প্রচারণায় নামলেন ফারুক
নিজস্ব প্রতিবেদক | ১১ ডিসেম্বর, ২০১৮ ২২:৩০
গুলশানের ওয়ান্ডারল্যান্ডে আয়োজিত আওয়ামী লীগ প্রার্থী নায়ক ফারুকের প্রথম নির্বাচনী সভা। ছবি: দেশ রূপান্তর।
মিয়া ভাই খ্যাত চলচ্চিত্র নায়ক ফারুক দীর্ঘদিন ধরেই অাওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ নায়ক এবার নেমেছেন নির্বাচনী মাঠেও। অা্ওয়মী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা-১৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করছেন তিনি।জানা যায়, ১৮ বছর পর এ এলাকায় নৌকা প্রতীক নিয়ে কেউ মাঠে নামলেন।
অভিজাত এলাকা বলে খ্যাত গুলশান-বনানীতে দীর্ঘ দিন পর নৌকা প্রতীকের প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত আওয়ামী সমর্থকরাও।
মঙ্গলবার দুপুরে গুলশানে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড মাঠে আয়োজন করা হয় ফারুকের জাতীয় নির্বাচনের প্রথম বর্ধিত সভা। এ সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা নায়ক ফারুকের জন্য এক হয়ে নির্বাচনী কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ফারুক বলেন, ‘আমাকে প্রার্থী পেয়ে এ এলাকার মানুষ অনেক আনন্দিত। স্থানীয় আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আমাকে সমর্থন জানিয়েছেন।এটা আমার জন্য নিঃসন্দেহে আনন্দের। আমি এসব কিছুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’
উল্লেখ্য গাজীপুর-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ঢাকা-১৭ অাসনের জন্য মনোনীত করা হয়।
স্কুলজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন নায়ক ফারুক। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ‘আলোর মিছিল’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘সাহেব’, ’সহ অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেন ফারুক।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১১ ডিসেম্বর, ২০১৮ ২২:৩০

মিয়া ভাই খ্যাত চলচ্চিত্র নায়ক ফারুক দীর্ঘদিন ধরেই অাওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এ নায়ক এবার নেমেছেন নির্বাচনী মাঠেও। অা্ওয়মী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা-১৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করছেন তিনি।জানা যায়, ১৮ বছর পর এ এলাকায় নৌকা প্রতীক নিয়ে কেউ মাঠে নামলেন।
অভিজাত এলাকা বলে খ্যাত গুলশান-বনানীতে দীর্ঘ দিন পর নৌকা প্রতীকের প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত আওয়ামী সমর্থকরাও।
মঙ্গলবার দুপুরে গুলশানে অবস্থিত ওয়ান্ডারল্যান্ড মাঠে আয়োজন করা হয় ফারুকের জাতীয় নির্বাচনের প্রথম বর্ধিত সভা। এ সভায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা নায়ক ফারুকের জন্য এক হয়ে নির্বাচনী কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
ফারুক বলেন, ‘আমাকে প্রার্থী পেয়ে এ এলাকার মানুষ অনেক আনন্দিত। স্থানীয় আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও আমাকে সমর্থন জানিয়েছেন।এটা আমার জন্য নিঃসন্দেহে আনন্দের। আমি এসব কিছুর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’
উল্লেখ্য গাজীপুর-৫ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার লক্ষ্যে দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে ঢাকা-১৭ অাসনের জন্য মনোনীত করা হয়।
স্কুলজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন নায়ক ফারুক। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলনে যোগ দেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ‘আলোর মিছিল’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুজন সখী’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘সাহেব’, ’সহ অসংখ্য কালজয়ী ছবিতে অভিনয় করেন ফারুক।