কথা হয়েছিল।
সাগর-নদী-পাহাড়ের চট্টগ্রাম শহরে নাগরিক সুযোগ-সুবিধা বাড়বে কি, নালায় পড়ে মারা যায় মানুষ। সামান্য বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টি ছাড়াও নালা আটকে গুরুত্বপূর্ণ জিইসি মোড়ে দুদিন রাস্তায় পানি জমে থাকে। পাহাড় কাটা, সবুজ বিনাশ, অপরিকল্পিত নগরায়ণ, পুকুর ও জলাশয় ভরাটের মাধ্যমে চট্টগ্রাম যেমন প্রাকৃতিকভাবে শ্রীহীন হয়ে পড়ছে, তেমনিভাবে অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়ছে।
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ ও স্থপতি জেরিনা হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের রাজনৈতিক নেতাদের সদিচ্ছার অভাব কিংবা তাদের অবহেলাও হতে পারে। এ শহরের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। একটি শহরের নাগরিক সুযোগ-সুবিধাগুলো দিন দিন তলানিতে চলে যাচ্ছে। আমাদের কর্তৃপক্ষগুলো চেয়ারে বসে কিছুই করতে পারছে না। অপরিকল্পিত উন্নয়নের বলি হচ্ছে চট্টগ্রাম।’
জলাবদ্ধতা নিরসনের জন্য ১০ হাজার ৮০২ কোটি টাকার তিনটি প্রকল্প চলমান থাকলেও বৃষ্টি হলেই কেন নগরবাসীকে ডুবতে হবে? এ তিন প্রকল্পের মধ্যে ৫ হাজার ৬১৬ কোটি টাকার মেগা প্রকল্পটির কাজ প্রায় শেষ পর্যায়ে হওয়ার পরও জলাবদ্ধতার তেমন কোনো উন্নতি নেই। এখন প্রশ্ন উঠছে সমন্বয়হীনতার কথা। এ সমন্বয় কে করবে?
জিইসি মোড় বর্তমানে চট্টগ্রামের ব্যস্ততম এলাকাগুলোর একটি। এ মোড়েই গত ১৫ ও ১৬ সেপ্টেম্বর টানা দুদিন পানি জমা ছিল। সামান্য বৃষ্টিতেই এ শহরের রাস্তাঘাট ডুবে যায়, অনেক এলাকায় টানা কয়েক দিন পানিবন্দি থাকে মানুষ। চলতি বছর একাধিকবার ডুবেছে নগরী।
পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি থাকায় প্রতি বছর পাহাড় ধসে প্রাণহানি ঘটছে। গত কয়েক বছরে ছয়জনের প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে নালা ও খালে পড়ে। এসব সমস্যা কে সমাধান করবে তা নিয়ে নগরীর দুই প্রধান সংস্থা চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) একে অন্যকে দোষারোপ করতেই ব্যস্ত।
পরিবেশকর্মী শরীফ চৌহান বলেন, ‘এ শহরের পাহাড় কাটা বন্ধ করা গেলে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য যেমন অটুট থাকবে, তেমনিভাবে জলাবদ্ধতা দুর্ভোগও কমে আসবে। কারণ পাহাড় কাটা মাটি নালা ও খালে গিয়ে তা ভরাট করে ফেলছে। ভরাট হয়ে যাচ্ছে কর্ণফুলী নদী। ফলে পানি নামতে পারছে না।’
কিন্তু পাহাড় কাটা তো বন্ধ হয় না, গত ৪০ বছরে সাবাড় হয়েছে ১২০টি পাহাড়। এর মধ্যে সিডিএ নিজেই কেটেছে ১৬টি পাহাড়।
চট্টগ্রামের সমুদ্র উপকূলকে ব্যবহার করে গড়ে উঠেছিল শিপব্রেকিং ইয়ার্ড। কিন্তু জাহাজ কাটতে পরিবেশ অধিদপ্তর, বিস্ফোরক অধিদপ্তর ও শিল্প মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য ঢাকায় যেতে হয়। এতে সময়ের পাশাপাশি অর্থেরও অপচয় হয়ে থাকে। যত আগে জাহাজ কাটা যায়, অর্থনৈতিকভাবে ততই লাভবান হওয়া যায়।
এ বিষয়ে বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) ভাইস প্রেসিডেন্ট-৩ এবং পিএইচপি রিসাইক্লিং ইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম রিংকু দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৮ সালের শিপ রি সাইক্লিং অ্যাক্ট অনুযায়ী, শিপ রিসাইক্লিং বোর্ড চট্টগ্রামে হওয়ার কথা। আর এটা হলে সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এ বোর্ডে থাকবেন। তখন আর অনুমোদনের জন্য ঢাকায় বিভিন্ন সংস্থার কাছে যেতে হবে না।’
শুধু শিপ রি সাইক্লিং ক্ষেত্রই নয়, চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পন্ন হলেও জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত, কাস্টমসের বিভিন্ন কায়িক পরীক্ষা, বিএসটিআইয়ের বিভিন্ন পরীক্ষা ঢাকা থেকে করাতে হয়। এ বিষয়ে চিটাগাং চেম্বারের পরিচালক এবং নাহার অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান টুটুল বলেন, ‘চট্টগ্রাম বাণিজ্যিক হাব হলেও সবকিছু অনুমোদন ঢাকা থেকে নিতে হয়। ব্যবসা-বাণিজ্যে ব্যাংকিং লেনদেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সব ব্যাংকের সদর দপ্তর ঢাকায়। যথারীতি অবহেলিত চট্টগ্রাম।’
ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামে কেউ ব্যবসা-বাণিজ্য বা শিল্পকারখানা স্থাপন করতে চাইলে তাকে বারবার ঢাকায় যেতে হয়। ব্যাংকঋণ থেকে শুরু করে আমদানি-রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে অনুমোদনের জন্য ব্যবসায়ীদের এ দৌড় এখনো থামেনি। একটিরও ব্যাংকের প্রধান কার্যালয় চট্টগ্রামে নেই। একসময় পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় চট্টগ্রামে থাকলেও এখন নেই। এ ছাড়া বিদেশি ব্যাংক এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের প্রথম শাখাও ছিল চট্টগ্রামে। বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রথম শাখা ছিল চট্টগ্রামে। বহুজাতিক কোম্পানি ইস্পাহানি গ্রুপ কলকাতা থেকে প্রথম চট্টগ্রামেই তাদের ব্যবসা স্থানান্তর করেছিল। বহুজাতিক কোম্পানি ইউনিলিভার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বার্জার, ডানকান ব্রাদার্সসহ অনেক বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ছিল চট্টগ্রামে। শুধু বহুজাতিক কোম্পানি নয়, আসাম-বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর ছিল চট্টগ্রামের সিআরবিতে। এখন পূর্বাঞ্চলীয় রেলওয়ের প্রধান অফিস চট্টগ্রামে থাকলেও রেলওয়ের প্রধান অফিস ঢাকায়। অর্থাৎ সরকারি ও বেসরকারি সবদিক দিয়েই পিছিয়ে যাচ্ছে চট্টগ্রাম।
দেশে পোশাক খাতের যাত্রা এ চট্টগ্রামের কালুরঘাটের দেশ গার্মেন্টসের মাধ্যমে শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সুবিধার অভাবের কারণে পোশাক শিল্পের উদ্যোক্তারা এখন ঢাকাকেন্দ্রিক। এ ছাড়া রড তৈরির প্রথম কারখানাও ১৯৫২ সালে চট্টগ্রামে হয়েছিল। ঢেউটিন তৈরির জন্য কোল্ড রোল মিলস, বিলেটসহ ইস্পাত কারখানা চিটাগং স্টিল মিলস ছিল চট্টগ্রামেই। মোটরগাড়ি, ফ্রিজ, পেপার মিলস অনেক কারখানার গোড়াপত্তন চট্টগ্রাম থেকে হলেও এখন সেই সুদিন আর নেই।
সম্ভাবনার চট্টগ্রাম : ৩০ হাজার একর জায়গায় গড়ে উঠছে মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর। এখানে প্রায় ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে। জাপান ও চীনের সরাসরি বিনিয়োগ থাকছে এ শিল্পনগরে। এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘বঙ্গবন্ধু শিল্পনগর দেশের আগামীর অর্থনীতির ভিত্তি। এখানে চীন ও জাপান সরাসরি বিনিয়োগ করছে। এ ছাড়া অন্যান্য দেশও এগিয়ে আসছে। চালু হচ্ছে কর্ণফুলীর নিচ দিয়ে টানেল। সব মিলিয়ে চট্টগ্রামে বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে।’
চট্টগ্রামকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই উল্লেখ করে এ ব্যবসায়ী নেতা বলেন, ‘মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বে টার্মিনাল, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রসহ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে যে অর্থনৈতিক কর্মকা- হচ্ছে, এতে বিনিয়োগকারীদের চট্টগ্রামে আসতেই হবে। এখন আমাদের প্রয়োজন কানেকটিভিটি বাড়ানো।’
একই মন্তব্য করেন অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘মিরসরাইয়ে যে বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে এর সঙ্গে সাগরের পাড় ঘেঁষে টানেল হয়ে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কটি বাস্তবায়ন করতে হবে। তবে চট্টগ্রামের কার্যকারিতা বাড়বে।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে চট্টগ্রাম, আনোয়ারা, মহেশখালী ও কক্সবাজার ঘিরে যে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করা হচ্ছে, সেগুলো চালু হলে চট্টগ্রামই হবে দেশের আগামীর অর্থনীতির ভিত্তি।’
