শতভাগ সুষ্ঠু নির্বাচন কোথাও হয় না: কবিতা খানম
নিজস্ব প্রতিবেদক | ১৬ নভেম্বর, ২০১৮ ১৯:০৫
ফাইল ছবি
বিশ্বের কোনো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম। তারপরও কমিশন প্রশ্নের ঊর্ধ্বে থেকে তুলনামূলক সুষ্ঠু নির্বাচন করতে চায় বলে জানান তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুক্রবার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে কবিতা খানম বলেন, ‘কোনো দেশেই নির্বাচন শতভাগ সুষ্ঠু হয় না, বাংলাদেশেও হবে না। তবে আমরা প্রশ্নের ঊর্ধ্বে থাকতে চাই।’
দেশে নির্বাচনী হাওয়া বইছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ গঠন পর্যন্ত এই হাওয়াতেই থাকতে হবে।’ নির্বাচনের হাওয়া যাতে বৈরী না হয় ইসির পক্ষ থেকে সে নির্দেশনা দেওয়া হবে বলে জানান এই কমিশনার।
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ইসি আপনাদের কর্মকাণ্ড দ্বারা পরিচালিত। কমিশন চাইবে না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক।’
আচরণবিধি ভালোভাবে পড়ার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ‘কোনো বৈষম্য সহ্য করবেন না। আইনের সঠিক প্রয়োগ করতে না পারলে ছোট ছোট বিচ্যুতি বড় ব্যতয় ঘটাতে পারে। এমন কোনো নির্বাচন উপহার দিতে চাই না, যার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়।’
একই অনুষ্ঠানে ইসির পক্ষে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেন সচিব হেলালুদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরই ভোটগ্রহণ হবে। এটাই ফিক্সড।’
এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার আশা প্রকাশ করে ডিসেম্বরের ১৮ তারিখের মধ্যে নির্বাচনী ব্যানার ও পোস্টার সরানোর নির্দেশ দেন ইসি সচিব।
২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ রেখে গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি। পরে বিভিন্ন রাজনৈতিক জোট ও দলের দাবির পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর ইসি ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে পুনঃতফসিল ঘোষণা করে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৬ নভেম্বর, ২০১৮ ১৯:০৫

বিশ্বের কোনো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন হয় না উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম। তারপরও কমিশন প্রশ্নের ঊর্ধ্বে থেকে তুলনামূলক সুষ্ঠু নির্বাচন করতে চায় বলে জানান তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুক্রবার রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে কবিতা খানম বলেন, ‘কোনো দেশেই নির্বাচন শতভাগ সুষ্ঠু হয় না, বাংলাদেশেও হবে না। তবে আমরা প্রশ্নের ঊর্ধ্বে থাকতে চাই।’
দেশে নির্বাচনী হাওয়া বইছে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ গঠন পর্যন্ত এই হাওয়াতেই থাকতে হবে।’ নির্বাচনের হাওয়া যাতে বৈরী না হয় ইসির পক্ষ থেকে সে নির্দেশনা দেওয়া হবে বলে জানান এই কমিশনার।
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘ইসি আপনাদের কর্মকাণ্ড দ্বারা পরিচালিত। কমিশন চাইবে না নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক।’
আচরণবিধি ভালোভাবে পড়ার অনুরোধ জানিয়ে কমিশনার বলেন, ‘কোনো বৈষম্য সহ্য করবেন না। আইনের সঠিক প্রয়োগ করতে না পারলে ছোট ছোট বিচ্যুতি বড় ব্যতয় ঘটাতে পারে। এমন কোনো নির্বাচন উপহার দিতে চাই না, যার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়।’
একই অনুষ্ঠানে ইসির পক্ষে ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা পুনর্ব্যক্ত করেন সচিব হেলালুদ্দীন আহমেদ। তিনি বলেন, ‘৩০ ডিসেম্বরই ভোটগ্রহণ হবে। এটাই ফিক্সড।’
এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার আশা প্রকাশ করে ডিসেম্বরের ১৮ তারিখের মধ্যে নির্বাচনী ব্যানার ও পোস্টার সরানোর নির্দেশ দেন ইসি সচিব।
২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ রেখে গত ৮ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি। পরে বিভিন্ন রাজনৈতিক জোট ও দলের দাবির পরিপ্রেক্ষিতে ১২ নভেম্বর ইসি ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে পুনঃতফসিল ঘোষণা করে।