যশোরে বিএনপি প্রার্থীর সমাবেশে হামলা
যশোর প্রতিনিধি | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৭:১০
বৃহস্পতিবার উপজেলার হালসা বাজারে বিএনপি প্রার্থীর সমাবেশে চালান হয়। ছবি: দেশ রূপান্তর
যশোরে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমাবেশস্থলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ৮-১০ জন কর্মী আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা একটার দিকে সদর উপজেলার হালসা বাজারে এই ঘটনা ঘটে। বোমা হামলার পর সন্ত্রাসীরা সমাবেশস্থলে থাকা চেয়ার ভাঙচুর করে প্রচার মাইক নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় যুবলীগকে দায়ী করেছেন অনিন্দ্য ইসলাম।
কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত সমীর কুমার সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘আমার কাছে এমন তথ্য নেই।’
বিভিন্ন সূত্রে আহত কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, জুয়েল, মহিদুল ইসলাম, তাজু হোসেন, দাউদ হোসেন, ইমামুল ইসলাম।
হামলা অভিযোগ তুলে অনিন্দ্য ইসলামের নেতৃত্বে হালসা বাজারে প্রতিবাদ মিছিল হয়। মিছিল শেষে তিনি বলেন, ‘আজ সকালে আমি নেতাকর্মীদের নিয়ে চৌগাছা সীমান্ত এলাকায় গণসংযোগে যাই। গণসংযোগকালেই খবর আসে, হালসা বাজারে আমার সমাবেশস্থলে হামলা হয়েছে। সেখানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল আমার।’
তিনি অভিযোগ করেন, ইউনিয়ন যুবলীগ নেতা জাফরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধানের শীষের সমাবেশস্থলে হামলা চালিয়েছে।
তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে যুবলীগের বক্তব্য জানা যায়নি।
অমিতের প্রচারণা গাড়িবহরে থাকা সংবাদকর্মীরা জানান, সমাবেশ স্থলে অন্তত দুটি ককটেল ছোড়া হয়। এর একটি বিস্ফোরিত হয়। হামলায় বিএনপির ৮-১০ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে যশোর জেনারেল হাসপাতালে আনা হচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
যশোর প্রতিনিধি | ১৩ ডিসেম্বর, ২০১৮ ১৭:১০

যশোরে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সমাবেশস্থলে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ৮-১০ জন কর্মী আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলা একটার দিকে সদর উপজেলার হালসা বাজারে এই ঘটনা ঘটে। বোমা হামলার পর সন্ত্রাসীরা সমাবেশস্থলে থাকা চেয়ার ভাঙচুর করে প্রচার মাইক নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় যুবলীগকে দায়ী করেছেন অনিন্দ্য ইসলাম।
কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত সমীর কুমার সরকার দেশ রূপান্তরকে বলেন, ‘আমার কাছে এমন তথ্য নেই।’
বিভিন্ন সূত্রে আহত কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, জুয়েল, মহিদুল ইসলাম, তাজু হোসেন, দাউদ হোসেন, ইমামুল ইসলাম।
হামলা অভিযোগ তুলে অনিন্দ্য ইসলামের নেতৃত্বে হালসা বাজারে প্রতিবাদ মিছিল হয়। মিছিল শেষে তিনি বলেন, ‘আজ সকালে আমি নেতাকর্মীদের নিয়ে চৌগাছা সীমান্ত এলাকায় গণসংযোগে যাই। গণসংযোগকালেই খবর আসে, হালসা বাজারে আমার সমাবেশস্থলে হামলা হয়েছে। সেখানে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা ছিল আমার।’
তিনি অভিযোগ করেন, ইউনিয়ন যুবলীগ নেতা জাফরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধানের শীষের সমাবেশস্থলে হামলা চালিয়েছে।
তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে যুবলীগের বক্তব্য জানা যায়নি।
অমিতের প্রচারণা গাড়িবহরে থাকা সংবাদকর্মীরা জানান, সমাবেশ স্থলে অন্তত দুটি ককটেল ছোড়া হয়। এর একটি বিস্ফোরিত হয়। হামলায় বিএনপির ৮-১০ কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে যশোর জেনারেল হাসপাতালে আনা হচ্ছে।