শিল্পীরা সবসময় আওয়ামী লীগের পক্ষে: হাসান ইমাম
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৪
আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা। ছবি: রুবেল রশিদ
শিল্পীরা সবসময় আওয়ামী লীগের পক্ষে আছে বলে জানিয়েছেন বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব হাসান ইমাম। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিল্পীদের পক্ষ থেকে হাসান ইমাম এসব বলেন। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হাছান মাহমুদ।
হাসান ইমাম তার বক্তৃতায় বলেন, এছাড়া শিল্পীদের সংগ্রাম রাজনৈতিক সংগ্রামের সঙ্গে শুরু হয়েছে সেই ১৯৭১ সাল থেকে। মুক্তিযুদ্ধে শিল্পীরাও ভূমিকা রেখেছে।
বিরোধী দলের সমালোচনা করে এই নাট্যব্যক্তিত্ব বলেন, আজ যারা বিরোধী দলে যুক্ত হয়েছে তাদের অনেকে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। তাই জাতি আজ আবার সংকটে পড়েছে। এই সংকট মোকাবেলার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি।
নির্বাচনী প্রচারাভিযান ৫টি খোলা ট্রাকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি, বাংলামোটর, ফার্মগেট, সংসদ ভবন এলাকা হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা নৌকার প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় যাবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানান হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে আরো উপস্থিত ছিলেন শমি কায়সার, জাহিদ হাসান, অরুণা বিশ্বাস, সাইমন, মাহফুজ খান, শাকিল খান, রোকেয়া প্রাচী, বাঁধন, তারিন, সুইটি, রইসুল ইসলাম আসাদ, তারেক সুজাতসহ বেশ কয়েকজন চলচ্চিত্র ও টিভি শিল্পী। এ ছাড়া গায়ক এসডি রুবেল, ক্রীড়া জগতের গাফফার চৌধুরী, সত্যজিৎ দাস, বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের তার বক্তৃতায় বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। ১৯৭১ সালের পরাজিত শক্তি যেন ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে শিল্পীদের প্রতি সেই আহ্বান জানান তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৬:৩৪

শিল্পীরা সবসময় আওয়ামী লীগের পক্ষে আছে বলে জানিয়েছেন বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব হাসান ইমাম। এর কারণ উল্লেখ করে তিনি বলেন, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি।
বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত প্রচারাভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত শিল্পীদের পক্ষ থেকে হাসান ইমাম এসব বলেন। বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হাছান মাহমুদ।
হাসান ইমাম তার বক্তৃতায় বলেন, এছাড়া শিল্পীদের সংগ্রাম রাজনৈতিক সংগ্রামের সঙ্গে শুরু হয়েছে সেই ১৯৭১ সাল থেকে। মুক্তিযুদ্ধে শিল্পীরাও ভূমিকা রেখেছে।
বিরোধী দলের সমালোচনা করে এই নাট্যব্যক্তিত্ব বলেন, আজ যারা বিরোধী দলে যুক্ত হয়েছে তাদের অনেকে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত। তাই জাতি আজ আবার সংকটে পড়েছে। এই সংকট মোকাবেলার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি।
নির্বাচনী প্রচারাভিযান ৫টি খোলা ট্রাকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে টিএসসি, বাংলামোটর, ফার্মগেট, সংসদ ভবন এলাকা হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা নৌকার প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় যাবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানান হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে আরো উপস্থিত ছিলেন শমি কায়সার, জাহিদ হাসান, অরুণা বিশ্বাস, সাইমন, মাহফুজ খান, শাকিল খান, রোকেয়া প্রাচী, বাঁধন, তারিন, সুইটি, রইসুল ইসলাম আসাদ, তারেক সুজাতসহ বেশ কয়েকজন চলচ্চিত্র ও টিভি শিল্পী। এ ছাড়া গায়ক এসডি রুবেল, ক্রীড়া জগতের গাফফার চৌধুরী, সত্যজিৎ দাস, বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের তার বক্তৃতায় বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে। ১৯৭১ সালের পরাজিত শক্তি যেন ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতায় আসতে না পারে শিল্পীদের প্রতি সেই আহ্বান জানান তিনি।