সুষ্ঠু নির্বাচন অপরিহার্য: শাহাদাত
নিজস্ব প্রতিবেদক | ১৭ নভেম্বর, ২০১৮ ১৫:৪৯
রাজধানীর আগারগাঁওয়ে শনিবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে শাহাদাত হোসেন (ডানে) একথা বলেন। ছবি: দেশ রূপান্তর
দেশের ভবিষ্যতের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। এর আগে আরেক কমিশনার কবিতা খানম বলেছিলেন, বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
রাজধানীর আগারগাঁওয়ে শনিবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে শাহাদাত হোসেন একথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ দেশের ভবিষ্যতের জন্য একটা সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রত্যাশিত সরকার গঠিত হতে পারে যারা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
নির্বাচন কমিশন (ইসি) প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না উল্লেখ করে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদের সবসময় আমরা বলে থাকি, আপনারা হলেন কমিশনের অঙ্গপ্রত্যঙ্গ। নির্বাচন কমিশন চায়- একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সবার গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান।’
গত শুক্রবার আরেক নির্বাচন কমিশনার কবিতা খানমও প্রশ্নের ঊর্ধ্বে থেকে নির্বাচন অনুষ্ঠান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। একইসঙ্গে তিনি বলেছিলেন, ‘হানড্রেড পারসেন্ট (শতভাগ) সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোনো দেশেই হয় না, বাংলাদেশেও হবে না।’
শনিবার শাহাদাত হোসেন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, তাই করবে কমিশন।’
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ও ইএমএস, সিআইএমএস ও আরএমএস সফটওয়ার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন শাহাদাত হোসেন।
ভোটে অনিয়মের ব্যাপারে প্রশিক্ষণার্থীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমরা চাই- যারাই নির্বাচনে আসুক, আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো রকমের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’ নির্বাচনে সব দল অংশ নেওয়ায় ইসি আনন্দিত বলেও উল্লেখ করেন তিনি।
ইসির পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১৭ নভেম্বর, ২০১৮ ১৫:৪৯

দেশের ভবিষ্যতের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। এর আগে আরেক কমিশনার কবিতা খানম বলেছিলেন, বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
রাজধানীর আগারগাঁওয়ে শনিবার নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে শাহাদাত হোসেন একথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ দেশের ভবিষ্যতের জন্য একটা সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রত্যাশিত সরকার গঠিত হতে পারে যারা এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’
নির্বাচন কমিশন (ইসি) প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না উল্লেখ করে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘মাঠ পর্যায়ে যারা কাজ করছেন, তাদের সবসময় আমরা বলে থাকি, আপনারা হলেন কমিশনের অঙ্গপ্রত্যঙ্গ। নির্বাচন কমিশন চায়- একটা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং সবার গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান।’
গত শুক্রবার আরেক নির্বাচন কমিশনার কবিতা খানমও প্রশ্নের ঊর্ধ্বে থেকে নির্বাচন অনুষ্ঠান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। একইসঙ্গে তিনি বলেছিলেন, ‘হানড্রেড পারসেন্ট (শতভাগ) সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোনো দেশেই হয় না, বাংলাদেশেও হবে না।’
শনিবার শাহাদাত হোসেন বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা প্রয়োজন, তাই করবে কমিশন।’
এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার ও ইএমএস, সিআইএমএস ও আরএমএস সফটওয়ার বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন শাহাদাত হোসেন।
ভোটে অনিয়মের ব্যাপারে প্রশিক্ষণার্থীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমরা চাই- যারাই নির্বাচনে আসুক, আপনারা প্রত্যেকে দল-মত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রাখবেন। আপনাদের নিরপেক্ষতা নিয়ে কোনো রকমের প্রশ্ন উঠলে নির্বাচন কমিশন আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেবে।’ নির্বাচনে সব দল অংশ নেওয়ায় ইসি আনন্দিত বলেও উল্লেখ করেন তিনি।
ইসির পুনঃতফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।