সারাদেশে বই উৎসবে মেতেছে খুদে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | ১ জানুয়ারি, ২০১৯ ১১:৫৯
ফরিদপুর শহরের সরদা সুন্দরী সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে বই উৎসবে মেতেছে শিশুরা। ছবি: দেশ রূপান্তর
আজ পয়লা জানুয়ারি। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে একযোগে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদযাপন করছে সরকার। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই।
২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে এ উৎসব উদযাপন করা হচ্ছে। এবার অনেক স্কুলেই নতুন বইয়ের সেট মিলিয়ে ফিতা দিয়ে বেঁধে আকর্ষণীয়ভাবে শিশুদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন।
রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছেন।
এদিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিনামূল্যের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এনসিটিবি জানিয়েছে, ২০১৯ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক স্তরের ৬৮ লাখ ৫৬ হাজার ২০ কপি, প্রাথমিক স্তরের ৯ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৮৯৯ কপি, বাঙালি ছাড়া অন্য নৃ-গোষ্ঠীর ভাষার দুই লাখ ৭৬ হাজার ৭৮৪ কপি, ইবতেদায়ির দুই কোটি ২৫ লাখ ৩১ হাজার ২৮৩ কপি এবং দাখিলের তিন কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৫৩৪ কপি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এ জন্য খরচ পড়ছে প্রায় ১ হাজার ৮২ কোটি টাকা। গত ১০ বছরে ২৯৬ কোটি কপি বই দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১ জানুয়ারি, ২০১৯ ১১:৫৯

আজ পয়লা জানুয়ারি। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে একযোগে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদযাপন করছে সরকার। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিশুদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই।
২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে এ উৎসব উদযাপন করা হচ্ছে। এবার অনেক স্কুলেই নতুন বইয়ের সেট মিলিয়ে ফিতা দিয়ে বেঁধে আকর্ষণীয়ভাবে শিশুদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন।
রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে যোগ দিয়েছেন।
এদিন সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে বিনামূল্যের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এনসিটিবি জানিয়েছে, ২০১৯ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক স্তরের ৬৮ লাখ ৫৬ হাজার ২০ কপি, প্রাথমিক স্তরের ৯ কোটি ৮৮ লাখ ৮২ হাজার ৮৯৯ কপি, বাঙালি ছাড়া অন্য নৃ-গোষ্ঠীর ভাষার দুই লাখ ৭৬ হাজার ৭৮৪ কপি, ইবতেদায়ির দুই কোটি ২৫ লাখ ৩১ হাজার ২৮৩ কপি এবং দাখিলের তিন কোটি ৭৯ লাখ ৫৮ হাজার ৫৩৪ কপি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এ জন্য খরচ পড়ছে প্রায় ১ হাজার ৮২ কোটি টাকা। গত ১০ বছরে ২৯৬ কোটি কপি বই দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।