আকাশপথে পিছিয়ে চট্টগ্রাম : দেশের দ্বিতীয় প্রধান নগরী চট্টগ্রামে আন্তর্জাতিকমানের বিমানবন্দর থাকলেও চট্টগ্রাম থেকে মাত্র সাতটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট চলাচল করছে। এর মধ্যে কলকাতা ছাড়া বাকি সব গন্তব্য মধ্যপ্রাচ্যকেন্দ্রিক। কিন্তু আগে এখান থেকে ভারতের একাধিক গন্তব্যে সরাসরি ফ্লাইট ছিল। এ ছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্যাংকক রুটেও ফ্লাইট চলাচল করত। বর্তমানে সরাসরি ফ্লাইট কমে যাওয়ায় ঢাকা হয়েই চট্টগ্রামে আসতে হয় ক্রেতা ও বিনিয়োগকারীদের। আবার চট্টগ্রাম থেকে ঢাকা ছাড়া অভ্যন্তরীণ অন্য রুটেও যাতায়াত করা যায় না। এতে পিছিয়ে পড়ছে চট্টগ্রাম। দেশের দ্বিতীয় প্রধান নগরী হলেও একমাত্র র্যাডিসন ব্লু বে ভিউ ছাড়া অন্য কোনো পাঁচতারকা হোটেল নেই এ শহরে।
চট্টগ্রাম পিছিয়ে থাকা প্রসঙ্গে এফবিসিসিআইর প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, ‘চট্টগ্রাম বিমানবন্দরের কানেকটিভিটি বাড়াতে হবে। কানেকটিভিটি না বাড়ালে বিদেশি ক্রেতা ও বিনিয়োগকারীরা সহজে আসা-যাওয়া করতে পারবে না। বিশেষ করে জাপান ও চীনের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করা দরকার।’ তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের জন্য অনেক অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু বরাদ্দকৃত অর্থের কার্যকর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। আর এতেই বিভিন্ন নাগরিক দুর্ভোগ দেখা যাচ্ছে।’
আগামী ২৮ অক্টোবর উপমহাদেশের প্রথম টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্ণফুলীর তলদেশ দিয়ে চালু হতে যাওয়া বঙ্গবন্ধু টানেলকে কেন্দ্র করে নদীর ওপারকে চট্টগ্রাম শহরের সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী ও ভারপ্রাপ্ত প্রধান নগর পরিকল্পনাবিদ কাজী হাসান বিন শামস বলেন, ‘আমরা নদীর ওপারকে নিয়ে আলাদা পরিকল্পনা করছি। এজন্য ওই এলাকায় ডিটেইল সার্ভে করা হয়েছে। আবাসন, বাণিজ্যিক ও শিল্পায়নের হাবও করা যায় কি না, সেটাও বিবেচনা করছি।’
দেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ গুরুত্ব বিবেচনায় চট্টগ্রাম নামের আগে নানা বিশেষণ জুড়ে দেওয়া হয়। বলা হয় বন্দরনগরী চট্টগ্রাম, দেশের অর্থনীতির সিংহদ্বার, প্রাচ্যের সৌন্দর্যের রানী, বাণিজ্যিক রাজধানী ইত্যাদি। নদী-পাহাড়-সমুদ্রবেষ্টিত এবং প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর চট্টগ্রাম পর্যটন ও শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে দেশ-বিদেশের সবার কাছেই দারুণ আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ স্থান। দেশের প্রধান সমুদ্রবন্দর এ চট্টগ্রামেই। তাই চট্টগ্রামকে কেন্দ্র করে গড়ে উঠবে দেশের আগামীর অর্থনীতির ভিত্তি, এটাই আশা করে চট্টগ্রামের মানুষ।
রান্না সুস্বাদু করে তুলতে লবণ হল অপরিহার্য উপাদান। তবে খাবারে লবণের পরিমাণটাও সঠিক হওয়া অনেক জরুরি। একটু এদিক-সেদিক হলেই অনেক স্বাধের রান্না বিফলে যায়।
তবে অনেক সময়ে দেখা যায় মাংস রান্নায় পরিমাণে বেশি লবণ পড়ে যায় বেকায়দায়। পরবর্তীতে স্বাধের মাংসটা নোনতা বা তেতো হয়ে যায়, দেখা যায় যে খাবারটা খাওয়ারই উপযোগী থাকে না। তবে রান্নায় লবণ কমানোর কয়েকটি কৌশল জেনে নিলেই পরিস্থিতি সামাল দিতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক মাংস রান্নায় লবণ কমানোর কয়েকটি পদ্ধতি,
একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে কেটে দুই টুকরা করে নিন। তারপর সেগুলি রান্নায় দিয়ে দিন। পেঁয়াজ রান্নার অতিরিক্ত লবণ টেনে নেবে। অবশ্য ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তাতে রান্না সুস্বাদু হবে।
বাড়িতে টক দই থাকলে রান্নায় লবণ বেশি পড়ে গেলেও চিন্তা নেই। একটি ছোট্ট পাত্রে দই ভাল করে ফেটিয়ে নিন। তার পর সেটা রান্নায় দিয়ে দিন। রান্নার নোনতা স্বাদ কেটে যাবে। ঝোলেও অন্য রকম স্বাদ আসবে।
রান্নায় বেশি লবণ হয়ে গেলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বরং চিনি এবং সামান্য ভিনিগার মিশিয়ে নিন। লেবুর রসও দিতে পারেন ভিনিগারের বদলে। এগুলো খাবারের নোনতা ভাব কাটাতে সাহায্য করে।
মাংসের পাতলা ঝোল রেঁধেছেন, কিন্তু লবণ বেশি পড়ে গিয়েছে। সে ক্ষেত্রে লবণ বেশি হলে একটি সহজ উপায় রয়েছে। কিছু আলুর খোসা অথবা বড় বড় আলুর টুকরা রান্নায় দিয়ে দিন। নিমেষে সব বাড়তি লবণ টেনে নেবে। স্বাদ স্বাভাবিক হয়ে গেলে আলুর খোসাগুলো তুলে ফেলে দিন।
ভিসা নিষেধাজ্ঞার প্রয়োগ শুরু
দেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত থাকার অভিযোগে কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।
সংবাদ বিজ্ঞপ্তিতে কারও নাম উল্লেখ করা না হলেও যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয়, তারা সরকারের বর্তমান ও সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচার বিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য।
অতীত বঞ্চনার আগামী সম্ভাবনার
যে শহরে উপমহাদেশের প্রথম টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও দেশের আমদানি-রপ্তানির ৯২ শতাংশ কার্যক্রম হয়, সেই শহরে ৫৯টি বাণিজ্যিক ব্যাংকের একটিরও প্রধান কার্যালয় নেই। বাণিজ্য ও আমদানি-রপ্তানি কার্যক্রমের সরকারি সিদ্ধান্তের জন্য ব্যবসায়ীদের ঢাকায় দৌড়াতে হয়। সে কারণে একসময় অনেক বহুজাতিক কোম্পানির প্রধান কার্যালয় চট্টগ্রামে থাকলেও এখন আর নেই। বাণিজ্যিক রাজধানী হয়ে ওঠার সম্ভাবনা থাকলেও বন্দরনগরী ক্রমেই জৌলুস হারাচ্ছে। যদিও চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করার কথা হয়েছিল।
আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সংবিধান সবার মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করে। সবাইকে আইনগত সুরক্ষা প্রদান ও সুবিচার নিশ্চিতকরণে গত এক দশকে বাংলাদেশের আইনি ব্যবস্থার তাৎপর্যপূর্ণ সংশোধন করা হয়েছে। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে, জনগণের মানবাধিকার রক্ষায় আমরা সম্পূর্ণরূপে অঙ্গীকারাবদ্ধ। জাতিসংঘ মানবাধিকার পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে আমরা সারা বিশ্বের আপামর জনগণের মানবাধিকার সংরক্ষণে অন্যান্য সদস্যদের সঙ্গে কাজ করে যাচ্ছি। আজ এ অধিবেশনে আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই যে, বাংলাদেশের সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাব।
এত খরচ তবু কেন ডুবছে ঢাকা
ছুটির দিন তো বটেই, রাজধানীর নিউমার্কেট এলাকায় অন্যান্য দিনেও থাকে মানুষের ভিড়। তবে গতকাল শুক্রবার ক্রেতা-বিক্রেতার বদলে সেখানে ছিল হাঁটুপানি। আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা গতকালও ভুগিয়েছে রাজধানীবাসীকে। বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়ক-গলিতে জমে থাকা পানি নামেনি। ঢাকার দুই সিটি করপোরেশনের কুইক রেসপন্স টিম জলাবদ্ধতা নিরসনের চেষ্টা করলেও গতকাল বিকেলে রাজধানীর বেশ কিছু এলাকায় মূল সড়কে হাঁটুসমান বা তার চেয়েও বেশি পানি দেখা গেছে। এ ছাড়া পুরান ঢাকাসহ নিচু এলাকার অলিগলি এবং ঘরের ভেতরেও পানি আটকে থাকতে দেখা গেছে।
বাবা-মা-বোনকে হারিয়ে বেঁচে আছে ৭ মাসের শিশু
