প্রবাসের নয়টি কেন্দ্রে পাসের হার ৯৫.৬৭%
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০২১ ১৩:৫০
ফাইল ছবি
এ বছর দেশের বাইরের নয়টি কেন্দ্রে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৯৫ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
গত বছর বিদেশের কেন্দ্রে ৯৪ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
এরপর শিক্ষামন্ত্রী দীপু মনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
এবার দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স কেন্দ্রে ৪১৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩৯৮ জন পাস করেছে। তকে কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, সেই সংখ্যা জানানো হয়নি।
প্রবাসের নয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।
এসএসসিতে পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ। দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারিগরিতে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
এবারের এসএসসি-সমমান পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। প্রতিটি বিভাগে তিনটি করে বিষয়ে পরীক্ষা হয়েছে। বাকি বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফল দেওয়া হবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ ডিসেম্বর, ২০২১ ১৩:৫০

এ বছর দেশের বাইরের নয়টি কেন্দ্রে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ৯৫ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
গত বছর বিদেশের কেন্দ্রে ৯৪ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করছিল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
এরপর শিক্ষামন্ত্রী দীপু মনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
এবার দেশের বাইরে জেদ্দা, রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবী, দুবাই, বাহরাইন, ওমানের সাহাম ও গ্রিসের এথেন্স কেন্দ্রে ৪১৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৩৯৮ জন পাস করেছে। তকে কতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, সেই সংখ্যা জানানো হয়নি।
প্রবাসের নয়টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
সব শিক্ষা বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।
জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী।
এসএসসিতে পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ। দাখিলে পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারিগরিতে পাসের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
এবারের এসএসসি-সমমান পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। প্রতিটি বিভাগে তিনটি করে বিষয়ে পরীক্ষা হয়েছে। বাকি বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফল দেওয়া হবে।