গাজীপুরে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আটক
গাজীপুর প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৯
মাওলানা এসএম রুহুল আমীন
গাজীপুর-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী গণফোরোমের ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এসএম রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। তিনি জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি।
রুহুল আমীনের ছেলে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক নাহীন আহমেদ মমতাজী জানান, তার বাবা শুক্রবার বিকেলে শ্রীপুরের টেংরা এলাকায় ধানের শীষের নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শেষে ফেরার পথে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, পীরজাদা রুহুল আমীনের বিরুদ্ধে আগের অনেক মামলা আছে। তাকে সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
গাজীপুর প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৯

মাওলানা এসএম রুহুল আমীন
গাজীপুর-৩ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী গণফোরোমের ইকবাল সিদ্দিকীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এসএম রুহুল আমীনকে আটক করেছে পুলিশ। তিনি জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি।
রুহুল আমীনের ছেলে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম-সম্পাদক নাহীন আহমেদ মমতাজী জানান, তার বাবা শুক্রবার বিকেলে শ্রীপুরের টেংরা এলাকায় ধানের শীষের নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা শেষে ফেরার পথে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে কোনো মামলা নেই।
শ্রীপুর থানার ওসি জাবেদুল ইসলাম জানান, পীরজাদা রুহুল আমীনের বিরুদ্ধে আগের অনেক মামলা আছে। তাকে সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
শেয়ার করুন