রাজধানীর মিরপুরে বৃষ্টির পানিতে জলাবদ্ধ সড়কের ফুটপাত ধরে বাসার পথে হেঁটে যাচ্ছিল এক পরিবারের তিন সদস্য। তাদের সঙ্গে ছিল পরিবারটির আরেক সদস্য সাত মাস বয়সী শিশু হোসাইন। কিন্তু বিদ্যুতের ছেঁড়া তার পড়েছিল ওই পথে। সেখানে আচমকাই বিদ্যুতায়িত হন তারা। এ সময় তাদের সাহায্যে এগিয়ে আসেন এক তরুণ। তিনিও বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারান। তবে ভয়াবহ এ দুর্ঘটনায় সবাইকে অবাক করে প্রাণে বেঁচে গেছে শিশু হোসাইন। জানা গেছে, বিদ্যুতায়িত হওয়ার পর হোসাইনের মা যখন পানিতে পড়ে যান তখন হোসাইন মায়ের কোল থেকে ছিটকে কিছুটা দূরে পড়ে যায়। তা দেখে তাদের সাহায্য করতে আসা ওই তরুণ হোসাইনকে উদ্ধার করে এক নারীর কাছে রেখে আবার এগিয়ে গিয়ে প্রাণ হারান।
আইন-সন্দেহে আটকা বিদেশযাত্রা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দাবি করে আসছে দলটি। সেই সঙ্গে তার চিকিৎসায় গঠিত দলীয় চিকিৎসকদের বোর্ডও দাবি করছে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা বিদেশে ছাড়া সম্ভব নয়। কিন্তু তার বিদেশযাত্রা আটকে আছে আইনের প্যাঁচে। আবার ক্ষমতাসীন দলও মনে করছে, সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিএনপি নেত্রীকে বিদেশ যেতে দিলে সেখানে বসেই তিনি সরকারবিরোধী রাজনীতি করবেন। তাই যত ঝুঁকিই থাকুক, বিএনপি চেয়ারপারসনকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে চায় না সরকার।
সাহিত্যের ছাত্রের প্রযুক্তিতে মন
পড়াশোনা বাংলা সাহিত্যে, কিন্তু প্রযুক্তির প্রতি অসম্ভব টান। কম্পিউটারে বাংলায় লিখতে বিজয় বাংলা কি-বোর্ড ও সফটওয়্যার তৈরি করেছেন তিনি। ইন্টারনেটে সহজে বাংলা লেখার সুযোগ তৈরির পাশাপাশি শিক্ষায় তথ্যপ্রযুক্তির প্রসার, ডিজিটাল বাংলাদেশ ধারণা, কর্মসূচির প্রকাশ এবং এই ধারণা কার্যকর করায় ও কর্মসূচি বাস্তবায়নে তার বিশেষ অবদান রয়েছে। তিনি হলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম এই কারিগর। তার উদ্ভাবিত বিজয় ডিজিটাল শিক্ষা আন্তর্জাতিক উইটসা পুরস্কারে ভূষিত হয়েছে। তথ্যপ্রযুক্তিবিষয়ক লেখক, কলামিস্ট ও সমাজকর্মী মোস্তাফা জব্বার ২৯টির বেশি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
নদী ছিল দুই সেতুই সাক্ষী
খুলনার ডুমুরিয়া উপজেলার হরি নদীতে পলি পড়ে এখন মৃতপ্রায়। অথচ ৩০ বছর আগেও এই নদীতে জাহাজ আসত। হামকুড়া নদী নেই। কিন্তু দুটি সেতু এখনো সাক্ষ্য দেয় একসময় নদীটি প্রবহমান ছিল।
শুধু এই দুই নদী নয়, নাব্য হারিয়ে অস্তিত্ব-সংকটের মুখে পড়েছে খুলনার ১২ নদী। আর সেই সঙ্গে দখল ও দূষণে ধুঁকে ধুঁকে মরছে জেলার ৪৮৭টি সরকারি খাল।
নদী-খালের মৃত্যুদশা সামান্য বর্ষায় ডেকে আনছে জলাবদ্ধতা। তলিয়ে যাচ্ছে সড়ক ও ঘরবাড়ি। চরম ভোগান্তিতে পড়ছে মানুষ। ক্ষতির মুখে পড়ছে ফসলি জমি ও মৎস্যঘের।
আক্রান্ত সুমি দেখল মায়াহীন বাস্তব
‘মালিকের বাসায় কাজ করতাম। যখন যে কাজ বলত তা-ই করতে হতো। ওই বাসার কেউ আমাকে আদর করত না। কোনো ভুল করলেই ম্যাডাম আমাকে গালাগালি করত। একদিন রাতে ঠান্ডা লাগে। তারপর জ¦র আসলে একজনকে দিয়ে আমাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়। এখানে আমাকে যে নিয়ে আসছিল, তাকে আর পাইনি। আমার খুব ভয় লাগছিল, হাসপাতালে একা একা প্রতিদিন কান্নাকাটি করতাম। আম্মারে কেউ জানায়নি।’ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আটতলার শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ১০ বছরের সুমি এভাবেই বলছিল তার দুর্দশার কথা।
জব্দ ৪৬ খন্ড রেলপাত উধাও
দিনাজপুরের পার্বতীপুরে রেল পুলিশ ও রেল নিরাপত্তা বাহিনীর জব্দ করা ভবানীপুর-মধ্যপাড়া রেললাইন পথের প্রতিটি ৮ ফুট দৈর্ঘ্যরে ৪৬টি রেলপাত উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে বলে রেলের একজন কর্মকর্তা দাবি করেছেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার দুপুরে পার্বতীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন রেলের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (পথ) মো. আল আমিন। এ সময় পার্বতীপুরে রেলওয়ে প্রকৌশল বিভাগের কি-ম্যান, ওয়েম্যান, মেটসহ অর্ধশতাধিক কর্মচারী উপস্থিত ছিলেন।
বাবার শনাক্তের পরও ছেলের লাশ ‘বেওয়ারিশ’
চট্টগ্রামে জাহাজভাঙা কারখানার এক শ্রমিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। ওই শ্রমিকের বাবা মো. ইউনুচের অভিযোগ, মর্গে গিয়ে শনাক্তের পরও নৌপুলিশ তার ছেলে রাসেলের লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেছে। ৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবী সংস্থাটি ওই শ্রমিকের মরদেহ চট্টগ্রাম নগরীর চৈতন্যগলি করবস্থানে দাফনও করে ফেলেছে।
এর আগে ২ সেপ্টেম্বর রাতে সীতাকুণ্ড থানা এলাকার বাড়বকুণ্ড বেড়িবাঁধ থেকে ২৮-৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির একটি দল। পরদিন এই লাশের ময়নাতদন্ত করা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।শনিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৭৭ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪৫ হাজার ৬৬১ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ১৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৩ হাজার ২৬০ জনে।
শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ।
উত্তরাধিকার সূত্রে বা পারিবারিক পরিচয়ে রাজনীতির চর্চা যুগ যুগ ধরে চলে আসছে এ উপমহাদেশে। বাবার সূত্রে কিংবা দাদার সূত্রে রাজনীতিতে এসে অনেকে পূর্বসূরিকে ছাড়িয়ে গেছেন। আদর্শের যোগ্য উত্তরাধিকার হিসেবে নিজেদের মেধা ও দক্ষতা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। রাজনীতিতে হয়েছেন বটবৃক্ষ। আবার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও উত্তরাধিকার সূত্রে পদ-পদবি পেয়ে যাওয়ার উদাহরণও আছে। যারা এভাবে রাজনীতিতে এসেছেন, তারা কার্যত বনসাই হয়ে আছেন।
দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগ, স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বিএনপি ও জাতীয় পার্টিসহ প্রায় সব দলেই উত্তরাধিকারের চর্চা রয়েছে। পারিবারিক সূত্রে এমপি হওয়ার সংখ্যা দিন দিন বাড়ছে। বর্তমান একাদশ সংসদে এ সংখ্যা ৯৮। স্বাভাবিকভাবেই আগ্রহ জাগায় যে, আগামী দ্বাদশ সংসদে এ সংখ্যা কত হবে? যদিও বর্তমান সংসদের ৩৪টি উপনির্বাচনে উত্তরাধিকার সূত্রে এমপি হয়েছেন কমই।
রাজনীতিতে উত্তরাধিকারের চর্চা যে খারাপ সেটা মোটেও বলা যাবে না। বরং উত্তরাধিকারের কারণে দেশের জন্য, জনগণের জন্য অবদান রাখা ঐতিহ্যবাহী দল আরও শক্তিশালী হওয়ার উজ্জ্বল উদাহরণও আছে। যেমন ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধী। বাবা নেহরু গান্ধীর উত্তরসূরি হলেও নিজের মেধা ও দক্ষতা দিয়ে কংগ্রেসের রাজনীতিকে অনেকদূর এগিয়ে নিয়েছেন। তেমনি স্বাধীন বাংলাদেশের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ও আদর্শের যোগ্য উত্তরাধিকার হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। টানা তিনবারসহ চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পঁচাত্তর-পরবর্তী আওয়ামী লীগের পুনরুত্থান ঘটেছে। আরও শক্তিশালী হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে।
বিএনপির ক্ষেত্রেও বলা যায়, দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির হাল ধরেন তার স্ত্রী খালেদা জিয়া। তাদের ছেলে তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সংসদের ৩০০ আসনে উত্তরসূরি হিসেবে বা পারিবারিক পরিচয়ে মনোনয়ন পাওয়ার পাশাপাশি সংরক্ষিত ৫০ আসনেও এই চর্চা আছে। বরং হিসাব করলে বেশিই দেখা যায়।
সব মিলিয়ে একাদশ সংসদেই উত্তরসূরি বা পারিবারিক পরিচয়ে এমপি রয়েছেন শতাধিক। ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন নিয়ে সরকার গঠন করে। পারিবারিক সূত্রে রাজনীতিতে আসা সরকারি দলের এমপির সংখ্যা ৮৬। এর মধ্যে প্রায় ৭০ জনই মাঠের রাজনীতি করে আসেননি। বিরোধী দল জাতীয় পার্টির ২৯ জনের মধ্যে এই সংখ্যা ৭। এ ছাড়া সংসদে প্রতিনিধিত্ব করা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন নেসা খান সংরক্ষিত নারী আসনের এমপি। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নিজে ও তার স্ত্রী বেগম আফরোজা হকও এমপি।
