ঠাকুরগাঁওয়ে ফখরুলের গাড়িবহরে হামলা
ঠাকুরগাঁও প্রতিনিধি | ১১ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৭
ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা। ছবি: দেশ রূপান্তর।
ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বহরে থাকা ৭টি গাড়ি ভাংচুর করা হয়। আহত হয়েছেন ১০ জন।
মঙ্গলবার উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ফখরুলের গাড়িবহর এই হামলার মুখে পড়ে।
কারা এঘটনা ঘটিয়েছে তা বলতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন মির্জা ফখরুল।
দুপুর ১টার দিকে দানারহাট সৈয়দপুর বিমানবন্দর থেকে ১২টি গাড়ি নিয়ে সরাসরি ঠাকুরগাঁওয়ের দানার হাটে পৌঁছান মির্জা ফখরুল। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করে দেশ রূপান্তরকে বলেন, কিছু বুঝে ওঠার আগেই একদল আওয়ামী সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় সফরে থাকা ৭ টি গাড়ি ভাংচুর করা হয়, এতে ১০জন আহত হয়।
উস্কানী দিয়ে এ ধরণের ঘটনা ঘটানো হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল আ’লীগকে দায়ী করে বলেন, তারপরও আমরা নির্বাচনে অংশ নেব।
গাড়ি ভাংচুর হওয়ার খবর পাওয়ার কথা জানিয়ে ঠাকুরগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তবে কারা গাড়ি ভেঙেছে তা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঠাকুরগাঁও প্রতিনিধি | ১১ ডিসেম্বর, ২০১৮ ১৭:২৭

ঠাকুরগাঁও সদর উপজেলায় বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় বহরে থাকা ৭টি গাড়ি ভাংচুর করা হয়। আহত হয়েছেন ১০ জন।
মঙ্গলবার উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ফখরুলের গাড়িবহর এই হামলার মুখে পড়ে।
কারা এঘটনা ঘটিয়েছে তা বলতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন মির্জা ফখরুল।
দুপুর ১টার দিকে দানারহাট সৈয়দপুর বিমানবন্দর থেকে ১২টি গাড়ি নিয়ে সরাসরি ঠাকুরগাঁওয়ের দানার হাটে পৌঁছান মির্জা ফখরুল। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করে দেশ রূপান্তরকে বলেন, কিছু বুঝে ওঠার আগেই একদল আওয়ামী সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে হামলা করে। এসময় সফরে থাকা ৭ টি গাড়ি ভাংচুর করা হয়, এতে ১০জন আহত হয়।
উস্কানী দিয়ে এ ধরণের ঘটনা ঘটানো হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল আ’লীগকে দায়ী করে বলেন, তারপরও আমরা নির্বাচনে অংশ নেব।
গাড়ি ভাংচুর হওয়ার খবর পাওয়ার কথা জানিয়ে ঠাকুরগাঁও থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, তবে কারা গাড়ি ভেঙেছে তা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব।