৪ ফেব্রুয়ারির মধ্যে ক্লাসরুম প্রস্তুত করতে মাউশির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২১ ০১:০০
আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে 'গাইড লাইন' মেনে করোনায় বন্ধ থাকা স্কুলগুলোর ক্লাসরুম প্রস্তুতসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। ঊর্ধতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র যেন স্কুলগুলো খুলে দেয়া যায়, এ জন্য এই পদক্ষেপ নিতে বলা হয়েছে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ বিষয়ে নোটিশ দিয়েছে।
এতে জানানো হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া বিষয়ে মন্ত্রণালয়ের প্রাক প্রস্তুতি শীর্ষক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সভাটি অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২১ ০১:০০
আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে 'গাইড লাইন' মেনে করোনায় বন্ধ থাকা স্কুলগুলোর ক্লাসরুম প্রস্তুতসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। ঊর্ধতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র যেন স্কুলগুলো খুলে দেয়া যায়, এ জন্য এই পদক্ষেপ নিতে বলা হয়েছে।
শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ বিষয়ে নোটিশ দিয়েছে।
এতে জানানো হয়, করোনা পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া বিষয়ে মন্ত্রণালয়ের প্রাক প্রস্তুতি শীর্ষক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সভাটি অনুষ্ঠিত হয়।
শেয়ার করুন