একাদশ সংসদে বিএনপির সাতটি আসন ছিল। এর মধ্যে একটি সংরক্ষিত নারী আসন। তাদের মধ্যে রুমিন ফারহানা সংরক্ষিত আসনে এমপি হন। তার বাবা অলি আহাদ আওয়ামী লীগের প্রথম প্রচার সম্পাদক।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অনেক ক্ষেত্রে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বা সংশ্লিষ্ট এলাকায় দলের প্রভাব ধরে রাখতে নেতার পরিবারের সদস্যদের রাজনীতিতে আনা হয়। আবার অনেক সময় যোগ্য নেতৃত্ব গড়ে না ওঠায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়।
তবে উত্তরাধিকার চর্চার প্রভাব নিয়ে সতর্ক করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, এমন চর্চার কারণে অনেক ক্ষেত্রেই রাজনীতির ভারসাম্য নষ্ট হয়। সংসদে দেখা যায়, অনেকে বক্তব্য দিতে পারেন না। সংসদের কার্যপ্রণালি বিধিও বোঝেন না। আবার জনসমাবেশে অরাজনৈতিক আচরণ করেন, যা সরকার বা দলকে বেকায়দায় ফেলে দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক দেশ রূপান্তরকে বলেন, ‘উত্তরাধিকারের রাজনীতি গণতন্ত্র ও আধুনিক রাজনীতির বিরোধী। দলের জন্য ও রাজনীতির জন্য ক্ষতিকর।’ তিনি বলেন, ‘গত ১৫-২০ বছরে এ ধারার রাজনীতির চর্চা বেশি হচ্ছে বলেই দুর্বল হয়েছে রাজনীতি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার বলেন, ‘রাজনৈতিক ত্যাগ-তিতিক্ষা বা যোগ্যতা থাকলে এটা গ্রহণ করা যায়। উত্তরাধিকার সূত্রে সংসদে এত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ঘটনা অবশ্যই দুশ্চিন্তার। আমি মনে করি, এ সংখ্যা নিয়ে প্রত্যেক দলেরই চিন্তার ব্যাপার আছে। কারণ দাদা, বাবার যোগ্যতায় এসব পদ পেয়ে থাকলে গণতন্ত্র কতটা মজবুত করবে, সেটাও ভাবতে হবে।’
তিনি আরও বলেন, ‘প্রজাতন্ত্রে উত্তরাধিকারের সুযোগ নেই। আবার এটাকে ধর্মগ্রন্থের বাণী মনে করলেও চলবে না। কারও যদি যোগ্যতা থেকে থাকে, তাহলে বাবা-দাদা থাকলে আসতে পারবেন না সেটাও তো হতে পারে না।’
আওয়ামী লীগের যারা : এমপি ও মন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় থেকে নির্বাচিত। তার বড় ভাই সিরাজুল ইসলাম ১৯৭০, ’৭৩, ’৭৯ ও ’৮৬ সালের এমপি। দিনাজপুর থেকে নির্বাচিত খালিদ মাহমুদ চৌধুরীর বাবা প্রয়াত আবদুর রউফ চৌধুরী। তিনি ১৯৯৬ সালের এমপি ও দলের নেতা ছিলেন। ছিলেন প্রতিমন্ত্রী। খালিদ মাহমুদ চৌধুরীও বর্তমানে প্রতিমন্ত্রী। তিনি ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা। এ ছাড়া তিনবার দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
দিনাজপুরের আরেকটি আসন থেকে নির্বাচিত ইকবালুর রহিমের বাবা প্রয়াত আবদুর রহিম। তিনি সত্তরের এমপি ছিলেন। তবে ইকবালুর রহিম ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। দিনাজপুরের আরেকটি আসনের এমপি শিবলী সাদিক। তার বাবা মোস্তাফিজুর রহমান ফিজুও এমপি ছিলেন।
রংপুর-২ আসনের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর চাচা আনিসুল হক চৌধুরী এমপি ছিলেন। গাইবান্ধা-২ আসনের মাহাবুব আরা গিনি পারিবারিক বিবেচনায় এমপি হয়েছেন। বগুড়া-১ আসনের সাহাদারা মান্নান প্রয়াত এমপি আবদুল মান্নানের স্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সামিল উদ্দিন আহমেদ শিমুল ১৯৭৩ সালের এমপি প্রয়াত মইন উদ্দীন আহমদের ছেলে। নওগাঁ-৫ আসনের নিজাম উদ্দিন জলিলের (জন) বাবা প্রয়াত আবদুল জলিল ছিলেন দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী। সিরাজগঞ্জ-১ আসনের তানভীর শাকিল জয় প্রয়াত মন্ত্রী ও নেতা মোহাম্মদ নাসিমের ছেলে। তার দাদা জাতীয় চার নেতার অন্যতম মনসুর আলী। সিরাজগঞ্জ-২ আসনের ডা. হাবিবে মিল্লাত সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মেয়ের জামাই। সিরাজগঞ্জ-৪ আসনের তানভীর ইমাম প্রয়াত নেতা এইচ টি ইমামের ছেলে। সিরাজগঞ্জ-৬ আসনের মেরিনা জাহান দলের উপদেষ্টা পরিষদের সদস্য প্রয়াত মযহারুল ইসলামের মেয়ে। তার ভাই চয়ন ইসলামও এমপি ছিলেন। পাবনা-২ আসনের আহমেদ ফিরোজ কবির প্রয়াত আহমেদ তফিজ উদ্দিনের ছেলে। তিনি ১৯৭৩ ও ’৯৬ সালের এমপি ছিলেন। মেহেরপুর-১ আসনের ফরহাদ হোসেনের বাবা প্রয়াত মোহাম্মদ সহিউদ্দিন ছিলেন ১৯৭০, ’৭৩ ও ’৮৬ সালের এমপি। কুষ্টিয়া-৪ আসনের এমপি সেলিম আলতাফ জর্জের দাদা গোলাম কিবরিয়া ছিলেন এমপি। ঝিনাইদহ-২ আসনের তাহজীব আলম সিদ্দিকীর বাবা প্রয়াত নুরে আলম সিদ্দিকী ছিলেন দলের নেতা। ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান। তার বাবা প্রয়াত শামসুল হুদা জাতীয় পার্টির এমপি ছিলেন। যশোর-৫ আসনের স্বপন ভট্টাচার্যের ভাই পীযূষ কান্তি ভট্টাচার্য দলের নেতা। অবশ্য রাজনীতিতে স্বপনেরও অবদান রয়েছে। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বাবা প্রয়াত রফিকুল্লাহ চৌধুরী ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর। তার বাবা মোহাম্মদ আছাদুজ্জামান তিনবারের এমপি ছিলেন। আওয়ামী লীগের নেতা শেখ হেলালের ছেলে শেখ ফারহান নাসের তন্ময় বাগেরহাট-২ আসনের এমপি। বাগেরহাট-৩ আসনের হাবিবুন নাহার খুলনার মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী। খুলনা-২ আসনের শেখ সালাহউদ্দিন জুয়েল শেখ নাসেরের ছেলে। খুলনা-৩ আসনের মন্নুজান সুফিয়ানের স্বামী আবু সুফিয়ান এ আসনের এমপি ছিলেন। তিনি নিজেও অবশ্য রাজনীতি করেছেন। ভোলা-২ আসনের আলী আজম মুকুল দলের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা। ভোলা-৪ আসনের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাবা প্রয়াত এমএম নজরুল ইসলাম ১৯৭৯ ও ’৯১ সালের এমপি। টাঙ্গাইল-৬ আসনের আহসানুল ইসলাম সাবেক এমপি হাজি মকবুল আহমেদের ছেলে। টাঙ্গাইলের আরেক আসনের এমপি খান আহমেদ শুভ দলের জেলা সভাপতি ফজলুর রহমান ফারুকের ছেলে। ফারুক ১৯৭৩ সালে এমপি ছিলেন। ময়মনসিংহ-১ আসনের জুয়েল আরেং সাবেক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ছেলে। ময়মনসিংহ-২ আসনের শরীফ আহমেদের বাবা শামসুল হক চারবারের এমপি। ময়মনসিংহ-১০ আসনের ফাহমী গোলন্দাজ বাবেলের বাবা প্রয়াত এমপি আলতাফ হোসেন গোলন্দাজ। নেত্রকোনার এমপি সাজ্জাদ হাসানের বাবা প্রয়াত আখলাকুল হোসাইন আহমেদ পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দা জাকিয়া নূর চার জাতীয় নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের মেয়ে ও দলের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বোন। কিশোরগঞ্জের আরেক এমপি রেজওয়ান আহম্মেদ তৌফিক সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে। অন্য এমপি নাজমুল হাসান পাপনের বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুুর রহমান। তার মা মহিলা আওয়ামী লীগের প্রয়াত নেতা আইভি রহমান। মানিকগঞ্জের নাঈমুর রহমান দুর্জয়ের বাবা প্রয়াত সায়েদুর রহমান এমপি ছিলেন। ঢাকার কেরানীগঞ্জ থেকে নির্বাচিত নসরুল হামিদের বাবা হামিদুর রহমান দলের কোষাধ্যক্ষ ছিলেন। মা হাসনা হামিদও রাজনীতি করতেন। গাজীপুরের জাহিদ আহসান রাসেল প্রয়াত নেতা আহসান উল্লাহ মাস্টারের ছেলে। সিমিন হোসেন রিমি প্রয়াত জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের মেয়ে। মেহের আফরোজ চুমকির বাবা প্রয়াত ময়েজউদ্দিন ১৯৭০ ও ’৭৩ সালের এমপি। কাজী কেরামত আলীর বাবা কাজী হেদায়েত হোসেন গণপরিষদ সদস্য ছিলেন। মুজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) বাবা ইলিয়াস আহমেদ চৌধুরী বঙ্গবন্ধু পরিবারের আত্মীয়। তার আরেক ছেলে নূর-ই-আলম চৌধুরীও