তফসিল পেছাবে না: সিইসি
নিজস্ব প্রতিবেদক | ৬ নভেম্বর, ২০১৮ ১৫:৩৫
ফাইল ছবি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর সুযোগ নেই। তবে সব রাজনৈতিক দল চাইলে সংবিধানের মধ্যে থেকে ভোটের তারিখ পেছানো যেতে পারে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালা উদ্বোধন শেষে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।
এর আগে গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী জানান, ৮ নভেম্বর (বৃহস্পতিবার) একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সিইসি রেডিও, টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।
ডিসেম্বরে ভোট গ্রহণের পক্ষে যুক্তি দিয়ে সিইসি বলেন, ‘জানুয়ারিতে শীত, কুয়াশা ও বিশ্ব ইজতেমা রয়েছে। তাই ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিৎ।’
সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে বলেও জানান তিনি।
এ সময় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও কথা বলেন সিইসি। আগামী সংসদ নির্বাচনে স্বল্প আকারে ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, ‘খুব সীমিত আকারে শহরকেন্দ্রিক ইভিএম ব্যবহার করা হবে। কোথায় কোথায় ব্যবহার করা হবে তা নির্ধারণ করা হবে দৈবচয়নের ভিত্তিতে।’
তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে কমিশন।
বিএনপির গঠনতন্ত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘এক্ষেত্রে আদালতের নির্দেশ মানব আমরা।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৬ নভেম্বর, ২০১৮ ১৫:৩৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল পেছানোর সুযোগ নেই। তবে সব রাজনৈতিক দল চাইলে সংবিধানের মধ্যে থেকে ভোটের তারিখ পেছানো যেতে পারে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালা উদ্বোধন শেষে মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।
এর আগে গত ৪ নভেম্বর নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী জানান, ৮ নভেম্বর (বৃহস্পতিবার) একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সিইসি রেডিও, টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন।
ডিসেম্বরে ভোট গ্রহণের পক্ষে যুক্তি দিয়ে সিইসি বলেন, ‘জানুয়ারিতে শীত, কুয়াশা ও বিশ্ব ইজতেমা রয়েছে। তাই ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিৎ।’
সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে বলেও জানান তিনি।
এ সময় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও কথা বলেন সিইসি। আগামী সংসদ নির্বাচনে স্বল্প আকারে ব্যবহারের কথা জানিয়ে তিনি বলেন, ‘খুব সীমিত আকারে শহরকেন্দ্রিক ইভিএম ব্যবহার করা হবে। কোথায় কোথায় ব্যবহার করা হবে তা নির্ধারণ করা হবে দৈবচয়নের ভিত্তিতে।’
তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পোলিং এজেন্টদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে কমিশন।
বিএনপির গঠনতন্ত্র নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুরুল হুদা বলেন, ‘এক্ষেত্রে আদালতের নির্দেশ মানব আমরা।’