গাড়িবহরে হামলা, থানা হেফাজতে অধ্যাপক আবু সাইয়িদ
পাবনা প্রতিনিধি | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৩
নির্বাচনী জনসভায় যাওয়ার পথে অধ্যাপক আবু সাইয়িদের গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। ছবি: দেশ রূপান্তর
পাবনা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে সাঁথিয়ায় কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে সাঁথিয়া থানায় পুলিশ হেফাজতে রয়েছেন জানিয়ে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেবেন।
জানা গেছে, বেড়া উপজেলার নিজ বাসা থেকে সাঁথিয়ার ধোপাদহ এলাকায় নির্বাচনী জনসভায় যাচ্ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ। বেলা ১১টার দিকে তার গাড়িবহরটি সাঁথিয়া বাজারের শিমুলতলা মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তার দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া থানায় নিয়ে যায়। দুপুর ১২টার দিকেও তাকে সাঁথিয়া থানায় অবস্থান করতে দেখা গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন অধ্যাপক আবু সাইয়িদ।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, “তিনি (অধ্যাপক আবু সাইয়িদ) আমাদের হেফাজতে আছেন। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
১৯৭০ সালের নির্বাচনে অধ্যাপক আবু সাইয়িদ আওয়ামী লীগ থেকে এমপি হন। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম তিনি। নবম সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। পরে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
একাদশ সংসদ নির্বাচনে অধ্যাপক আবু সাইয়িদ নৌকার মনোনয়নবঞ্চিত হয়ে গণফোরামে যোগ দেন। এবার ধানের শীষ প্রতীক তিনি পাবনা-১ (বেড়া ও সাঁথিয়া) আসনে নির্বাচন করছেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
পাবনা প্রতিনিধি | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৪:৫৩

পাবনা-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বুধবার বেলা ১১টার দিকে সাঁথিয়ায় কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে সাঁথিয়া থানায় পুলিশ হেফাজতে রয়েছেন জানিয়ে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেবেন।
জানা গেছে, বেড়া উপজেলার নিজ বাসা থেকে সাঁথিয়ার ধোপাদহ এলাকায় নির্বাচনী জনসভায় যাচ্ছিলেন অধ্যাপক আবু সাইয়িদ। বেলা ১১টার দিকে তার গাড়িবহরটি সাঁথিয়া বাজারের শিমুলতলা মোড়ে পৌঁছালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তার দুটি গাড়ি ভাঙচুর করা হয়।
পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া থানায় নিয়ে যায়। দুপুর ১২টার দিকেও তাকে সাঁথিয়া থানায় অবস্থান করতে দেখা গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন অধ্যাপক আবু সাইয়িদ।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, “তিনি (অধ্যাপক আবু সাইয়িদ) আমাদের হেফাজতে আছেন। লিখিত অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”
১৯৭০ সালের নির্বাচনে অধ্যাপক আবু সাইয়িদ আওয়ামী লীগ থেকে এমপি হন। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম তিনি। নবম সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। পরে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।
একাদশ সংসদ নির্বাচনে অধ্যাপক আবু সাইয়িদ নৌকার মনোনয়নবঞ্চিত হয়ে গণফোরামে যোগ দেন। এবার ধানের শীষ প্রতীক তিনি পাবনা-১ (বেড়া ও সাঁথিয়া) আসনে নির্বাচন করছেন।