বিএনপি মিথ্যাচার করছে: ওবায়দুল কাদের
নোয়াখালী প্রতিনিধি | ১০ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৫
পরিবেশ নষ্ট করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার নোয়াখালী জেলায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
দেশে সুন্দর নির্বাচনী পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সুন্দর পরিবেশ যদি নষ্ট হয় তা বিএনপির জন্যই হবে।
তিনি আরো বলেন, ‘বিএনপি জগাখিচুড়ির ঐক্য নিয়ে পার পেতে চাইলেও তা ব্যর্থ হয়েছে নির্বাচনে মনোনয়ন অনিয়মের কারণে। এ কারণে কর্মীদের ভয়ে গুলশান অফিস বন্ধ করে নেতারা পালিয়ে বেড়াচ্ছে। আর তাদের দলীয় কর্মীরা দফায় দফায় বিএনপি অফিস হামলা চালাচ্ছে’।
ওবায়দুল কাদের নিজ দলের নেতা কর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, মন্ত্রী হয়েও তিনি জাতীয় পতাকা নিয়ে চলেন না। ডিসি, এসপি’র প্রটোকল নেন না এবং আচরণবিধি লঙ্ঘন করেন না।
এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শামছুদ্দিন জেহান, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন উপস্থিত ছিলেন।
নোয়াখালীতে দলীয় মতবিনিময় সভা শেষে বিকেল থেকে নিজ আসন কোম্পানীগঞ্জে নির্বাচনী গণসংযোগ চালান ওবায়দুল কাদের।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নোয়াখালী প্রতিনিধি | ১০ ডিসেম্বর, ২০১৮ ১৯:১৫

পরিবেশ নষ্ট করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার নোয়াখালী জেলায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
দেশে সুন্দর নির্বাচনী পরিবেশ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সুন্দর পরিবেশ যদি নষ্ট হয় তা বিএনপির জন্যই হবে।
তিনি আরো বলেন, ‘বিএনপি জগাখিচুড়ির ঐক্য নিয়ে পার পেতে চাইলেও তা ব্যর্থ হয়েছে নির্বাচনে মনোনয়ন অনিয়মের কারণে। এ কারণে কর্মীদের ভয়ে গুলশান অফিস বন্ধ করে নেতারা পালিয়ে বেড়াচ্ছে। আর তাদের দলীয় কর্মীরা দফায় দফায় বিএনপি অফিস হামলা চালাচ্ছে’।
ওবায়দুল কাদের নিজ দলের নেতা কর্মীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, মন্ত্রী হয়েও তিনি জাতীয় পতাকা নিয়ে চলেন না। ডিসি, এসপি’র প্রটোকল নেন না এবং আচরণবিধি লঙ্ঘন করেন না।
এ সময় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শামছুদ্দিন জেহান, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহিন উপস্থিত ছিলেন।
নোয়াখালীতে দলীয় মতবিনিময় সভা শেষে বিকেল থেকে নিজ আসন কোম্পানীগঞ্জে নির্বাচনী গণসংযোগ চালান ওবায়দুল কাদের।