আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে: ইআইইউ
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৮
লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) দাবি করছে, বাংলাদেশের একাদশতম সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয়লাভ করবে।
বাংলাদেশকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ইআইইউ জানায়, অর্থনৈতিক উন্নতির কারণে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে জয়ী হবে।
ইআইইউ দ্য ইকোনমিস্ট পত্রিকার অঙ্গ প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ। তারা বলছে, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আগামী পাঁচ বছরও অব্যাহত থাকবে। এই সময়ে জিডিপি প্রবৃদ্ধি হবে গড়ে ৭.৭ শতাংশ হারে।
এই বছরের শুরুর দিকে গণতন্ত্রের সূচক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ইআইইউ। সেখানে বাংলাদেশের অবনতির কথা বলেছিল তারা।
নতুন জরিপে তারা মনে করছে, জনপ্রিয়তার দিক দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনেক এগিয়ে। তার ব্যক্তিগত ভাবমূর্তি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগপ্রাপ্তি অব্যাহত রাখা, এবং বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারি খাতের ভূমিকা বাড়াতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় পাওয়া গুরুত্বপূর্ণ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০১৮ ২১:৪৮

লন্ডনভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) দাবি করছে, বাংলাদেশের একাদশতম সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয়লাভ করবে।
বাংলাদেশকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে ইআইইউ জানায়, অর্থনৈতিক উন্নতির কারণে আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে জয়ী হবে।
ইআইইউ দ্য ইকোনমিস্ট পত্রিকার অঙ্গ প্রতিষ্ঠান দ্য ইকোনমিস্ট গ্রুপের গবেষণা ও বিশ্লেষণ বিভাগ। তারা বলছে, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আগামী পাঁচ বছরও অব্যাহত থাকবে। এই সময়ে জিডিপি প্রবৃদ্ধি হবে গড়ে ৭.৭ শতাংশ হারে।
এই বছরের শুরুর দিকে গণতন্ত্রের সূচক নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ইআইইউ। সেখানে বাংলাদেশের অবনতির কথা বলেছিল তারা।
নতুন জরিপে তারা মনে করছে, জনপ্রিয়তার দিক দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অনেক এগিয়ে। তার ব্যক্তিগত ভাবমূর্তি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগপ্রাপ্তি অব্যাহত রাখা, এবং বাংলাদেশের অর্থনীতিতে বেসরকারি খাতের ভূমিকা বাড়াতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় পাওয়া গুরুত্বপূর্ণ।