ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনীকে চাই: ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধ | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:০৮
ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় বৃহস্পতিবার নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। ছবি: দেশ রূপান্তর
স্ট্রাইকিং ফোর্স হিসেবে কতটুকু সহযোগিতা করতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনীকে পাশে চাই।
ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় বৃহস্পতিবার এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল এমন দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্রের সংকট রয়েছে। কথা বলা, প্রতিবাদ করা যাচ্ছে না। এসব করলেই মামলা আর না করলেও গায়েবি মামলা হচ্ছে। এ সংকট উত্তরণে নির্বাচনের মাধ্যমে জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগ সরকারের আগ্রাসন বন্ধ করতে চাই। মির্জা ফখরুল সরকারের পতন ঘটাতে ধানের শীষে ভোট চান।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঠাকুরগাঁও প্রতিনিধ | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:০৮

ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় বৃহস্পতিবার নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল। ছবি: দেশ রূপান্তর
স্ট্রাইকিং ফোর্স হিসেবে কতটুকু সহযোগিতা করতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে সেনাবাহিনীকে পাশে চাই।
ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও এলাকায় বৃহস্পতিবার এক নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল এমন দাবি করেন।
মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্রের সংকট রয়েছে। কথা বলা, প্রতিবাদ করা যাচ্ছে না। এসব করলেই মামলা আর না করলেও গায়েবি মামলা হচ্ছে। এ সংকট উত্তরণে নির্বাচনের মাধ্যমে জনগণের শক্তি দিয়ে আওয়ামী লীগ সরকারের আগ্রাসন বন্ধ করতে চাই। মির্জা ফখরুল সরকারের পতন ঘটাতে ধানের শীষে ভোট চান।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন