আওয়মী লীগ যা বলে তা করে: নওফেল
চট্টগ্রাম প্রতিনিধি | ১১ ডিসেম্বর, ২০১৮ ২২:১৫
মঙ্গলবার চট্টগ্রামে শাহ আমানত মাজার জিয়ারত করে নিজেদের নির্বাচনী এলাকায় যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড়িয়ে কুশল বিনিময় ও কোলাকুলি করলেন চট্টগ্রাম-১০ (ডবলমুরিং) আসনের দুই প্রার্থী আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিএনপির আবদুল্লাহ আল নোমান। ছবি: হাবীবুর রব
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আওয়ামী লীগ যা বলে কাজের মাধ্যমে তা বাস্তবায়নের সক্ষমতা রাখে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের শুরুতে তিনি ভোটারদের উদ্দেশে এ কথা বলেন।
সাবেক সিটি মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল। তিনি সকাল ১০টার দিকে হযরত শাহ সুফি আমানত খান (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বিচনী প্রচার শুরু করেন। এরপর নগরীর কে সি দে রোডে তার নির্বাচনী কার্যালয়ে যান। সেখান থেকে বক্সিরহাট ওয়ার্ড, কোতোয়ালী, পাথরঘাটা এলাকায় প্রচার চালান।
এ সময় নওফেল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পের কারণে ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার চট্টগ্রামের প্রত্যেক সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। অনেক মেগাপ্রকল্প নেওয়া হয়েছে। সেইসব প্রকল্প এখন দৃশ্যমান। আওয়ামী লীগ যা বলে কাজের মাধ্যমে তা বাস্তবায়নে সক্ষমতা রাখে। উন্নয়নকাজের মাধ্যমে শেখ হাসিনার সরকার জনগণের আস্থা অর্জন করেছে।’
প্রচারকালে নওফেলের সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তারেক সোলেমান সেলিম, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।
এদিকে মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময় মঙ্গলবার প্রধান ফটকের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনে দলীয় প্রার্থী আবদুল্লাহ আল নোমানের সঙ্গে দেখা হয় নওফেলের। প্রবীণ রাজনীতিক নোমানের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
চট্টগ্রাম প্রতিনিধি | ১১ ডিসেম্বর, ২০১৮ ২২:১৫

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আওয়ামী লীগ যা বলে কাজের মাধ্যমে তা বাস্তবায়নের সক্ষমতা রাখে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারের শুরুতে তিনি ভোটারদের উদ্দেশে এ কথা বলেন।
সাবেক সিটি মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে নওফেল। তিনি সকাল ১০টার দিকে হযরত শাহ সুফি আমানত খান (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বিচনী প্রচার শুরু করেন। এরপর নগরীর কে সি দে রোডে তার নির্বাচনী কার্যালয়ে যান। সেখান থেকে বক্সিরহাট ওয়ার্ড, কোতোয়ালী, পাথরঘাটা এলাকায় প্রচার চালান।
এ সময় নওফেল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পের কারণে ভোটাররা নৌকা প্রতীকে ভোট দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার চট্টগ্রামের প্রত্যেক সেক্টরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড করেছে। অনেক মেগাপ্রকল্প নেওয়া হয়েছে। সেইসব প্রকল্প এখন দৃশ্যমান। আওয়ামী লীগ যা বলে কাজের মাধ্যমে তা বাস্তবায়নে সক্ষমতা রাখে। উন্নয়নকাজের মাধ্যমে শেখ হাসিনার সরকার জনগণের আস্থা অর্জন করেছে।’
প্রচারকালে নওফেলের সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান চৌধুরী, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তারেক সোলেমান সেলিম, হাসান মুরাদ বিপ্লব প্রমুখ।
এদিকে মাজার জিয়ারত শেষে বের হওয়ার সময় মঙ্গলবার প্রধান ফটকের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-১০ আসনে দলীয় প্রার্থী আবদুল্লাহ আল নোমানের সঙ্গে দেখা হয় নওফেলের। প্রবীণ রাজনীতিক নোমানের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তারা।