এমপি। ফরিদপুর-৩ আসনের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আত্মীয় পরিচয়ে এমপি হন। ফরিদপুরের আরেকটি আসনের এমপি শাহদাব আকবরের মা প্রয়াত এমপি দলের নেতা সৈয়দা সাজেদা চৌধুরী। নাহিম রাজ্জাকের বাবা প্রয়াত নেতা ও এমপি আবদুর রাজ্জাক। জয়া সেনগুপ্তা প্রয়াত এমপি সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী। এ কে আবদুল মোমেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই। গাজী মোহাম্মদ শাহনওয়াজের (মিলাদ গাজী) বাবা প্রয়াত এমপি দেওয়ান ফরিদ গাজী। মাহবুব আলীর বাবা আছাদ আলী প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। আনিসুল হকের বাবা প্রয়াত সিরাজুল হক ১৯৭০ সালের এমপি ও সাবেক আওয়ামী লীগ নেতা। রাজী মোহাম্মদ ফখরুলের বাবা এএফএম ফখরুল ইসলাম মুন্সী ছিলেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের এমপি। দীপু মনির বাবা প্রয়াত এমএ ওয়াদুদ ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আয়েশা ফেরদাউসের স্বামী প্রয়াত এমপি মোহাম্মদ আলী। মাহফুজুর রহমানের বাবা মুস্তাফিজুর রহমান ১৯৯১ ও ’৯৬ সালের এমপি ছিলেন। এবিএম ফজলে করিম চৌধুরীর বাবা প্রয়াত ফজলুল কবির চৌধুরী পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা ছিলেন। মহিবুল হাসান চৌধুরীর বাবা চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন আহমেদ চৌধুরী। সাইফুজ্জামান চৌধুরীর বাবা প্রয়াত এমপি আখতারুজ্জামান চৌধুরী। সাইমুম সরওয়ার কমলের বাবা প্রয়াত ওসমান সরওয়ার চৌধুরী ছিলেন ১৯৭৩ সালের এমপি। শাহিনা আক্তার চৌধুরীর স্বামী সাবেক এমপি আবদুর রহমান বদি। শিরীন আহমেদের স্বামী প্রয়াত বজলুর রহমান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। নাহিদ ইজাহার খানের বাবা খন্দকার নাজমুল হুদা পঁচাত্তরের ৭ নভেম্বর নিহত সেনা কর্মকর্তা। খাদিজাতুল আনোয়ারের বাবা প্রয়াত এমপি রফিকুল আনোয়ার। ওয়াসিকা আয়শা খানের বাবা প্রয়াত আতাউর রহমান খান কায়সার দলের সভাপতিমন্ডলীর সদস্য ছিলেন। কানিজ ফাতেমা আহমেদের স্বামী মোস্তাক আহমেদ চৌধুরী আওয়ামী লীগ নেতা। আঞ্জুম সুলতানা সীমার বাবা কুমিল্লার প্রয়াত নেতা আফজল খান। উম্মে ফাতেমা নাজমা বেগমের (শিউলী আজাদ) স্বামী ব্রাহ্মণবাড়িয়ার প্রয়াত আওয়ামী লীগ নেতা ইকবাল আজাদ। রুমানা আলীর বাবা প্রয়াত এমপি রহমত আলী। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এমপি বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। তার মামা খালেদ মোশাররফ। পারিবারিক পরিচয়ে এমপি হলেও সংগ্রাম এমপি হওয়ার আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। সুলতানা নাদিরার স্বামী প্রয়াত নেতা গোলাম সবুর টুলু। হাবিবা রহমান খান শেফালীর বাবা প্রয়াত ফজলুর রহমান খান তিনবারের এমপি ছিলেন। জাকিয়া পারভীন খানমের বাবা সাবেক এমপি মোস্তাফিজুর রহমান খান চুন্নু মিয়া। তার স্বামী আওয়ামী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। অপরাজিতা হকের বাবা প্রয়াত খন্দকার আসাদুজ্জামান ছিলেন তিনবারের এমপি। তামান্না নুসরাত বুবলীর স্বামী প্রয়াত লোকমান হোসেন ছিলেন নরসিংদীর মেয়র। জাকিয়া তাবাসসুমের বাবা প্রয়াত আজিজুর রহমান দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ফরিদা খানম নারী মুক্তিযোদ্ধা। তার স্বামী নোয়াখালী জেলা মুজিব বাহিনী প্রধান মাহমুদুর রহমান বেলায়েত। রাজবাড়ীর সালমা চৌধুরীর বাবা প্রয়াত আবদুল ওয়াজেদ চৌধুরী ছিলেন এমপি। সৈয়দা রাশিদা বেগমের স্বামী কুষ্টিয়ার মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত সৈয়দ নিজাম উদ্দিন লাইট। ফেরদৌসী ইসলাম জেসীর বাবা প্রয়াত ভাষাসৈনিক ও সংসদ সদস্য আ আ ম মেসবাহুল হক বাচ্চু। পারভীন হক সিকদারের বাবা প্রয়াত ব্যবসায়ী জয়নুল হক সিকদার। জামালপুরের আবুল কালাম আজাদ শেখ ফজলুল করিম সেলিমের ভায়রা। এ ছাড়া শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দীন, আবুল হাসানাত আবদুল্লাহ ও শামীম ওসমানের পারিবারিক পরিচয় থাকলেও তারা এখন প্রত্যেকে রাজনীতিতে স্বনামে প্রতিষ্ঠিত।
জাতীয় পার্টি : বিরোধী দলনেতা রওশন এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী। তাদের ছেলে সাদ এরশাদও এমপি। আহসান আদেলুর রহমান প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ ও দলের চেয়ারম্যান জিএম কাদেরের ভাগ্নে। জিএম কাদেরের স্ত্রী শেরিফা কাদেরও এমপি। নীলফামারী-৪ আসনে আদেলুর রহমান আদেল, তার বাবা ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে এমপি ছিলেন। নাসরীন জাহান রত্না দলের কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের স্ত্রী। আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান।
অন্যান্য : ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের স্ত্রী লুৎফুন নেসা খান সংরক্ষিত নারীর আসনে এমপি। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নিজে ও তার স্ত্রী বেগম আফরোজা হকও এমপি। মাহী বি চৌধুরীর বাবা সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, সেলিনা ইসলামের স্বামী পদচ্যুত এমপি কাজী শহিদ ইসলাম পাপুল।
সরকার পদত্যাগের এক দফা দাবিতে ৫টি রোডমার্চসহ টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত কর্মসূচি পালন করবে দলটি। তবে মাঝে তিন দিন ২০, ২৪ ও ২৮ সেপ্টেম্বর কোনো কর্মসূচি নেই। বিএনপির নতুন ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সমাবেশ, রোডমার্চ ও দোয়া মাহফিল।
গতকাল সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা আন্দোলন শুরু করেছি। আমাদের অনেক রাজনৈতিক জোট ও দল যুগপৎ আন্দোলন সফল করার লক্ষ্যে আমরা কতগুলো কর্মসূচি হাতে নিয়েছি।
কর্মসূচি ঘোষণার সময় অসুস্থতার কারণে মহাসচিবের অনুরোধে সেটি পড়ে শোনান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
পাঁচটি রোডমার্চ : ২১ সেপ্টেম্বর ভৈরব থেকে সিলেট (সিলেট বিভাগ), ২৩ সেপ্টেম্বর বরিশাল থেকে পটুয়াখালী (বরিশাল বিভাগ), ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ (ময়মনসিংহ বিভাগ) এবং ৩ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম (কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগ) রোডমার্চ অনুষ্ঠিত হবে।
ঢাকায় হবে সমাবেশ : ১৯ সেপ্টেম্বর জিঞ্জিরা/কেরানীগঞ্জ, গাজীপুরের টঙ্গী; ২২ সেপ্টেম্বর যাত্রাবাড়ী, উত্তরা; ২৫ সেপ্টেম্বর নয়াবাজার, আমিনবাজার; ২৭ সেপ্টেম্বর গাবতলী এবং নারায়ণগঞ্জের ফতুল্লায়। ঢাকায় ২৯ সেপ্টেম্বর মহিলা সমাবেশ, ৩০ সেপ্টেম্বর শ্রমজীবী সমাবেশ এবং ২ অক্টোবর কৃষক সমাবেশ হবে। এসব কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তবে ২০, ২৪ ও ২৮ সেপ্টেম্বর বিএনপির কোনো কর্মসূচি না থাকলেও যুগপৎ আন্দোলনের অংশীজনদের কর্মসূচি রয়েছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আমাদের যুগপৎ আন্দোলনে যে জোট ও দলগুলো আছে, তারা নিজেরা নিজেদের অবস্থান থেকে কর্মসূচি ঘোষণা করবে। তারা হয়তো সবগুলো করবে না।’
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকাকেন্দ্রিক সমাবেশ-পদযাত্রার কর্মসূচি গণতন্ত্র মঞ্চের : এদিকে গতকাল দুপুরে রাজধানীর পুরানা পল্টনের দারুস সালাম ভবনে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় দপ্তরে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। নতুন এই কর্মসূচি হচ্ছে ১৯ সেপ্টেম্বর বেলা ১১টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা; ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় ঢাকার কারওয়ান বাজারে পেট্রোবাংলার সামনে সমাবেশ ও পদযাত্রা; ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ ও পদযাত্রা এবং ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা।
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম জোটের পক্ষে লিখিত বক্তব্যে এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির বাইরে জোটের নিজস্ব কর্মসূচিও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। তারা বলছে, গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভাও হবে। সেসবের তারিখ-স্থানসহ বিস্তারিত পরে জানানো হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম।
গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির কর্মসূচি: ১৯ সেপ্টেম্বর ঢাকা জেলা জিঞ্জিরা/কেরানীগঞ্জ এবং গাজীপুর জেলার টঙ্গীতে, ২১ সেপ্টেম্বর ভৈরব-ব্রাহ্মণবাড়িয়া-হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রোডমার্চ, ২২ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী সমাবেশ, ২৩ সেপ্টেম্বর যাত্রাবাড়ী ও উত্তরায় সমাবেশ, ২৩ সেপ্টেম্বর বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-পটুয়াখালী রোডমার্চ, ২৫ সেপ্টেম্বর নয়াবাজার ও ঢাকা জেলার আমিনবাজারে সমাবেশ, ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগ রোডমার্চ, ২৭ সেপ্টেম্বর গাবতলী ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় জনসমাবেশ, ঢাকায় ২৯ সেপ্টেম্বর মহিলা সমাবেশ ও ৩০ সেপ্টেম্বর কৃষক-শ্রমিক সমাবেশ, ১ অক্টোবর ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ, ৩ অক্টোবর কুমিল্লা-ফেনী-মিরসরাই-চট্টগ্রাম রোডমার্চের কর্মসূচি ঘোষণা করেন দলটির নেতারা। এ ছাড়া আইনজীবীদের কর্মসূচি অব্যাহত থাকবে এবং আন্দোলনরত সব দল সমর্থন জানাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় দলটি।
দ্বাদশ সংসদ নির্বাচনে ৪০-৫০ শতাংশ ভোটার উপস্থিতির অঙ্ক কষছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি মনে করছে, সর্বোচ্চ ৫০ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ ভোটার কেন্দ্রমুখী করতে পারলে নির্বাচন বিতর্ক সামাল দিতে কোনো বেগ পেতে হবে না।
আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের নেওয়া নানা পরিকল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা হলো ভোটের দিন কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানো। এ ছাড়া জনআকাক্সক্ষা পূরণ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পারলে নির্বাচন নিয়ে জনমত আওয়ামী লীগের পক্ষেই থাকবে। প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আওয়ামী লীগ এ তিন পরিকল্পনাকেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে দলের দায়িত্বশীল একাধিক নেতা জানান।
চলতি মাসে প্রধানমন্ত্রী ভারত সফর করেন। এর আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল সফর করে। প্রধানমন্ত্রীর সফরের পর আওয়ামী লীগে আত্মবিশ্বাস বেড়েছে বলে দাবি করছেন দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।
তারা দেশ রূপান্তরকে বলেন, বিগত দুই নির্বাচনে ভোটার উপস্থিতি আওয়ামী লীগ তথা সরকারকে দেশ-বিদেশে বেশ বিপাকে ফেলেছিল। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে কোনো প্রশ্নের মুখোমুখি হতে চায় না সরকারি দল। সেজন্য আগে থেকেই আটঘাট বেঁধে নামতে চায় ক্ষমতাসীনরা।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, বিএনপি নির্বাচনে আসবে না ধরেই কমপক্ষে ৪০ ভাগ ভোটার উপস্থিতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, শেষ পর্যন্ত নির্বাচন হয়ে যাবে। সেই নির্বাচনে এ সংখ্যক ভোটার ভোট দিতে কেন্দ্রে এলে ভোটের পরে ভোট প্রশ্নবিদ্ধ করার যে চক্রান্ত বিএনপির রয়েছে, সেটি ব্যর্থ হয়ে যাবে। এমন লক্ষ্য নির্ধারণ করার অন্যতম কারণ হলো এটি।
সরকারের ওপর অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনের চাপ রয়েছে বিদেশিদের। গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলন থেকে ফেরার পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, জনগণ ভোট দিতে পারলেই সেটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে।
আওয়ামী লীগ নেতারা বলেন, ৫০-৪০ শতাংশ ভোট কাস্টিং করার লক্ষ্য নির্ধারণ করেছে আওয়ামী লীগ। তা সম্ভব হলেই ভোট বিতর্ক এড়ানো যাবে। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের পরে সব নির্বাচনেই ভোটার উপস্থিতি হতাশাজনক ছিল। এ বিষয়টি নিয়ে নানা সমালোচনা ও প্রশ্ন উঠেছে। কোনো কোনো ফোরামে আলোচনায় সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে কম ভোটার উপস্থিতির উদাহরণ। তাই দ্বাদশ সংসদ নির্বাচনের আগে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতির লক্ষ্য নির্ধারণ করে নির্বাচন প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ।
দলের সভাপতিমন্ডলীর আরেক সদস্য দেশ রূপান্তরকে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে আসবে না এটা ধরে নিয়েই তিন পরিকল্পনায় সফল হতে পারবেন তারা। প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে আওয়ামী লীগ মনে করে নির্বাচন পর্যন্ত জনআকাক্সক্ষা পূরণ ও দ্রব্যমূল্য বেঁধে রাখা পারলেই নির্বাচন পর্যন্ত আর সমস্যাগুলো বড় বাধা হয়ে আসবে না সরকারের সামনে। বাকিটা হলো ভোটের দিন লক্ষ্য অনুযায়ী ভোটার উপস্থিতি ঘটানো।
ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকরা আরও বলেন, ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) তেমন আধুনিক উদ্যোগ নেই। কম ভোট উপস্থিতির এটিও একটি কারণ। প্রত্যেক ভোটারকে ভোট দিতে কেন্দ্রে আসতে হবে এমনকি পদ্ধতি অনুসরণ করা যেতে পারে, সেটি ইসিকে ভাবতে পরামর্শ দেওয়া হয়েছে।
আওয়ামী লীগ নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোও কেন্দ্রে ভোটার আনতে যথাযথ দায়িত্ব পালন করেন না। এ নির্বাচনে ভোটারদের কেন্দ্রমুখী করতে কী কী উপায় নেওয়া যেতে পারে তা নিয়ে গবেষণা চলছে। ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকরা বলেন, স্বল্প সময়ে যে বিষয়গুলো বাস্তবায়ন করা যায়, সেগুলো আগামী নির্বাচনে করা হবে।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ দেশ রূপান্তরকে বলেন, ‘মানুষের কর্মব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়েছে। কর্মব্যস্ত জীবনে সময় পেলে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার চেয়ে পরিবারকে একটু সময় দেওয়াকে বেশি গুরুত্বের মনে করেন ভোটাররা।’ ভোট দেওয়ার প্রবণতা পৃথিবীর অনেক দেশেই কমেছে দাবি করে তিনি বলেন, ‘আমাদের দেশে একটি দল নির্বাচনে না যাওয়ায় নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করে না ভোটাররা। ফলে নির্বাচন বর্জন করা দলের ভোটাররা কেন্দ্রে যান না এবং দলের প্রার্থী বিজয়ী হবেন এ ভেবে আওয়ামী লীগের ভোটাররাও যান না। গত নির্বাচনগুলোতে ভোট কম পড়ার বড় কারণ এগুলো। তবে আগামী নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে কী পদক্ষেপ গ্রহণ করা যায়, সেগুলো নিয়ে কাজ করছেন তারা। জাফরউল্যাহ আরও বলেন, ‘দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি বেড়ে যাবে।’
আওয়ামী লীগের হিসাবে মোট ভোটারের প্রায় ৩৫ শতাংশই তাদের ভোটার। এবার দলীয় ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে চায় দলটি।
সরকারি দলের নীতিনির্ধারকরা মনে করেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী ভোটার কেন্দ্রে আনার উদ্যোগ সফল হলে ভোট নিয়ে সব প্রশ্নই দূর করতে পারবে আওয়ামী লীগ। ২০১৪ ও ’১৮ সালের দুটি জাতীয় নির্বাচন নিয়ে নানা প্রশ্নের মধ্যে কম ভোটার উপস্থিতিও অন্যতম। তারা চান না এবার সেই প্রশ্ন উঠুক।
আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক সদস্য দেশ রূপান্তরকে বলেন, ছোট ছোট কিছু জনআকাক্সক্ষা পূরণেও ঘাটতি রয়েছে। ফলে সরকার বড় বড় কাজ করছে ঠিকই, ছোট কিছু জনআকাক্সক্ষা পূরণ করা সম্ভব হয়নি বলে সাধারণ জনগণের একটি অংশ সরকারের প্রতি পুরোপুরি আস্থা রাখতে পারছে না, এমনটাই মনে করছেন তারা। তাই ভোটের আগে বাকি সময়ে ছোট বিষয়গুলো আমলে নিয়ে তা পূরণ করা হলে সাধারণ জনগণের ওই অংশটি আওয়ামী লীগের ওপরই আস্থা রাখবে বলে তারা বিশ্বাস করেন।
সরকারি দলের নীতিনির্ধারকরা বলেন, নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সব শ্রেণির মানুষকে। সংসার জীবনের কশাঘাতে পড়ে সরকারের অবিশ্বাস্য উন্নয়ন ওই শ্রেণির মানুষের কাছে তেমন গুরুত্ব বহন করে না। সংসার সামলাতে যে বিষয়গুলো বেশ বেগ পেতে হচ্ছে সেগুলোকে নির্বাচন পর্যন্ত কড়া মনিটরিংয়ে রেখে সামাল দেওয়া সম্ভব হলে মধ্যবিত্ত/নিম্নবিত্ত অংশের আস্থা অর্জন করতে পারবে বলে তারা মনে করছেন। আর আস্থা অর্জন করতে পারলে আগামী জাতীয় নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে বলে তাদের বিশ্বাস।
জনআকাক্সক্ষা পূরণের বিষয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর আরেক সদস্য দেশ রূপান্তরকে বলেন, জনপ্রতিনিধি হিসেবে বারবার একই চেহারা দেখছেন এলাকার মানুষ। অন্যদিকে জনগণের আকাক্সক্ষা পূরণে প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন নির্বাচিত ওই জনপ্রতিনিধি। তাতে মানুষ বিরক্ত হন। এলাকার ভোটাররা মনে করেন, একজনকে কতবার ভোট দেব? এটি হলো জনআকাক্সক্ষা। এ জায়গায় নতুন মুখ নিয়ে আসা সম্ভব হলে মানুষের মধ্যে নতুন করে আশা জাগবে। রাজনীতিতে সক্রিয় নন, এমন লোকজনও আগ্রহী হবেন। নতুন প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে ভোটাররা আসবেন।
এদিকে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি বিপাকে পড়েছে বলে মনে করছেন ক্ষমতাসীন দলের নেতারা।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ফারুক খান দেশ রূপান্তরকে বলেন, ‘খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে, দ্বাদশ সংসদ নির্বাচন হয়ে যাবে এ বিষয়টি বিএনপির কাছেও পরিষ্কার হয়ে গেছে। নির্বাচন সময়মতো হয়ে যাবে এটা এখন বিএনপিও বিশ্বাস করে। দলটি ভাবছে, আন্দোলন জমছে না, নির্বাচনও ঠেকানো যাবে না। আর সেটাই তাদের বিপাকের কারণ।’
রুবেলা বা জার্মান মিজেলস একটি সংক্রামক রোগ। এটি রুবেলাভাইরাস থেকে হয়ে থাকে। একে জার্মান হাম বা তিন দিনের হামও বলা হয়। এটি অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ। করোনা ভাইরাসের মতই আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি থেকেই এই রোগ ছড়ায়। গর্ভাবস্থায় এই রোগ গর্ভস্থ শিশুর নানা জটিলতা সৃষ্টি করতে পারে।
রুবেলা সাধারণত ভাইরাসের মাধ্যমে সৃষ্টি হয় এবং আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির ড্রপলেটসের মাধ্যমে বাতাসে ছড়ায় এবং পরবর্তীতে শ্বাসপ্রশ্বাসের মধ্যে দিয়ে আরেকজনকে আক্রান্ত করে। এ ছাড়া গর্ভবতী মা থেকে গর্ভস্থ সন্তানের রুবেলাভাইরাস হতে পারে।
তবে একবার এই রোগটি হয়ে গেলে সাধারণত স্থায়ীভাবে আর এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না।
রুবেলার লক্ষণ বোঝা করা কঠিন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। কারণ রোগের লক্ষণ প্রকাশের আগে ভাইরাসটি রোগীর দেহে সাত থেকে ২১ দিন পর্যন্ত সুপ্তাবস্থায় থাকতে পারে।
এই রোগের লক্ষণ এবং উপসর্গ সাধারণত ভাইরাসের আক্রান্ত হওয়ার দুই থেকে তিন সপ্তাহের মধ্যে দেখা যায় এবং সাধারণত ১ থেকে ৫ দিন স্থায়ী হয়।
হালকা জ্বর ১০২ ডিগ্রি ফারেনহাইট (৩৮.৯ C) বা তার কম
মাথাব্যথা
নাকে সর্দি বা বন্ধ নাক।
চোখ লাল হয়ে যাওয়া ও চুলকানি হওয়া।
মাথা ও ঘাড়ের পেছনের গ্রন্থি ফুলে যাওয়া এবং ব্যথা হওয়া, কানের পিছনের লিম্ফ নড পিণ্ডর মতো ফুলে যাওয়া
লাল বা গোলাপি ফুসকুড়ি যা মুখে শুরু হয় এবং দ্রুত ঘাড়, শরীর, বাহু ও পায়ে ছড়িয়ে পড়ে
জয়েন্টগুলোতে ব্যথা, বিশেষ করে তরুণীদের মধ্যে
হাঁচি-কাশি এবং নাক দিয়ে পানি পড়া
শরীর ম্যাজ ম্যাজ করা
ক্ষুধা মন্দা, বমি বমি ভাব, দুর্বলতা
রুবেলাভাইরাসের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অ্যান্টিভাইরাল ড্রাগ নেই। চিকিৎসকের পরামর্শ নিয়ে উপসর্গ অনুযায়ী চিকিৎসা নেওয়া যেতে পারে। এটি সাধারণত চিকিৎসা ছাড়াই ৭ থেকে ১০ দিনের মধ্যে ঠিক হয়ে যায়।
এমনকি গর্ভবতী নারী আক্রান্ত হলে মা বা শিশুর ও কোনো সুনির্দিষ্ট চিকিৎসা নেই। তবে প্রাথমিক পর্যায়ে গর্ভবতী নারী রুবেলা আক্রান্ত কারও সংস্পর্শে এলে তাকে ইমিউনোগ্লোবিউলিন দেওয়া যেতে পারে। তাই রুবেলাকে টিকার মাধ্যমে প্রতিরোধ করা খুব জরুরি।
তবে একবার আক্রান্ত হলে সে সময় যা যা করতে হবে,
১. যেহেতু রোগটি অনেক ছোঁয়াচে তাই আক্রান্ত হওয়ার সাথে সাথে অন্যদের থেকে নিজেকে আলাদা করে ফেলতে হবে।
২. পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং আক্রান্ত হলে কঠোর পরিশ্রমের কাজ না করাই ভালো
৩. সুষম ও স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি প্রচুর পানি ও তরল জাতীয় খাবার খেতে হবে
৪. ভিটামিন ‘এ’ ও ‘সি’ যুক্ত ফলমূল খেতে হবে বেশি করে।
৫. প্রতিদিন গোসল করাতে হবে, শরীরে জ্বর থাকলে ভেজা কাপড় একটু পর পর শরীর মুছতে হবে।
৬. কোনও ওষুধ খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে
কেউ যদি গর্ভাবস্থায় রুবেলায় আক্রান্ত হন তবে রুবেলা অনাগত শিশুর ক্ষতি করার পাশাপাশি গর্ভপাতের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। এ ছাড়া শিশুর জন্মের পরে তার বিকাশ বাধাগ্রস্ত করতে পারে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে।
হার্টের ত্রুটি
ছানি
বধিরতা
বিলম্বিত শেখা
লিভার এবং প্লীহার ক্ষতি
ডায়াবেটিস
থাইরয়েড সমস্যা
রুবেলার সুনির্দিষ্ট কোনও চিকিৎসা না থাকায় টিকা হলো উত্তম প্রতিষেধক। এই রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকরী উপায় হল হাম-মাম্পস-রুবেলা (এমএমআর) টিকার দুই ডোজ টিকা প্রয়োগ। সব বয়সেই এই টিকা নেয়া যায়।
টিকার প্রথম ডোজটি সাধারণত শিশুর নয় থেকে ১৫ মাসের মধ্যে দেয়া হয় এবং দ্বিতীয় ডোজ দেয়া হয় শিশুর সাড়ে তিন থেকে ছয় বছর বয়সের মধ্যে। এছাড়া প্রাপ্তবয়স্করা এই টিকা নিতে পারেন। সাধারণত প্রথম ডোজ নেয়ার কমপক্ষে এক মাস থেকে তিন মাস পর দ্বিতীয় ডোজ দেয়া হয়।
কিশোরীদের ১৫ বছর বয়সে টিটি টিকার সঙ্গে এক ডোজ হাম-রুবেলা টিকা দিতে হয়। এ ছাড়া গর্ভধারণে ইচ্ছুক নারীদের রুবেলা অ্যান্টিবডি টেস্ট করে প্রয়োজন হলে ৩ মাস ব্যবধানে ২ ডোজ টিকা দেওয়া হয় এবং দ্বিতীয় ডোজ টিকা পরবর্তী এক মাসের মধ্যে সন্তান নিতে নিষেধ করা হয়।
১. অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। কেউ হাঁচি-কাশি দিলে তার থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করতে হবে।
২. হাত সবসময় সাবান পানি দিয়ে ধুয়ে পরিস্কার রাখতে হবে।
৩. নাকে, চোখে, মুখে হাত দেয়া থেকে বিরত থাকতে হবে।
৪. কাশি বা হাঁচি আসলে সে সময় টিস্যু ব্যবহার করতে হবে এবং ব্যবহৃত টিস্যু ডাস্টবিনে ফেলে দিতে হবে।
৫. যাদের শরীরে ফুসকুড়ি বা র্যাশ জাতীয় আছে তাদের সাথে শারীরিক যোগাযোগ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে।
৬. অতিরিক্ত ভীর বা জনসমাগম এলাকা এড়িয়ে চলতে হবে।
পুলিশের পদোন্নতির তালিকায় থাকা পদ কাটছাঁট করায় অসন্তোষ কমছে না। এ নিয়ে পুলিশ কর্তারা একাধিক বৈঠক করছেন। প্রধানমন্ত্রী দেশে এলে পদোন্নতি নিয়ে তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পুলিশের অসন্তোষ ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগও নিয়েছে। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পদোন্নতির পদ আরও বাড়াতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। চিঠি পেয়ে জনপ্রশাসনও কাজ শুরু করে দিয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।
