সীতাকুণ্ডে বিএনপি প্রার্থীর ভাইসহ ১৫ জন আটক
চট্টগ্রাম প্রতিনিধি | ১১ ডিসেম্বর, ২০১৮ ২১:৫৯
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সভা চলাকালে বিএনপির প্রার্থীর ভাইসহ ১৫ নেতা-কর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে কয়েকজনকে আটকের কথা জানিয়ে তাদের সভা থেকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়েছে।
বিএনপি প্রার্থী ইসহাক কাদের চৌধুরী বলেন, "সোমবার বিকালে ফৌজদারহাট জলিলনগর টেক্সটাইল গেট এলাকা থেকে ১৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন- আমার ভাই নিজাম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম।"
তিনি বলেন, "আমার বাড়ির সীমানায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছিলাম। হঠাৎ সাদা পোশাক ও ইউনিফরম পরিহিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য এসে তাদের ধরে নিয়ে যায়।"
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, কারো বাসা থেকে আটক করা হয়েছ এমন জানা নেই। নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিকে কয়েকজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চটগ্রাম-৪ (সীতাকুণ্ড-কাট্টলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন আসলাম চৌধুরী। কিন্তু ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় মনোনয়ন পেয়েছেন তার ভাই ইসহাক কাদের চৌধুরী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম প্রতিনিধি | ১১ ডিসেম্বর, ২০১৮ ২১:৫৯

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সভা চলাকালে বিএনপির প্রার্থীর ভাইসহ ১৫ নেতা-কর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে কয়েকজনকে আটকের কথা জানিয়ে তাদের সভা থেকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়েছে।
বিএনপি প্রার্থী ইসহাক কাদের চৌধুরী বলেন, "সোমবার বিকালে ফৌজদারহাট জলিলনগর টেক্সটাইল গেট এলাকা থেকে ১৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন- আমার ভাই নিজাম চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামসুল আলম।"
তিনি বলেন, "আমার বাড়ির সীমানায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছিলাম। হঠাৎ সাদা পোশাক ও ইউনিফরম পরিহিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য এসে তাদের ধরে নিয়ে যায়।"
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি দেলোয়ার হোসেন দেশ রূপান্তরকে বলেন, কারো বাসা থেকে আটক করা হয়েছ এমন জানা নেই। নাশকতার পরিকল্পনা করছে- এমন সংবাদের ভিত্তিকে কয়েকজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চটগ্রাম-৪ (সীতাকুণ্ড-কাট্টলী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন আসলাম চৌধুরী। কিন্তু ঋণখেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল হওয়ায় মনোনয়ন পেয়েছেন তার ভাই ইসহাক কাদের চৌধুরী।