ঢাকায় নৌকা ও ধানের শীষ পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৮
নৌকা,ধানের শীষ,নির্বাচন কমিশন,আচরণ বিধি
ঢাকা মহানগরে ১৫টি আসনে মোট ১৩২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনের যোগ্য হিসেবে প্রতীক পেয়েছেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের পর এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার কে এম আলী আজম বলেন, মনোনীত প্রার্থীরা সোমবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। আচরণবিধি নিরূপণে প্রতিটি আসনে একজন করে ম্যাজিস্ট্রেট কাজ করছে। আচরণবিধি লঙ্ঘন করলে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি হবে। বিধি অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ৬ মাসের জেল দেওয়ার বিধান রয়েছে।
ঢাকা মহানগরের ১৫ টি আসনে (ঢাকা-৪ থেকে ঢাকা-১৮) প্রার্থীদের প্রতীক :
ঢাকা-৪ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ, মহাজোটের লাঙ্গল প্রতীক পেয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন হাবিবুর রহমান মোল্লা, বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. নবীউল্লা। ঢাকা-৬ আসনে মহাজোটের নৌকা প্রতীক পেয়েছেন কাজী ফিরোজ রশিদ। ধানের শীষ পেয়েছেন গণফোরামের সুব্রত চৌধুরী। ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন হাজী মোহাম্মদ সেলিম। বিএনপির ধানের শীষ পেয়েছেন গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু। ঢাকা-৮ আসনের নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মির্জা আব্বাস উদ্দীন আহমেদ। ঢাকা-৯ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন সাবের হোসেন চৌধুরী। বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন আফরোজা আব্বাস। ঢাকা-১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করবেন শেখ ফজলে নূর তাপস। বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন আব্দুল মান্নান।
ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে এ কে এম রহমতুল্লাহ, বিএনপির ধানের শীষে লড়বেন শামীম আরা বেগম। ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করবেন আসাদুজ্জামান খান কামাল। বিএনপির ধানের শীষে লড়বেন সাইফুল আলম নীরব। ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মো. সাদেক খান। বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. আব্দুস সালাম। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মো. আসলামুল হক। বিএনপির ধানের শীষ পেয়েছেন সৈয়দ আবু বক্কর সিদ্দিক। ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন কামাল আহমেদ মজুমদার। বিএনপির ধানের শীষ পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. মো. শফিকুর রহমান। ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মো. ইলিয়াস উদ্দিন মোল্লা। বিএনপির ধানের শীষ পেয়েছেন মোহাম্মদ আহসানউল্লাহ হাসান। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন আকবর হোসেন পাঠান ফারুক। ধানের শীষ পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির-বিজেপির আন্দালিব রহমান পার্থ। এই আসনের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ (লাঙ্গল)ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কায় নির্বাচন করবেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন সাহারা খাতুন। ধানের শীষে নির্বাচন করবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির শহিদ উদ্দীন মাহমুদ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৮

ঢাকা মহানগরে ১৫টি আসনে মোট ১৩২ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনের যোগ্য হিসেবে প্রতীক পেয়েছেন। সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
প্রতীক বরাদ্দের পর এক সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার কে এম আলী আজম বলেন, মনোনীত প্রার্থীরা সোমবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। আচরণবিধি নিরূপণে প্রতিটি আসনে একজন করে ম্যাজিস্ট্রেট কাজ করছে। আচরণবিধি লঙ্ঘন করলে অপরাধের ধরন অনুযায়ী শাস্তি হবে। বিধি অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সর্বোচ্চ ৬ মাসের জেল দেওয়ার বিধান রয়েছে।
ঢাকা মহানগরের ১৫ টি আসনে (ঢাকা-৪ থেকে ঢাকা-১৮) প্রার্থীদের প্রতীক :
ঢাকা-৪ আসনে ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ, মহাজোটের লাঙ্গল প্রতীক পেয়েছেন সৈয়দ আবু হোসেন বাবলা। ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন হাবিবুর রহমান মোল্লা, বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. নবীউল্লা। ঢাকা-৬ আসনে মহাজোটের নৌকা প্রতীক পেয়েছেন কাজী ফিরোজ রশিদ। ধানের শীষ পেয়েছেন গণফোরামের সুব্রত চৌধুরী। ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন হাজী মোহাম্মদ সেলিম। বিএনপির ধানের শীষ পেয়েছেন গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু। ঢাকা-৮ আসনের নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মির্জা আব্বাস উদ্দীন আহমেদ। ঢাকা-৯ আসনের আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন সাবের হোসেন চৌধুরী। বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন আফরোজা আব্বাস। ঢাকা-১০ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করবেন শেখ ফজলে নূর তাপস। বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন আব্দুল মান্নান। ঢাকা-১১ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে এ কে এম রহমতুল্লাহ, বিএনপির ধানের শীষে লড়বেন শামীম আরা বেগম। ঢাকা-১২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করবেন আসাদুজ্জামান খান কামাল। বিএনপির ধানের শীষে লড়বেন সাইফুল আলম নীরব। ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মো. সাদেক খান। বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছেন মো. আব্দুস সালাম। ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মো. আসলামুল হক। বিএনপির ধানের শীষ পেয়েছেন সৈয়দ আবু বক্কর সিদ্দিক। ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন কামাল আহমেদ মজুমদার। বিএনপির ধানের শীষ পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ডা. মো. শফিকুর রহমান। ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন মো. ইলিয়াস উদ্দিন মোল্লা। বিএনপির ধানের শীষ পেয়েছেন মোহাম্মদ আহসানউল্লাহ হাসান। ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন আকবর হোসেন পাঠান ফারুক। ধানের শীষ পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির-বিজেপির আন্দালিব রহমান পার্থ। এই আসনের জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ (লাঙ্গল)ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ মার্কায় নির্বাচন করবেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন সাহারা খাতুন। ধানের শীষে নির্বাচন করবেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডির শহিদ উদ্দীন মাহমুদ।