নৌকার পক্ষে থাকার আহ্বান সাকিব ফেরদৌসের
নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০১৮ ২০:০৯
সোমবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আই এম বাংলাদেশ’ অনুষ্ঠানে সাকিব আল হাসান, ফেরদৌসসহ অন্যরা। ছবি: ফেসবুক
নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। সোমবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আই এম বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সময়ের তারুণ্যদের প্রতি এ আহ্বান জানান দুই তারকা।
জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণদের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই ও এমসিসিআইসহ সামাজিক সংগঠন অপরাজেয় বাংলার যৌথ উদ্যোগে ‘আই এম বাংলাদেশ’ শিরোনামের হ্যাশ ট্যাগ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর স্লোগান হলো ‘তারুণ্যের প্রথম ভোট উন্নয়নের স্বার্থে হোক, শান্তির পক্ষে হোক’।
অনুষ্ঠানে সাকিব আল হাসান কেন নৌকায় ভোট দেবেন তার পক্ষে তরুণদের মাঝে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, যে যে বিষয়ে পারদর্শী তাকে সে বিষয়ে দক্ষ হয়ে গড়ে তুলতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। তার বক্তব্যের সময় দর্শকমহক থেকে স্লোগান উঠে আসে ‘নৌকা নৌকা’। তরুণদের এই স্লোগান থামিয়ে দিয়ে সাাকিব বলেন ‘আমরা সবাই জানি কোথায় ভোট দেব। হ্যা, অবশ্যই আমরা নৌকায় ভোট দেবো।
হ্যাশট্যাগের আই এম বাংলাদেশ প্রসঙ্গে সাকিব বলেন, তরুণদের উদ্দেশ্য করে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, আমি সিওর আপনাদের সবার স্বপ্ন আছে। তবে এ স্বপ্নটাকে আরও বেশি বড় করা উচিত। নৌকার সমর্থক দেশের সব জায়গায় আছে উল্লেখ করে সাকিব বলেন, গতকাল যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয়লাভ করেছি তখন গ্যালারিতে ৬ থেকে ৭ হাজার দর্শক নৌকা, নৌকা স্লোগান দিয়েছে। আমি সিওর দেশের মানুষ এ কথাই বলবে। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখবেন।
আরিফ নামের এক তরুণকে উদ্দ্যেশ করে তিনি বলেন, ‘এক তরুণ বললেন চাকরির কথা। আপনি চাকরি করতে চাচ্ছেন ভালো কথা। কিন্তু আমি সিওর আপনি যদি ব্যাবসা করেন তাহলে আপনি নিজেই একদিন এক হাজার মানুষের চাকরি দিতে পারবেন। এরপর এক হাজার মানুষ করলে এক কোটি মানুষের চাকরি দিতে পারবেন। এটিই হবে অবিশ্বাস্য বিষয়।’
এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান চিত্রনায়ক ফেরদৌস। তরুণদের উদ্দ্যেশ করে তিনি বলেন, যখর বড় বড় কনসার্ট অনুষ্ঠিত হয় তখন দেখি মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আমি ভোটের দিনেও ভোট কেন্দ্রে এমন দৃশ্য দেখতে চাই। কারণ কেউ যখন স্বাধীনতার পক্ষে ভোট দিচ্ছে তখন হয়তো স্বাধীনতার বিপক্ষে ভোট দিচ্ছে। সুতারাং আপনার একটি ভোটই পারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জিতিয়ে আনতে।
বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিহাদ কবির, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, চিত্রনায়ক ফেরদৌস, সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজাসহ সাংস্কৃতিক, অর্থনীতিবিদ, সুশীল সমাজ, চিকিৎসক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০১৮ ২০:০৯

নিজস্ব প্রতিবেদক
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। সোমবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে ‘আই এম বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় সময়ের তারুণ্যদের প্রতি এ আহ্বান জানান দুই তারকা।
জাতীয় নির্বাচন সামনে রেখে তরুণদের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএ, ডিসিসিআই ও এমসিসিআইসহ সামাজিক সংগঠন অপরাজেয় বাংলার যৌথ উদ্যোগে ‘আই এম বাংলাদেশ’ শিরোনামের হ্যাশ ট্যাগ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর স্লোগান হলো ‘তারুণ্যের প্রথম ভোট উন্নয়নের স্বার্থে হোক, শান্তির পক্ষে হোক’।
অনুষ্ঠানে সাকিব আল হাসান কেন নৌকায় ভোট দেবেন তার পক্ষে তরুণদের মাঝে বিভিন্ন যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, যে যে বিষয়ে পারদর্শী তাকে সে বিষয়ে দক্ষ হয়ে গড়ে তুলতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে। তার বক্তব্যের সময় দর্শকমহক থেকে স্লোগান উঠে আসে ‘নৌকা নৌকা’। তরুণদের এই স্লোগান থামিয়ে দিয়ে সাাকিব বলেন ‘আমরা সবাই জানি কোথায় ভোট দেব। হ্যা, অবশ্যই আমরা নৌকায় ভোট দেবো।
হ্যাশট্যাগের আই এম বাংলাদেশ প্রসঙ্গে সাকিব বলেন, তরুণদের উদ্দেশ্য করে বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, আমি সিওর আপনাদের সবার স্বপ্ন আছে। তবে এ স্বপ্নটাকে আরও বেশি বড় করা উচিত। নৌকার সমর্থক দেশের সব জায়গায় আছে উল্লেখ করে সাকিব বলেন, গতকাল যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয়লাভ করেছি তখন গ্যালারিতে ৬ থেকে ৭ হাজার দর্শক নৌকা, নৌকা স্লোগান দিয়েছে। আমি সিওর দেশের মানুষ এ কথাই বলবে। নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখবেন।
আরিফ নামের এক তরুণকে উদ্দ্যেশ করে তিনি বলেন, ‘এক তরুণ বললেন চাকরির কথা। আপনি চাকরি করতে চাচ্ছেন ভালো কথা। কিন্তু আমি সিওর আপনি যদি ব্যাবসা করেন তাহলে আপনি নিজেই একদিন এক হাজার মানুষের চাকরি দিতে পারবেন। এরপর এক হাজার মানুষ করলে এক কোটি মানুষের চাকরি দিতে পারবেন। এটিই হবে অবিশ্বাস্য বিষয়।’
এদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান চিত্রনায়ক ফেরদৌস। তরুণদের উদ্দ্যেশ করে তিনি বলেন, যখর বড় বড় কনসার্ট অনুষ্ঠিত হয় তখন দেখি মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। আমি ভোটের দিনেও ভোট কেন্দ্রে এমন দৃশ্য দেখতে চাই। কারণ কেউ যখন স্বাধীনতার পক্ষে ভোট দিচ্ছে তখন হয়তো স্বাধীনতার বিপক্ষে ভোট দিচ্ছে। সুতারাং আপনার একটি ভোটই পারে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জিতিয়ে আনতে।
বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি নিহাদ কবির, বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান, চিত্রনায়ক ফেরদৌস, সাংবাদিক নেতা সৈয়দ ইশতিয়াক রেজাসহ সাংস্কৃতিক, অর্থনীতিবিদ, সুশীল সমাজ, চিকিৎসক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।