পুলিশ কর্মকর্তারা দেশ রূপান্তরকে বলেছেন, পদোন্নতির সংখ্যাটি প্রধানমন্ত্রী ঠিক করে দিয়েছিলেন। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় কাটছাঁট করে পুলিশকে বিব্রত করেছে। অন্য ক্যাডাররা একের পর এক পদোন্নতি পেলেও পুলিশ পিছিয়ে আছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী ও সিনিয়র সচিব আশ্বাস দিয়েছেন, বিষয়টি দ্রুত সমাধান করা হবে।
এদিকে ক্যাডারদের পাশাপাশি নন-ক্যাডারদেরও পদোন্নতির বিষয়টি ভাবিয়ে তুলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। ইতিমধ্যে সাব-ইন্সপেক্টর ও ইন্সপেক্টরদের পদোন্নতির উদ্যোগ নিতে পুলিশ সদর দপ্তর বিশেষ পদক্ষেপ নিয়েছে। পদোন্নতির তালিকা তৈরি করা হচ্ছে। তিন দিন আগে পদোন্নতি পেতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। ওই সময় রাজধানীর ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইন্সপেক্টর থেকে এএসপি পদে পদোন্নতির বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান দেশ রূপান্তরকে বলেন, ‘পুলিশের ক্যাডার ও নন-ক্যাডারদের পদোন্নতির বিষয়ে আমরা কাজ করছি। যাদের পদোন্নতি পাওয়ার যোগ্যতা আছে তারা অবশ্যই পদোন্নতি পাবেন। বিসিএস পুলিশ কর্মকর্তাদের পদোন্নতির পদ বাড়াতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। আশা করি শিগগির বিষয়টি সুরাহা হবে। নন-ক্যাডারদের কর্তারাও কিছুদিন আগে আমার সঙ্গে দেখা করেছেন। তাদের বিষয়টিও সমাধান হবে বলে আশা করছি।’ তিনি বলেন, বর্তমান সরকার পুলিশের জন্য যা করেছে, অতীতের কোনো সরকারই তা করেনি। পুলিশের কারণে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা দেশ রূপান্তরকে বলেন, পুুলিশের পদোন্নতির তালিকা কাটছাঁটের বিষয়ে গত মঙ্গলবার আইজিপিসহ পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্রের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। ওইদিন বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পুলিশের পদোন্নতির বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব নুর-এ- মাহবুবা জয়া।
ওই চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের আইনশৃক্সক্ষলা রক্ষাবাহিনী প্রধানতম বাহিনী, যা রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত। নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা, পেশাদায়িত্ব ও শৃঙ্খলা রক্ষায় তদারকি ও ব্যবস্থাপনা এ বাহিনীর নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। পুলিশ বাহিনীকে নেতৃত্ব প্রদানে পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব পদে পর্যাপ্তসংখ্যক পদ এবং দক্ষ জনবল থাকা বাঞ্ছনীয়। পুলিশের সাংগঠনিক কাঠামোতে উপপুলিশ মহাপরিদর্শক (গ্রেড-৩) ও অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-২) তুলনামূলক কম। বর্তমান সাংগঠনিক কাঠামোর আলোকে (বিদ্যমান পদে অতিরিক্ত) অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হতে উপপুলিশ মহাপরিদর্শক এবং উপপুলিশ মহাপরিদর্শক হতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদোন্নতি দীর্ঘ সময় অতিক্রান্ত হবে। প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি প্রদানের জন্য পদ সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। বিদ্যমান পদের অতিরিক্ত সুপারনিউমারারি পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের প্রস্তাবে পদের সংখ্যা বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গতকাল দেশ রূপান্তরকে বলেন, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) থেকে পুলিশ সুপার (এসপি) পর্যন্ত ৭২০ কর্মকর্তার পদোন্নতি পেতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল পুলিশ সদর দপ্তর। তালিকাটি সংশোধন করতে ফেরত পাঠায় মন্ত্রণালয়। পরে পুলিশ সদর দপ্তর ৫২৯টি পদ চূড়ান্ত করে আরেকটি তালিকা পাঠায়। সুপারনিউমারারি পদে পদোন্নতি দিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, গত ১ আগস্ট এ প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু মন্ত্রণালয় তালিকা কাটছাঁট করেছে। অতিরিক্ত আইজিপি পদে দুজন, ডিআইজি পদে ৫০ জন, অতিরিক্ত ডিআইজি পদে ১৪০ ও পুলিশ সুপার পদে ১৫০ জনকে পদোন্নতি দিতে ১৪ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় জনপ্রশাসন। পুলিশের তালিকায় ছিল অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) ১৫, অতিরিক্ত আইজিপি (গ্রেড-২) ৩৪, ডিআইজি ১৪০, অতিরিক্ত ডিআইজি ১৫০ ও এসপি ১৯০ পদে পদোন্নতি দিতে। এ তালিকা কাটছাঁট হওয়ায় পুলিশে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এ অসন্তোষ এখনো অব্যাহত আছে। অসন্তোষ ঠেকাতে আবার জনপ্রশাসনকে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন এক কর্মকর্তা দেশ রূপান্তরকে জানান, পুলিশে সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদে পদোন্নতির নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ৫২৯টি সুপারনিউমারারি পদ সৃষ্টি করতে গত জুন মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। পদোন্নতির বিষয়ে সিগন্যাল আসার পর ২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে এ-সংক্রান্ত একটি সভা হয়েছিল। সভায় অতিরিক্ত সচিবসহ (পুলিশ ও এনটিএমসি) পুলিশের মহাপরিদর্শক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, পুলিশে বর্তমানে একজন অতিরিক্ত আইজিপির পদ খালি রয়েছে। সুপারনিউমারারি পদে অতিরিক্ত আইজিপি হিসেবে ১৫ ও ১৭তম ব্যাচের কর্মকর্তাদের নাম চূড়ান্ত করা হয়েছে। ১৮, ২০, ২১, ২২ ও ২৪তম ব্যাচের প্রায় সবাই ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার বিষয়ে একমত হয়েছেন নীতিনির্ধারকরা। পাশাপাশি ২৭, ২৮ ও ২৯তম ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপারদের এসপি হিসেবে পদোন্নতির বিষয়টি আমলে নেওয়া হয়। ওই কর্মকর্তা আরও বলেন, নন-ক্যাডাররা পদোন্নতি পাবেন। সাব-ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর ও ইন্সপেক্টর থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দেওয়া হবে। আগামীকাল (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি বৈঠক হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সুপারনিউমারারি পদে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের মতোই নন-ক্যাডারদের পদোন্নতি দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা হবে। ইন্সপেক্টর থেকে এএসপি পদে পদোন্নতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। কারা পাবেন তার তালিকা তৈরি হতে পারে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের দাবিগুলো ছিল পুলিশ পরিদর্শকদের (ইন্সপেক্টর) ১০ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড দেওয়া। ১০ বছর পূর্তিতে ব্যাজ থেকে স্বয়ংক্রিয়ভাবে গ্রেড পরিবর্তন করা। ১০ বছরের মধ্যে পদোন্নতি না হলে সুপারনিউমারারি পদে পদোন্নতি দেওয়া। সাব-ইন্সপেক্টরদের (এসআই) ক্ষেত্রেও একই প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে এসআই/সার্জেন্ট পদটি দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তা হওয়া সত্ত্বেও তাদের র্যাংক ব্যাজের নীল বা লাল ফিতা তুলে নেওয়া। কনস্টেবলদের বিভাগীয় পরীক্ষায় একবার পাস করলে সেখান থেকে প্রমোশন লিস্ট করে ক্রমান্বয়ে পদোন্নতি দেওয়ার দাবি জানানো হয়েছে মন্ত্রীর কাছে।’