শুরু হলো ভোটের মিছিল
অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৯
সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে সোমবার বিকেলে মিছিল করেন নেতাকর্মীরা। ছবি: দেশ রূপান্তর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হয়েছে সোমবার বিকেল থেকে। নির্বাচন কমিশনের কাছ থেকে প্রতীক বুঝে নেওয়ার পর দেশজুড়ে প্রার্থীরা প্রচারে নামেন। এর মধ্য দিয়ে শুরু হলো বহুল আলোচিত একাদশ নির্বাচনের ভোট চাওয়া।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৌকা ও ধানের শীষের প্রার্থীরা প্রচার মিছিল শুরু করেছেন বলে খবরে জানা যায়।
আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগ প্রার্থী হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুর ও মনিরামপুর বাজারে নৌকার মিছিল বের হয়।
কাঠ ও বাঁশ দিয়ে তৈরি কালো রঙের একটি নৌকা কাঁধে নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়ার পর শাহজাদপুরে এটাই নৌকার প্রথম মিছিল।
মিছিলে আওয়ামী লীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১০ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু হয়েছে সোমবার বিকেল থেকে। নির্বাচন কমিশনের কাছ থেকে প্রতীক বুঝে নেওয়ার পর দেশজুড়ে প্রার্থীরা প্রচারে নামেন। এর মধ্য দিয়ে শুরু হলো বহুল আলোচিত একাদশ নির্বাচনের ভোট চাওয়া।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৌকা ও ধানের শীষের প্রার্থীরা প্রচার মিছিল শুরু করেছেন বলে খবরে জানা যায়।
আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের আওয়ামী লীগ প্রার্থী হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে সোমবার বিকেলে শাহজাদপুর উপজেলার পৌর শহরের দ্বারিয়াপুর ও মনিরামপুর বাজারে নৌকার মিছিল বের হয়।
কাঠ ও বাঁশ দিয়ে তৈরি কালো রঙের একটি নৌকা কাঁধে নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়ার পর শাহজাদপুরে এটাই নৌকার প্রথম মিছিল।
মিছিলে আওয়ামী লীগ,ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।